Durga Puja 2025: ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ের মাঝে আচমকা বমি পেলে কী করবেন?
Durga Puja Pandal Hopping Tips: ঠাকুর দেখতে বেরোনোর আনন্দ যেন বমি বা অস্বস্তির কারণে নষ্ট না হয়। তাই হঠাৎ বমি হলে আতঙ্কিত না হয়ে সহজ কয়েকটি টিপস মেনে চললেই অনেকটা আরাম মিলবে। আর একান্তই ঠিক না হলে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

দুর্গাপুজোর চারটে দিন কমবেশি কারও মন বাড়িতে টেকে না। সকলের নানা প্ল্যানিং থাকে। কেউ কেউ তো সারারাত ঠাকুর দেখেন। শুরুটা হয় সেই সকাল থেকে। ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়, অস্বাস্থ্যকর খাবার খেয়ে বা হঠাৎ শারীরিক সমস্যার কারণে বমি বমি ভাব বা বমি হতে পারে। তখন আতঙ্কিত না হয়ে কিছু সহজ ব্যবস্থা নিলে দ্রুত আরাম পাওয়া যায়। জেনে নিন সেই সময় কী করণীয়—
শরীর হালকা করে বসুন
ভিড় থেকে একটু দূরে শান্ত জায়গায় গিয়ে বসতে হবে। শরীর রিল্যাক্স রাখা জরুরি।
ঠান্ডা জল খান
অল্প অল্প করে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রায় থাকা জল চুমুক দিয়ে খান।
মুখ ধুয়ে নিন
বমি বমি ভাব হলে বা বমি হওয়ার পর অস্বস্তি কমাতে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন।
লেবু বা পুদিনা ব্যবহার করুন
লেবুর টুকরো চুষতে পারেন বা পুদিনা খেলে বমি বমি ভাব দ্রুত কমে।
ঝাল-মশলা এড়িয়ে চলুন
বমি ভাব হলে বা বমি হলে সেই সময় কোনও ভাজা, ঝাল বা মশলাদার খাবার খাবেন না।
হালকা নোনতা খাবার খান
বিস্কুট, খিচুড়ি বা হালকা খাবার খেতে পারেন, তা হলে পেটে আরাম হবে।
গভীর শ্বাস নিন
ধীরে ধীরে গভীর শ্বাস নিলে মাথা ঘোরা এবং বমি ভাব কমে।
অতিরিক্ত চলাফেরা এড়িয়ে যান
বমি বমি ভাব হলে বা বমি যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে হাঁটাহাটি করবেন না। কিছুক্ষণ বসে থাকুন, শরীরকে বিশ্রাম দিন।
ঠাকুর দেখতে বেরোনোর আনন্দ যেন বমি বা অস্বস্তির কারণে নষ্ট না হয়। তাই হঠাৎ বমি হলে আতঙ্কিত না হয়ে উপরের টিপসগুলো মেনে চললেই অনেকটা আরাম মিলবে। তবে সমস্যা বারবার হলে বা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
