FIFA World Cup 2022: সদ্যোজাত শিশুর নাম যখন ব্রাজিলের নতুন নায়ক!

আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামতে চলেছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পা দিয়েছে সেলেকাওরা। আর সেই ম্যাচে ব্রাজিলের নতুন নায়কের গোলের পর ঘটেছে এক অভিনব কাণ্ড। কী সেই কাণ্ড দেখে নিন ছবিতে...

| Edited By: | Updated on: Dec 09, 2022 | 9:09 AM
আজ ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামতে চলেছে ব্রাজিল (Brazil)। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পা দিয়েছে সেলেকাওরা। আর সেই ম্যাচে ব্রাজিলের নতুন নায়কের গোলের পর ঘটেছে এক অভিনব কাণ্ড। কী সেই কাণ্ড দেখে নিন ছবিতে...

আজ ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামতে চলেছে ব্রাজিল (Brazil)। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পা দিয়েছে সেলেকাওরা। আর সেই ম্যাচে ব্রাজিলের নতুন নায়কের গোলের পর ঘটেছে এক অভিনব কাণ্ড। কী সেই কাণ্ড দেখে নিন ছবিতে...

1 / 5
শেষ ১৬-র লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের রিচার্লিসনের (Richarlison) গোলের সময় ব্রাজিলের এক সরকারি হাসপাতালে এক শিশুর জন্ম হয়। তাঁর নামকরণ করা হয় রিচার্লিসনের নামে।

শেষ ১৬-র লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের রিচার্লিসনের (Richarlison) গোলের সময় ব্রাজিলের এক সরকারি হাসপাতালে এক শিশুর জন্ম হয়। তাঁর নামকরণ করা হয় রিচার্লিসনের নামে।

2 / 5
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই তথ্য। এই ঘটনা প্রমাণ করে, সেলেকাওরা তাদের নতুন তারকাকে নিয়ে কতটা গর্বিত।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই তথ্য। এই ঘটনা প্রমাণ করে, সেলেকাওরা তাদের নতুন তারকাকে নিয়ে কতটা গর্বিত।

3 / 5
নেটিজ়েনরা দাবি তুলছেন ওই সদ্যোজাতর পরিবারও নিশ্চিতভাবেই ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। যে কারণে, ওই সদ্যাজাতর নাম রিচার্লিসনের নামে রাখা হয়েছে।

নেটিজ়েনরা দাবি তুলছেন ওই সদ্যোজাতর পরিবারও নিশ্চিতভাবেই ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। যে কারণে, ওই সদ্যাজাতর নাম রিচার্লিসনের নামে রাখা হয়েছে।

4 / 5
চলতি কাতার বিশ্বকাপে এখনও অবধি রিচার্লিসন ব্রাজিলের হয়ে তিনটি গোল করেছেন। যার মধ্যে সার্বিয়ার বিরুদ্ধে সেলেকাওদের টুর্নামেন্টের প্রথম ম্যাচে একটি নজরকাড়া বাইসাইকেল কিকও রয়েছে। আজ দেখার ক্রোটদের বিরুদ্ধে কী চমক দেখাতে পারেন রিচার্লিসন।

চলতি কাতার বিশ্বকাপে এখনও অবধি রিচার্লিসন ব্রাজিলের হয়ে তিনটি গোল করেছেন। যার মধ্যে সার্বিয়ার বিরুদ্ধে সেলেকাওদের টুর্নামেন্টের প্রথম ম্যাচে একটি নজরকাড়া বাইসাইকেল কিকও রয়েছে। আজ দেখার ক্রোটদের বিরুদ্ধে কী চমক দেখাতে পারেন রিচার্লিসন।

5 / 5
Follow Us: