ঘরে চারদিকে পিঁপড়ের বাসা? ঘরোয়া টোটকাতেই হবে সব শেষ
সেখানেই নজরে পড়ছে সারি সারি পিঁপড়ে দল বেঁধে এগিয়ে চলেছে। কোনও জায়গায় কালো পিঁপড়ে তো, কোনও জায়গায় লাল। ভেবে পাচ্ছেন না কি করবেন? চিন্তা নেই, রইল কিছু ঘরোয়া টোটকা। যার ফলে পিঁপড়ের বংশ হবে ধ্বংস।

রান্নাঘরে থেকে বেডরুম, বসারঘর থেকে বাথরুম। যেখানে যাচ্ছেন, সেখানেই নজরে পড়ছে সারি সারি পিঁপড়ে দল বেঁধে এগিয়ে চলেছে। কোনও জায়গায় কালো পিঁপড়ে তো, কোনও জায়গায় লাল। ভেবে পাচ্ছেন না কি করবেন? চিন্তা নেই, রইল কিছু ঘরোয়া টোটকা। যার ফলে পিঁপড়ের বংশ হবে ধ্বংস।
বেকিং সোডার ব্যবহারও পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত উপকারী। ভিনিগার এবং বেকিং সোডার মিশ্রণ তৈরি করে রাখুন। পিঁপড়ে দেখতে পেলে গায়ে স্প্রে করে দিন। কিছুক্ষণের মধ্যে উপকার টের পাবেন।
একটি পাত্র নিন। তাতে জল দিন। এবার যেখানে পিঁপড়ে হয়েছে সেখানে সেটি বসিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে দেখবেন বাটির ভিতর চলে গিয়েছে সমস্ত পিঁপড়ে। এবার ওই জল ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন।
যে পথে পিঁপড়ে যাতায়াত করে সেখানে চক দিয়ে দাগ টেনে রাখুন। তাতেই দেখবেন পিঁপড়ে আর বাড়িতে ঢুকছে না।
রান্নাঘর এবং স্নানাগার থেকে পিঁপড়ে তাড়াতে এসেনশিয়াল অয়েল কাজে লাগাতে পারেন। একটু তুলোতে লাগিয়ে রান্নাঘর এবং স্নানাগারের কোণায় দিয়ে রাখুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হয়েছে।
