AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya: অযোধ্যায় শুরু হয়ে গেল দীপোৎসব! লেজার শো-এর সাক্ষী রইল শত শত দর্শনার্থী

Diwali 2021: বিগত কয়েক বছর ধরে অযোধ্যা সেজে ওঠে আলোর উৎসবে। লক্ষাধিক প্রদীপ জ্বালানো হয় অযোধ্যার ঘাটে। এই বছরও তার ব্যতিক্রম ঘটল না। গত মঙ্গলবার সেই দীপোৎসবে অনুষ্ঠিত হল লেজার শো। আলোর ঝলকানিতে কেমন লাগছিল রাম নগরীকে, দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Nov 03, 2021 | 2:16 PM
Share
দীপাবলি শুরুর আগেই ২ নভেম্বর মঙ্গলবার রাতে লেজার শোর মাধ্যমে অযোধ্যার রাম কি পৌরি ঘাটে উৎযাপিত হল  দীপোৎসব। সাক্ষী রইল শত শত দর্শনার্থী।

দীপাবলি শুরুর আগেই ২ নভেম্বর মঙ্গলবার রাতে লেজার শোর মাধ্যমে অযোধ্যার রাম কি পৌরি ঘাটে উৎযাপিত হল দীপোৎসব। সাক্ষী রইল শত শত দর্শনার্থী।

1 / 5
২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকে যোগী আদিত্যনাথের সরকার এই দীপোৎসব উদযাপন করে আসছে। এই নিয়ে অযোধ্যায় টানা পঞ্চম বছর অনুষ্ঠিত হচ্ছে দীপোৎসব।

২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকে যোগী আদিত্যনাথের সরকার এই দীপোৎসব উদযাপন করে আসছে। এই নিয়ে অযোধ্যায় টানা পঞ্চম বছর অনুষ্ঠিত হচ্ছে দীপোৎসব।

2 / 5
পাঁচ দিন ব্যাপী এই দীপোৎসবে রয়েছে থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লে, লেজার শো এবং আতসবাজি প্রদর্শন। সেই লেজার শোরই এক ঝলক দেখা গেল মঙ্গলবার সন্ধ্যায়।

পাঁচ দিন ব্যাপী এই দীপোৎসবে রয়েছে থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লে, লেজার শো এবং আতসবাজি প্রদর্শন। সেই লেজার শোরই এক ঝলক দেখা গেল মঙ্গলবার সন্ধ্যায়।

3 / 5
অযোধ্যার রাম কি পৌরি ঘাটটি হল উৎযাপনের প্রধান স্থান। এখানে ৩ নভেম্বর বুধবার নয় লক্ষ প্রদীপ জ্বালানো হবে দীপাবলি উপলক্ষে। গত বছর এই ঘাটেই জ্বলেছিল প্রায় ছয় লক্ষ প্রদীপ। ২০১৭ -এর পর থেকে প্রদীপের সংখ্যাও বেড়ে চলেছে উদযাপনের সঙ্গে।

অযোধ্যার রাম কি পৌরি ঘাটটি হল উৎযাপনের প্রধান স্থান। এখানে ৩ নভেম্বর বুধবার নয় লক্ষ প্রদীপ জ্বালানো হবে দীপাবলি উপলক্ষে। গত বছর এই ঘাটেই জ্বলেছিল প্রায় ছয় লক্ষ প্রদীপ। ২০১৭ -এর পর থেকে প্রদীপের সংখ্যাও বেড়ে চলেছে উদযাপনের সঙ্গে।

4 / 5
অযোধ্যা প্রশাসন এবং উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ প্রদীপ জ্বালানোর কাজে ১২,০০০ স্বেচ্ছাসেবককে নিযুক্ত করেছে। তার সঙ্গে শ্রীলঙ্কার একটি সাংস্কৃতিক দলকে রাম লীলা মঞ্চস্থ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে অযোধ্যায়।

অযোধ্যা প্রশাসন এবং উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ প্রদীপ জ্বালানোর কাজে ১২,০০০ স্বেচ্ছাসেবককে নিযুক্ত করেছে। তার সঙ্গে শ্রীলঙ্কার একটি সাংস্কৃতিক দলকে রাম লীলা মঞ্চস্থ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে অযোধ্যায়।

5 / 5