Barcelona: রিয়াল মাদ্রিদকে অনেক পিছনে ফেলে দিল বার্সেলোনা

La Liga: ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে ৩-০ জয়। লা লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। একই দিনে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের হার, এরপর বার্সেলোনার জয়। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ৮ পয়েন্টের ব্য়বধান তৈরি করল বার্সেলোনা।

| Edited By: | Updated on: Feb 06, 2023 | 5:51 AM
ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে ৩-০ জয়। লা লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। একই দিনে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের হার, এরপর বার্সেলোনার জয়। (ছবি: টুইটার)

ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে ৩-০ জয়। লা লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। একই দিনে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের হার, এরপর বার্সেলোনার জয়। (ছবি: টুইটার)

1 / 8
দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ৮ পয়েন্টের ব্য়বধান তৈরি করল বার্সেলোনা। তারুণ্যে ভর করে ক্রমশ এগিয়ে চলেছে বার্সা। (ছবি: টুইটার)

দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ৮ পয়েন্টের ব্য়বধান তৈরি করল বার্সেলোনা। তারুণ্যে ভর করে ক্রমশ এগিয়ে চলেছে বার্সা। (ছবি: টুইটার)

2 / 8
এর আগে টানা জিতলেও গোলের ব্য়বধান ছিল মাত্র ১। ফলে সেভিয়ার বিরুদ্ধে ৩-০'র জয় বার্সেলোনার কাছে অনেক বড় স্বস্তির। জয়ের ম্য়াচে অবশ্য় হতাশা সের্গিও বুস্কেতসের চোট। (ছবি: টুইটার)

এর আগে টানা জিতলেও গোলের ব্য়বধান ছিল মাত্র ১। ফলে সেভিয়ার বিরুদ্ধে ৩-০'র জয় বার্সেলোনার কাছে অনেক বড় স্বস্তির। জয়ের ম্য়াচে অবশ্য় হতাশা সের্গিও বুস্কেতসের চোট। (ছবি: টুইটার)

3 / 8
ম্যাচের আগে বার্সেলোনা কোচ জাভি পরিষ্কার করে দিয়েছিলেন সেভিয়ার রক্ষণ ভাঙা সহজ হবে না। সঙ্গে বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলরক্ষক বোনোউ রয়েছেন সেভিয়ার দুর্গ রক্ষায়। (ছবি: টুইটার)

ম্যাচের আগে বার্সেলোনা কোচ জাভি পরিষ্কার করে দিয়েছিলেন সেভিয়ার রক্ষণ ভাঙা সহজ হবে না। সঙ্গে বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলরক্ষক বোনোউ রয়েছেন সেভিয়ার দুর্গ রক্ষায়। (ছবি: টুইটার)

4 / 8
প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কির অনবদ্য দুটি শট বাঁচিয়ে দেন বোনোউ। দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলায়। (ছবি: টুইটার)

প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কির অনবদ্য দুটি শট বাঁচিয়ে দেন বোনোউ। দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলায়। (ছবি: টুইটার)

5 / 8
বার্সেলোনার গোলের খাতা খোলেন জর্ডি আলবা। ম্য়াচের ৫৮ মিনিটে ১-০ এগিয়ে যেতেই বার্সেলোনার আত্মবিশ্বাস তুঙ্গে। তাদের গতির সঙ্গে পেরে উঠতে পারেনি সেভিয়া ডিফেন্স। (ছবি: টুইটার)

বার্সেলোনার গোলের খাতা খোলেন জর্ডি আলবা। ম্য়াচের ৫৮ মিনিটে ১-০ এগিয়ে যেতেই বার্সেলোনার আত্মবিশ্বাস তুঙ্গে। তাদের গতির সঙ্গে পেরে উঠতে পারেনি সেভিয়া ডিফেন্স। (ছবি: টুইটার)

6 / 8
ম্যাচের ৭০ মিনিটে গোলের ব্য়বধান বাড়ান গাবি। তরুণ স্প্য়ানিশ মিডফিল্ডার বার্সেলোনার হয়েও ধারাবাহিক ভালো খেলছেন। এই ম্যাচেও গোল। (ছবি: টুইটার)

ম্যাচের ৭০ মিনিটে গোলের ব্য়বধান বাড়ান গাবি। তরুণ স্প্য়ানিশ মিডফিল্ডার বার্সেলোনার হয়েও ধারাবাহিক ভালো খেলছেন। এই ম্যাচেও গোল। (ছবি: টুইটার)

7 / 8
গাবির গোলের ৯ মিনিটের মধ্য়েই স্কোরলাইন ৩-০ করেন রাফিনহা। আরও একটা ম্যাচে ক্লিন শিট রাখলেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। (ছবি: টুইটার)

গাবির গোলের ৯ মিনিটের মধ্য়েই স্কোরলাইন ৩-০ করেন রাফিনহা। আরও একটা ম্যাচে ক্লিন শিট রাখলেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। (ছবি: টুইটার)

8 / 8
Follow Us: