Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Passport: ভিসা ছাড়া আর এই দেশে প্রবেশে অনুমতি মিলবে না ভারতীয়দের…

Serbia: ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিসা অন অ্যারাইভাল কিংবা ভিসা ছাড়া ঘুরে আসা যায় পৃথিবীর প্রায় ৬০টি দেশ। এতদিন পর্যন্ত সেখানে নাম ছিল এই দেশেরও।

Indian Passport: ভিসা ছাড়া আর এই দেশে প্রবেশে অনুমতি মিলবে না ভারতীয়দের...
Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 2:50 PM

দেশের বাইরে পা রাখতে গেলে প্রয়োজন আপনি কোন দেশের নাগরিক তার প্রমাণপত্র। পাশাপাশি প্রয়োজন ভিসা। ভিসাতেই উল্লেখ থাকে যে আপনি কেন ওই দেশে যাচ্ছে, কতদিন সেখানে থাকবেন ইত্যাদি। কিন্তু এই ভিসা পাওয়ার জন্য বেশ কসরত করতে হয়। অনুমতি মেলে শুধু দূতাবাস থেকে। তবে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিসা অন অ্যারাইভাল কিংবা ভিসা ছাড়া ঘুরে আসা যায় পৃথিবীর প্রায় ৬০টি দেশ। সেই দেশগুলোর মধ্যে আপাতত নাম রয়েছে সার্বিয়ার। কিন্তু নতুন বছর শুরু হলেই সেটা আর থাকবে না। ১ জানুয়ারি, ২০২৩ থেকে সার্বিয়া গেলে ভারতীয়দের ভিসা নিতে হবে।

এতদিন পর্যন্ত ভারতীয় ছাড়া ভিসা ছাড়া সার্বিয়ায় প্রবেশ করতে পারতেন। সেখানে ভিসা অন অ্যারাইভালের সুযোগ ছিল ভারতীয়দের। ভারতীয় নাগরিকদের সার্বিয়ায় ভিসা ছাড়াই ৯০ দিন থাকার অনুমতি ছিল। সেই জায়গায় অন্যান্য দেশের নাগরিকরা ৩০ দিন থাকতে পারতেন সে দেশে। কিন্তু ভারতীয় পাসপোর্টের ক্ষেত্রে এই নিয়ম আর রইল না। সার্বিয়া সরকার এবার আর ভিসা ছাড়া ভারতীয়দের সে দেশে প্রবেশের অনুমতি দেবে না।

সার্বিয়া সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “সার্বিয়ায় ৩০ দিন পর্যন্ত থাকার জন্য সমস্ত ভারতীয় পাসপোর্টধারীদের জন্য সার্বিয়া ভিসা-ফ্রি প্রবেশের বিদ্যমান ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।” অর্থাৎ এখন ৩০ দিন থাকতে গেলেও আপনাকে দেশ থেকে ভিসা নিয়েই সার্বিয়ার জন্য রওনা দিতে হবে। ভিসা ছাড়া আর প্রবেশ করতে পারবেন না সে দেশে। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সে দেশের সরকার?

২০১৭ সালের সেপ্টেম্বরে সার্বিয়ায় ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া প্রবেশের অনুমতি মিলে ছিল। সেই থেকে ভারতীয় নাগরিক ছাড়া ভিসা ছাড়াই সে দেশে ভ্রমণ করতে পারতেন। কিন্তু অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ভিসা নীতির প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করার উদ্দেশ্যে, ভারতীয়দের ভিসা ছাড়া প্রবেশের অনুমতি বাতিল করেছে সে দেশের সরকার। যদিওএখন সার্বিয়ায় ভ্রমণকারী ভারতীয়রা সার্বিয়ায় ভিসা-মুক্ত প্রবেশের কারণে সার্বিয়ার প্রতিবেশী দেশ এবং অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করতে পারেন না।

২০২৩-এর ১ জানুয়ারি থেকে সার্বিয়া যেতে গেলে আপনাকে নয়াদিল্লিতে সার্বিয়ার দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। সেটা কিন্তু ৩০ দিনের জন্য। এর চেয়ে বেশি দিন থাকার অনুমতি আপাতত সে দেশের সরকার দিচ্ছে না। তবে যে সব ভারতীয়রা যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কিংবা সেখানকার ভিসা রয়েছে তাঁরা সার্বিয়ায় ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন এবং ৯০ দিন থাকতে পারবেন।