Windows 11 Features: আপনার পুরনো ল্যাপটপ নতুন করে দিতে পারে Windows 11-এর এই সব ফিচার

Windows 11 Latest Features: ইন্টারফেস ও নকশায় পরিবর্তন ছাড়া আরও কিছু পরিবর্তনও আনা হয়েছে উইন্ডোজ ১১-এ।

| Edited By: | Updated on: Dec 20, 2022 | 2:02 PM
দ্রুত কাজ করা যাবে: উইন্ডোজ 10-এর তুলনায় উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে দ্রুত কাজ করা যায়। কারণ, উইন্ডোজ 11-এ রয়েছে শক্তিশালী টাস্ক ম্যানেজার, যা সহজেই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ ব্যবস্থাপনা করতে পারে। আর এ কারণে একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহার করলেও উইন্ডোজ 10-এর মতো কম্পিউটারের গতি কমে যায় না। সিপিইউর ক্ষমতার 90 শতাংশ ব্যবহারের পরও ফটোশপ বা এক্সেলের মতো সফটওয়্যার স্বচ্ছন্দে ব্যবহার করা যায়।

দ্রুত কাজ করা যাবে: উইন্ডোজ 10-এর তুলনায় উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে দ্রুত কাজ করা যায়। কারণ, উইন্ডোজ 11-এ রয়েছে শক্তিশালী টাস্ক ম্যানেজার, যা সহজেই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ ব্যবস্থাপনা করতে পারে। আর এ কারণে একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহার করলেও উইন্ডোজ 10-এর মতো কম্পিউটারের গতি কমে যায় না। সিপিইউর ক্ষমতার 90 শতাংশ ব্যবহারের পরও ফটোশপ বা এক্সেলের মতো সফটওয়্যার স্বচ্ছন্দে ব্যবহার করা যায়।

1 / 6
একাধিক মনিটর ব্যবহার: উইন্ডোজ 11-এ এক্সটার্নাল মনিটর স্ট্যাটাস থাকায় সহজেই একাধিক মনিটর ব্যবহার করা যায়। এ সুবিধা থাকায় হঠাৎ কম্পিউটার রিস্টার্ট হলে কম্পিউটার চালুর পরপরই এক্সটার্নাল মনিটরের জন্য ব্যবহৃত এক্সটার্নাল মনিটর অ্যাপটি দ্রুত চালু হয়। কাজ হারিয়ে যাওয়া বা নতুন করে অ্যাপ চালু করতে হয় না। একই সাথে একাধিক উইন্ডো খোলা থাকলে তা চোখে দেখতে বিরক্তিকর মনে হতে পারে। তবে উইন্ডোজ 11 তে এই সমস্যার সমাধান রয়েছেঃ টাইটেল বার উইন্ডো শেক। এই গোপন ফিচার দ্বারা ব্যবহৃত উইন্ডোতে কোনও পরিবর্তন না এনে অন্যসব উইন্ডোসমূহ মিনিমাইজ ও পরে রিস্টোর করা যাবে।

একাধিক মনিটর ব্যবহার: উইন্ডোজ 11-এ এক্সটার্নাল মনিটর স্ট্যাটাস থাকায় সহজেই একাধিক মনিটর ব্যবহার করা যায়। এ সুবিধা থাকায় হঠাৎ কম্পিউটার রিস্টার্ট হলে কম্পিউটার চালুর পরপরই এক্সটার্নাল মনিটরের জন্য ব্যবহৃত এক্সটার্নাল মনিটর অ্যাপটি দ্রুত চালু হয়। কাজ হারিয়ে যাওয়া বা নতুন করে অ্যাপ চালু করতে হয় না। একই সাথে একাধিক উইন্ডো খোলা থাকলে তা চোখে দেখতে বিরক্তিকর মনে হতে পারে। তবে উইন্ডোজ 11 তে এই সমস্যার সমাধান রয়েছেঃ টাইটেল বার উইন্ডো শেক। এই গোপন ফিচার দ্বারা ব্যবহৃত উইন্ডোতে কোনও পরিবর্তন না এনে অন্যসব উইন্ডোসমূহ মিনিমাইজ ও পরে রিস্টোর করা যাবে।

2 / 6
গেমারদের জন্য সুবিধা: উইন্ডোজ 11-এ গ্রাফিকস কার্ড ও এসএসডি দ্রুত কাজ করার পাশাপাশি অটো HDR (হাই ডাইনামিক রেঞ্জ) সুবিধা রয়েছে। ফলে কম্পিউটারে গেম খেলার সময় উন্নত রেজল্যুশনের ছবি দেখা যায়। এছাড়াও উইন্ডোজ 11-এ মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজার ‘এজ’ ডিফল্ট হিসেবে রয়েছে।

গেমারদের জন্য সুবিধা: উইন্ডোজ 11-এ গ্রাফিকস কার্ড ও এসএসডি দ্রুত কাজ করার পাশাপাশি অটো HDR (হাই ডাইনামিক রেঞ্জ) সুবিধা রয়েছে। ফলে কম্পিউটারে গেম খেলার সময় উন্নত রেজল্যুশনের ছবি দেখা যায়। এছাড়াও উইন্ডোজ 11-এ মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজার ‘এজ’ ডিফল্ট হিসেবে রয়েছে।

