ATK Mohun Bagan: নিজেদের মাঠে সবুজ-মেরুনের অনুশীলনের ঝলক, দেখুন ছবিতে

ঘরের মাঠে মরসুমের শুরু থেকেই জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। তিন বিদেশিসহ ২২ জন ফুটবলার হাজির ছিলেন অনুশীলনে। জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বোমাসরা ছিলেন অনুশীলনে। পাশাপাশি এ বারের নতুন মুখ বিশাল কাইথ, আশিস রাই, আশিক কুরুনিয়ান, হামতেও অনুশীলনে ছিলেন। মরসুমের শুরু থেকেই কোচ হুয়ান ফেরান্দো প্লেয়ারদের নিয়ে কৌশল গড়ে নিচ্ছেন।

Jul 31, 2022 | 7:00 AM
TV9 Bangla Digital

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 31, 2022 | 7:00 AM

ঘরের মাঠে মরসুমের শুরু থেকেই জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। এর আগে মোহনবাগান দিবসে (২৯ অগস্ট) অনুশীলন করেছিলেন সবুজ-মেরুনের তারকারা।

ঘরের মাঠে মরসুমের শুরু থেকেই জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। এর আগে মোহনবাগান দিবসে (২৯ অগস্ট) অনুশীলন করেছিলেন সবুজ-মেরুনের তারকারা।

1 / 5
তিন বিদেশিসহ ২২ জন ফুটবলার হাজির ছিলেন অনুশীলনে। জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বোমাসরা ছিলেন অনুশীলনে। পাশাপাশি এ বারের নতুন মুখ বিশাল কাইথ, আশিস রাই, আশিক কুরুনিয়ান, হামতেও অনুশীলনে ছিলেন।

তিন বিদেশিসহ ২২ জন ফুটবলার হাজির ছিলেন অনুশীলনে। জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বোমাসরা ছিলেন অনুশীলনে। পাশাপাশি এ বারের নতুন মুখ বিশাল কাইথ, আশিস রাই, আশিক কুরুনিয়ান, হামতেও অনুশীলনে ছিলেন।

2 / 5
মরসুমের শুরু থেকেই এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো প্লেয়ারদের নিয়ে কৌশল গড়ে নিচ্ছেন।

মরসুমের শুরু থেকেই এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো প্লেয়ারদের নিয়ে কৌশল গড়ে নিচ্ছেন।

3 / 5
নতুন মরসুমে বিশেষ নজর থাকবে জামশিদপুত্র কিয়ান নাসিরির দিকে। সবুজ-মেরুন জার্সি চাপিয়েই গত মরসুমে নিজের জাত চিনিয়েছেন কিয়ান।

নতুন মরসুমে বিশেষ নজর থাকবে জামশিদপুত্র কিয়ান নাসিরির দিকে। সবুজ-মেরুন জার্সি চাপিয়েই গত মরসুমে নিজের জাত চিনিয়েছেন কিয়ান।

4 / 5
এরই মধ্যে ডুরান্ড কাপের সূচি বদলে যাওয়ায় বেশ বিরক্ত মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দিয়ে খেলা হবে দিবসে (১৬ অগাস্ট) ডুরান্ড কাপ শুরু হওয়ার কথা ছিল। তবে ডার্বি দিয়ে ডুরান্ড শুরুর আপত্তি তোলে ইস্টবেঙ্গল। আপাতত জানা গিয়েছে সেই বড় ম্যাচ হতে চলেছে ২৮ অগস্ট।

এরই মধ্যে ডুরান্ড কাপের সূচি বদলে যাওয়ায় বেশ বিরক্ত মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দিয়ে খেলা হবে দিবসে (১৬ অগাস্ট) ডুরান্ড কাপ শুরু হওয়ার কথা ছিল। তবে ডার্বি দিয়ে ডুরান্ড শুরুর আপত্তি তোলে ইস্টবেঙ্গল। আপাতত জানা গিয়েছে সেই বড় ম্যাচ হতে চলেছে ২৮ অগস্ট।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla