Bangla News » Photo gallery » 6 cricketers who started out as bowlers but became successful batsmen
Bowler to Successful Batter: ছিলেন বোলার, হয়ে গেলে ব্যাটার! জানেন কি?
TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal
Updated on: Mar 01, 2023 | 8:30 AM
Cricket Interesting Story: বিশ্ব ক্রিকেটে এমন অনেকেই রয়েছেন যাঁদের ব্য়াটিংয়ে সকলে মুগ্ধ। কেউ বা অবসর নিয়েছেন, আবার অনেকে এখনও খেলছেন। এমন কয়েকজন ব্য়াটারও রয়েছেন যাঁরা কেরিয়ারের শুরুতে শুধুমাত্র বোলার ছিলেন। পরবর্তীতে ব্য়াটিংয়ের দক্ষতার জন্য় পরিচিতি পান। তাদের মধ্যে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। তেমনই কয়েকজনের বিষয়ে হয়তো আপনিও জানেন!
Mar 01, 2023 | 8:30 AM
কেভিন পিটারসন-বিধ্বংসী ব্যাটার হিসেবে কেভিন পিটারসনকে কে না চেনেন! কিন্তু কেরিয়ারের শুরুতে তিনি যে বোলার ছিলেন, সেটা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন। টেস্ট ক্রিকেটে ৮ হাজারের উপর রান। ২৩টি সেঞ্চুরি। ওডিআইতে প্রায় সাড়ে চার হাজার রান, ৯টি শতরান। ব্য়াট হাতে একাই ম্যাচের রং বদলে দিতে পারতেন। কিন্তু কেরিয়ার শুরু করেছিলেন অফ-স্পিনার হিসেবে! যদিও বোলার হিসেবে সাফল্য নেই বললেই চলে। ডাকাবুকো ব্যাটিংয়ের জন্য়ই পরিচিত হন কেপি। (ছবি: টুইটার)
1 / 6
ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও তেমনই একজন। ইংল্য়ান্ডের সর্বকালের সেরা অধিনায়ক এবং ব্যাটারদের মধ্য়ে নাম থাকবে নাসেরের। কেরিয়ারের শুরুতে প্রতিভাবান লেগ স্পিনার ছিলেন নাসের হুসেন। পরবর্তীতে ব্যাটিংয়ে এতটাই নজর কাড়েন, বোলিংয়ের দিকটা পুরোপুরি ঢাকা পড়ে যায়। (ছবি: টুইটার)
2 / 6
এই তালিকায় আরও একটি উজ্জ্বল উদাহরণ স্টিভ স্মিথ। বর্তমান প্রজন্মে বিশ্বের সেরা চার ব্যাটারের মধ্যে একজন স্টিভ স্মিথ। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল একজন লেগ স্পিনার হিসেবেই। অস্ট্রেলিয়ার হয়ে লেগ স্পিনার হিসেবেই টেস্ট অভিষেক হয়। সেই স্টিভ স্মিথ পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার। এখনও কালে-ভদ্রে বোলিং করতে দেখা যায় স্মিথকে। (ছবি: টুইটার)
3 / 6
শোয়েব মালিককে বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডার মানা হয়। পাকিস্তানের এই ক্রিকেটারও একটা সময় শুধুই বোলার ছিলেন। কিশোর বয়সে তাঁর 'দুসরা' ডেলিভারি অনেক ব্যাটারের ডিফেন্স নাড়িয়ে দিত। সেই শোয়েব মালিকই পরবর্তীতে অন্য়তম সেরা ব্যাটার হয়ে ওঠেন। (ছবি: টুইটার)
4 / 6
অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার ক্যামেরন হোয়াইটের পরিচিতি বিগ হিটার হিসেবেই। ২০০৮ সালে ভারত সফরে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন লেগ স্পিনার হিসেবে। এমন একজন স্পিনার যাঁর ব্যাটিংয়ের হাত ভালো। বোলার হিসেবে সাফল্য় পাননি। সর্বোচ্চ স্তরে সাফল্য়ের জন্য় বোলিংয়ে বৈচিত্র প্রয়োজন। যা হোয়াইটের মধ্য়ে ছিল না। কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে নজর কাড়েন। ব্যাটার হিসেবেই দীর্ঘ সময় খেলার সুযোগ পেয়েছেন। (ছবি: টুইটার)
5 / 6
এই তালিকায় রাখা যায় হিটম্য়ান রোহিত শর্মাকেও। তিনিও হতে চেয়েছিলেন লেগ স্পিনার। সেটায় সাফল্য় আসেনি। বড় শট খেলার জন্য়ই পরিচিত। তিন ফরম্য়াটেই দেশের হয়ে দাপিয়ে খেলছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দলের অধিনায়ক। এখনও কিছু ক্ষেত্রে হাত ঘোরাতে দেখা যায় রোহিতকে। তাঁর পরিচিতি অবশ্য় হিট ম্য়ান হিসেবেই। ওডিআই ক্রিকেটে ২৬৪ রানের ইনিংস কেই বা ভুলতে পারে!(ছবি: টুইটার)