AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025: দুর্গাপুজোয় স্টাইলিশ লুক চান? এই হেয়ারস্টাইল বানাবে আপনাকে গ্ল্যামারাস

সঠিক হেয়ারস্টাইল করলে ভাল পোশাকের সঙ্গে সাজ আরও গ্ল্যামারাস হয়। কারও চুল লম্বা, কারও আবার ছোট বা মিড লেংথ হয়, তাই হলে সব ধরণের চুলের জন্যই রইল কিছু টিপস। এ বারের পুজোতে কেমন রাখবেন হেয়ারস্টাইল। রইল ১০ ধরনের উদাহরণ।

Durga Puja 2025: দুর্গাপুজোয় স্টাইলিশ লুক চান? এই হেয়ারস্টাইল বানাবে আপনাকে গ্ল্যামারাস
পুজোয় স্টাইলিশ লুক চান? এই হেয়ারস্টাইল মেনে চললেই সমাধানImage Credit: Canva
| Updated on: Sep 24, 2025 | 12:59 PM
Share

দুর্গাপুজোয় (Durga Puja) প্যান্ডেল হপিং হোক বা জমিয়ে আড্ডা, প্রত্যেকের লুককে কমবেশি সম্পূর্ণ করে হেয়ারস্টাইল। সঠিক হেয়ারস্টাইল করলে ভাল পোশাকের সঙ্গে সাজ আরও গ্ল্যামারাস হয়। কারও চুল লম্বা, কারও আবার ছোট বা মিড লেংথ হয়, তাই হলে সব ধরণের চুলের জন্যই রইল কিছু টিপস।

১. খোপা লুক (বান স্টাইল)

সামান্য টুইস্ট দিয়ে মেসি বা লো বান বানাতে পারেন। ফুল বা হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করলে পুজোর দিনে একেবারে ট্র্যাডিশনাল অথচ এলিগ্যান্ট লুক আসবে।

২. ক্লাসিক খোলা চুল

স্ট্রেইট করে বা কার্ল করে খোলা চুল রাখলে খুব সহজে সুন্দর লুক পাবেন। সিল্ক বা জর্জেট শাড়ির সঙ্গে এই হেয়ারস্টাইল বেশ মানিয়ে যায়।

৩. সাইড ব্রেইড

হালকা মেকআপ আর কটন বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে একপাশে ব্রেইড করে রাখলে ট্র্যাডিশনাল অথচ ট্রেন্ডি লুক পাওয়া যায়।

৪. হাফ পনিটেল স্টাইল

চুলের সামনের অংশ টেনে ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে। এরপর বাকি চুল খোলা রাখলে ফ্রেশ ও স্মার্ট লুক মিলবে।

৫. ফিশটেইল ব্রেইড

ফিউশন লুক বা ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে ফিশটেইল ব্রেইড দারুণ মানাবে।

৬. গজরা বা ফুল দিয়ে সাজান

খোপা বা খোলা চুলে গজরা, রজনীগন্ধা বা গোলাপের ফুল ব্যবহার করতে পারেন। যা করলে পুজোর দিনে সাজ হবে একেবারে পূর্ণ।

৭. হাই পনিটেল

লেহেঙ্গা বা গাউন-এর সঙ্গে হাই পনিটেল করে নিলে পুজোর মধ্যে একটা ফ্যাশনেবল লুক পেতে পারেন।

৮. মেসি লুক

মেসি ব্রেইড বা মেসি বান ট্রেন্ডিংয়ে রয়েছে। সারাদিন ঘোরাঘুরি করলেও সেটি সহজেই ক্যারি করা যায়।

৯. হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করুন

হেয়ার ক্লিপ, বিডস বা মেটালিক পিন ব্যবহার করলে সাধারণ হেয়ারস্টাইলও হয়ে উঠবে ফেস্টিভ লুক।

১০. চুলে শাইন আনুন

হেয়ারস্টাইল করার আগে হেয়ার সিরাম ব্যবহার করলে চুল চকচকে দেখাবে, আর হেয়ারস্টাইলও থাকবে সেট।