Bangla News » Photo gallery » Argentine footballer Mauro Icardi shares moved up bathroom selfie with wife Wanda Nara in tiny bikini as they reunite after bitter break up
Mauro Icardi-Wanda Nara: বাহুডোরে সুন্দরী স্ত্রী, বাথরুম থেকে মিমর সেলফি শেয়ার করলেন এই আর্জেন্টাইন তারকা
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Nov 27, 2022 | 8:30 AM
দূরত্ব আর সইল না মাউরো ইকার্দি ও ওয়ান্ডা নারার। চলতি বছরের সেপ্টেম্বরে মনোমালিন্য়ের জেরে দূরে সরে গিয়েছিলেন দু'জন। কিন্তু বিরহ যে বড়ই যন্ত্রণার। দূরত্ব যেন ইকার্দি-ওয়ান্ডাকে আরও কাছে টানছিল। মাস দু'য়েকের মধ্যে ফের একসঙ্গে চলে এলেন আর্জেন্টাইন তারকা ইকার্দি ও তাঁর সুন্দরী স্ত্রী।
Nov 27, 2022 | 8:30 AM
দূরত্ব আর সইল না মাউরো ইকার্দি (Mauro Icardi) ও ওয়ান্ডা নারার (Wanda Nara)। চলতি বছরের সেপ্টেম্বরে মনোমালিন্য়ের জেরে দূরে সরে গিয়েছিলেন দু'জন। কিন্তু বিরহ যে বড়ই যন্ত্রণার। দূরত্ব যেন ইকার্দি-ওয়ান্ডাকে আরও কাছে টানছিল। মাস দু'য়েকের মধ্যে ফের একসঙ্গে চলে এলেন আর্জেন্টাইন তারকা ইকার্দি ও তাঁর সুন্দরী স্ত্রী। (ছবি-মাউরো ইকার্দি ইন্সটাগ্রাম)
1 / 5
আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাক্সি লোপেজের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয়েছিল ওয়ান্ডা নারার। ম্যাক্সির বন্ধু, সতীর্থ মাউরো ইকার্দির সঙ্গে এর পর সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়ান্ডা। তাই ২০১৩ সালে ম্যাক্সির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ওয়ান্ডার। এরপর ইকার্দির সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয় ওয়ান্ডার। (ছবি-ওয়ান্ডা নারা ইন্সটাগ্রাম)
2 / 5
চলতি বছরের সেপ্টেম্বরে ইকার্দির থেকে দূরে চলে গিয়েছিলেন ওয়ান্ডা। মাস দু'য়েক গড়াতে না গড়াতেই দু'জন ফের এক হলেন। (ছবি-ওয়ান্ডা নারা ইন্সটাগ্রাম)
3 / 5
কাতারে চলছে এ বারের বিশ্বকাপ। আপাতত জাতীয় দল থেকে দূরে রয়েছেন ইকার্দি। মলদ্বীপে আর্জেন্টাইন ফুটবলার ইকার্দির সঙ্গে বর্তমানে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন মডেল ওয়ান্ডা নারা। (ছবি-ওয়ান্ডা নারা ইন্সটাগ্রাম)
4 / 5
সেখান থেকেই ইন্সটাগ্রামে সুন্দরী স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে ছবি শেয়ার করেছেন ইকার্দি। সেই ছবিতে দেখা যায়, ইকার্দির বাহুডোরে রয়েছেন ওয়ান্ডা। তাঁর পরনে লেমন গ্রিন কালারের বিকিনি। (ছবি-মাউরো ইকার্দি ইন্সটাগ্রাম)