AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gangasagar 2023: ক্রুজে চেপে কলকাতা থেকে গঙ্গাসাগর মাত্র ৪ ঘণ্টায়, কীভাবে পাবেন পরিষেবা?

Cruise Service: শিয়ালদহ থেকে নামখানা বা কাকদ্বীপ দিয়ে গঙ্গাসাগর পৌঁছাতে বেশ সময় লেগে যায়। কিন্তু ক্রুজে চেপে গেলে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা।

Gangasagar 2023: ক্রুজে চেপে কলকাতা থেকে গঙ্গাসাগর মাত্র ৪ ঘণ্টায়, কীভাবে পাবেন পরিষেবা?
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 2:44 PM
Share

৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। এই সময় দেশের নানা প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে। কথায় রয়েছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। কারণ গঙ্গাসাগর পৌঁছানো বেশ ঝক্কির। এই তীর্থযাত্রা বেশ কঠিন। যদিও এ সব এখন অতীত। বাস, ট্রেন, ভেসেলের সুবিধা এখন গঙ্গাসাগর যাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। তবু শিয়ালদহ থেকে নামখানা বা কাকদ্বীপ দিয়ে গঙ্গাসাগর পৌঁছাতে বেশ সময় লেগে যায়। তবে, জলপথে গঙ্গাসাগর পৌঁছাতে গেলে এবার সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। ক্রুজে চেপে পৌঁছতে যেতে পারেন গঙ্গাসাগর।

ক্রুজে চেপে গঙ্গাসাগর ভ্রমণ আপনাকে অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে। বিদ্যাসাগর সেতু, শিবপুর বোটানিক্যাল গার্ডেন বাটানগর, ফলতা আটান্ন গেট, গড়চুমুক, গাদিয়াড়া ডায়মন্ড হারবার, ঘোড়ামারা দ্বীপ, নয়াচর পেরিয়ে কচুবেড়িয়া পৌঁছায় এই ক্রুজ। Osprey India নামের এক বেসরকারি সংস্থা হুগলি নদীতে এই ক্রুজ পরিষেবা শুরু করেছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চললেও, আপনি ক্রুজ পরিষেবা আপনি ২৮ জানুয়ারি পর্যন্ত পাবেন। সুতরাং, শীতের মরশুমে একদিনের ছুটি নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন গঙ্গাসাগর। চলুন জেনে নেওয়া যাক, এই ক্রুজ পরিষেবার খুঁটিনাটি।

কোথা থেকে এবং কখন এই ক্রুজ ছাড়ে?

কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে এই ক্রুজ ছাড়ে। শেষ স্টপেজ কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাট থেকে টোটো, ম্যাজিক গাড়ি বা বাসে চেপে সহজে পৌঁছে যান গঙ্গাসাগর। গোটা জানুয়ারি মাস জুড়ে এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে। ক্রুজে চেপে গঙ্গাসাগর পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। তবে, আবহাওয়া খারাপ থাকলে কিংবা নদীতে জোয়ার থাকলে আরও বেশি সময় লাগতে পারে।

সাধারণত সকাল ৭.৩০টায় মিলেনিয়াম পার্ক জেটি থেকে ক্রুজ ছাড়ে এবং বেলা ১০.৩০টায় এটি কচুবেড়িয়া ঘাট পৌঁছায়। আবার গঙ্গাসাগর থেকে ফেরার পথেও আপনি এই ক্রুজ পরিষেবা পেয়ে যাবেন। বিকাল ৫টায় সাগর থেকে ক্রুজ ছাড়ে এবং রাত ৯.৩০টার মধ্যে এটি কলকাতা পৌঁছে যায়। তবে, এই ক্রুজ পরিষেবা প্রতিদিন একই সময়ে পাওয়া যাবে না। কোন দিন কোন সময়ে এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে, এর জন্য আপনাকে চোখ রাখতে হবে ওই বেসরকারি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

এই ক্রুজের ভাড়া কত?

এই ক্রুজে প্রিমিয়াম ক্লাস এবং ইকোনমি ক্লাস রয়েছে। প্রিমিয়াম ক্লাসে যাওয়া-আসা নিয়ে খরচ পড়বে ৩,০০০ টাকা। অন্যদিকে, ইকোনমি ক্লাসের ভাড়া হল ২,৬০০ টাকা। এর মধ্যে পানীয় জল, চা, সকাল ও বিকালের জলখাবারের খরচও রয়েছে। প্রিমিয়াম ক্লাসে ৫৫ জন ভ্রমণ করতে পারবেন। আর ইকোনমিক ক্লাসের সিট সংখ্যা হল ১০১।

কীভাবে টিকিট বুক করবেন?

অনলাইন ও অফলাইন উভয়ভাবেই আপনি ক্রুজ পরিষেবার জন্য টিকিট বুক করতে পারবেন। অনলাইনে ওই Osprey India-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারেন। এছাড়া মিলিনিয়াম পার্কে গিয়ে সেখানকার টিকিট কাউন্টার থেকে অফলাইনে টিকিট বুক করতে পারেন।