3 / 6
নতুন স্টার্ট মেনু ও টাস্কবার: উইন্ডোজ 11-এ ম্যাক ও এসের মতো স্টার্ট মেনু ও টাস্কবারের অবস্থান পরিবর্তন করে মাঝখানে নিয়ে আসা হয়েছে। উইন্ডোজে একটি গোপন স্টার্ট মেনু রয়েছে যা সম্পর্কে অধিকাংশ ব্যবহারকারীই জানেন না। এই মেনুতে উইন্ডোজ এর সেরা সব ফিচার এক জায়গায় পাওয়া যায়। উইন্ডোজ 11-এর পাশাপাশি উইন্ডোজ 10-এও এই ফিচারটি রয়েছে। উইন্ডোজ আইকনে রাইট মাউস বাটন ক্লিক করে এই স্টার্ট মেনু ব্যবহার করা যাবে।

নতুন স্টার্ট মেনু ও টাস্কবার: উইন্ডোজ 11-এ ম্যাক ও এসের মতো স্টার্ট মেনু ও টাস্কবারের অবস্থান পরিবর্তন করে মাঝখানে নিয়ে আসা হয়েছে। উইন্ডোজে একটি গোপন স্টার্ট মেনু রয়েছে যা সম্পর্কে অধিকাংশ ব্যবহারকারীই জানেন না। এই মেনুতে উইন্ডোজ এর সেরা সব ফিচার এক জায়গায় পাওয়া যায়। উইন্ডোজ 11-এর পাশাপাশি উইন্ডোজ 10-এও এই ফিচারটি রয়েছে। উইন্ডোজ আইকনে রাইট মাউস বাটন ক্লিক করে এই স্টার্ট মেনু ব্যবহার করা যাবে।

4 / 6
ফাইল ম্যানেজারে ট্যাব: উইন্ডোজ 11-এ ফাইলগুলিকে পরিচালনা করা আরও সহজ হয়ে গিয়েছে। ওয়েব ব্রাউজারের মতো, মাইক্রোসফট উইন্ডোজ ফাইল ম্যানেজারের মধ্যে ট্যাব যুক্ত করেছে। এর সাহায্যে, ব্যবহারকারীরা উইন্ডোজের পরিবর্তে বিভিন্ন ট্যাবে একাধিক ফোল্ডার খুলতে পারবে। ফলে ফাইলগুলি আরও ভালভাবে পরিচালনা ও সংগঠিত করা যাবে।

ফাইল ম্যানেজারে ট্যাব: উইন্ডোজ 11-এ ফাইলগুলিকে পরিচালনা করা আরও সহজ হয়ে গিয়েছে। ওয়েব ব্রাউজারের মতো, মাইক্রোসফট উইন্ডোজ ফাইল ম্যানেজারের মধ্যে ট্যাব যুক্ত করেছে। এর সাহায্যে, ব্যবহারকারীরা উইন্ডোজের পরিবর্তে বিভিন্ন ট্যাবে একাধিক ফোল্ডার খুলতে পারবে। ফলে ফাইলগুলি আরও ভালভাবে পরিচালনা ও সংগঠিত করা যাবে।

5 / 6
ভাইরাস ঠেকাতে বাড়তি সুবিধা: উইন্ডোজ 11-এ ভাইরাস আক্রমণ ঠেকাতে বেশ কিছু নিরাপত্তাসুবিধা যোগ করা হয়েছে। পাশাপাশি মাইক্রোসফটের নিজস্ব অ্যান্টিভাইরাস ডিফেন্ডারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা যায়। তবে এই ফিচারটির সুবিধা নিতে নতুন হার্ডওয়্যারের প্রয়োজন হবে। ফলে সব নতুন কম্পিউটার এই সুবিধার সুযোগ নিতে পারবে না। Windows-এ ফিশিং-এর জন্য নতুন এবং উন্নত ফিচার হিসাবে মাইক্রোসফ্ট ডিফেন্ডার স্মার্টস্ক্রিন ব্যবহার করছে। এতে ব্যবহারকারীরা যখনই কোনও ম্যালিশিয়াস ওয়েবসাইট বা অ্যাপে ঢোকার চেষ্টা করবেন স্মার্টস্ক্রিন তা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।

ভাইরাস ঠেকাতে বাড়তি সুবিধা: উইন্ডোজ 11-এ ভাইরাস আক্রমণ ঠেকাতে বেশ কিছু নিরাপত্তাসুবিধা যোগ করা হয়েছে। পাশাপাশি মাইক্রোসফটের নিজস্ব অ্যান্টিভাইরাস ডিফেন্ডারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা যায়। তবে এই ফিচারটির সুবিধা নিতে নতুন হার্ডওয়্যারের প্রয়োজন হবে। ফলে সব নতুন কম্পিউটার এই সুবিধার সুযোগ নিতে পারবে না। Windows-এ ফিশিং-এর জন্য নতুন এবং উন্নত ফিচার হিসাবে মাইক্রোসফ্ট ডিফেন্ডার স্মার্টস্ক্রিন ব্যবহার করছে। এতে ব্যবহারকারীরা যখনই কোনও ম্যালিশিয়াস ওয়েবসাইট বা অ্যাপে ঢোকার চেষ্টা করবেন স্মার্টস্ক্রিন তা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।

6 / 6
Follow Us: