World Championships: সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনা, পুলেই হঠাৎ অজ্ঞান অনিতা, প্রাণ বাঁচালেন কোচ
সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনার কবলে পড়লেন মার্কিন সাঁতারু অনিতা আলভারেজ (Anita Alvarez)। বুদাপেস্টে চলতি সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের একক ফ্রি ইভেন্টের ফাইনালে নেমেছিলেন অনিতা। আর সেখান থেকেই তাঁকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে আনেন তাঁর কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।
Most Read Stories