Bangla News » Photo gallery » 5 Australian cricketers who have courted controversy due to their private lives
Australia Cricket: কারও স্ত্রী জড়িয়ে পরকীয়ায়, কেউ খাচ্ছেন চড়! অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটারদের বিতর্কিত জীবন
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Jan 26, 2023 | 7:34 PM
Australian Cricketers controversy: বিতর্কের কেন্দ্রে যখন বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা... মাঠের রেকর্ডের জন্য কৃতিত্ব পাওয়ার পাশাপাশি কোনও কোনও সময় অজি ক্রিকেট কালিমালিপ্তও হয়েছে তাঁদের একাধিক ক্রিকেটারদের জন্য। এই প্রতিবেদনে জেনে নিন ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া হয়েছে যে ৫ অজি ক্রিকেটারদের...
Jan 26, 2023 | 7:34 PM
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী দলের মধ্যে পড়ে। টি২০ ও ওডিআই ক্রিকেটে আইসিসির ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত রয়েছে ঠিকই, কিন্তু ক্রিকেটের সব চেয়ে পুরনো ফরম্যাট টেস্টে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। (ছবি- টুইটার)
1 / 8
অজি ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছে এবং ভেঙেছে। আর কয়েক দিন পর ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে আসবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। (ছবি- টুইটার)
2 / 8
মাঠের রেকর্ডের জন্য কৃতিত্ব পাওয়ার পাশাপাশি কোনও কোনও সময় অজি ক্রিকেট কালিমালিপ্তও হয়েছে তাঁদের একাধিক ক্রিকেটারদের জন্য। এই প্রতিবেদনে জেনে নিন ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া হয়েছে যে ৫ অজি ক্রিকেটারদের... (ছবি- টুইটার)
3 / 8
মাইকেল ক্লার্ক - অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তাঁর প্রেমিকা জেড ইয়ারব্রোজ। যার ফলে সম্প্রতি ডিনারে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। (ছবি- টুইটার)
4 / 8
টিম পেইন - ২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের এক মহিলা সহকর্মীকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন অজি অধিনায়ক টিম পেইন। যা নিয়ে অজি ক্রিকেট বোর্ড তদন্ত শুরু করতেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন টিম পেইন। (ছবি- টুইটার)
5 / 8
শেন ওয়ার্ন - ২০০০ সালে জনৈক ব্রিটিশ মহিলাকে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে ওয়ার্নের বিরুদ্ধে। যার জেরে সহঅধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওয়ার্নকে। (ছবি- টুইটার)
6 / 8
ব্রেট লি - অস্ট্রেলিয়ার জোরে বোলার ব্রেট লির প্রথম বিয়ে টিকেছিল মাত্র ৩ বছর। এরপর তাঁর প্রথম স্ত্রী এলিজাবেথ কেম্পের সম্পর্ক ভেঙে যায়। একাধিক রিপোর্ট অনুসারে, লি বাড়ি থেকে দূরে থাকাকালীন তাঁর স্ত্রী ব্রিসবেনে এক রাগবি প্লেয়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যা গুজব বলে জানান কেম্প। এর পর কেম্পের সঙ্গে বিচ্ছেদের পর, লি ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। (ছবি- টুইটার)
7 / 8
মাইকেল স্লেটার - ২০২২ সালে অস্ট্রেলিয়ার সেই প্রাক্তন ক্রিকেটার মাইকেল স্লেটার তাঁর প্রাক্তন স্ত্রীকে নানা ভাবে বিব্রত ও বিরক্ত করেছিলেন। তিনি তাঁর প্রাক্তন স্ত্রীকে ফোনে নিয়মিত বিরক্ত করতেন। পাশাপাশি আপত্তিকর মেসেজও পাঠাতেন। স্লেটারের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন। এরপর স্লেটারকে সিডনির স্থানীয় আদালত মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত জানায়। (ছবি- টুইটার)