Bengal Cricket Team: টিম বন্ডিং বাড়ানোই লক্ষ্য, ট্রেনে চেপে রাঁচি গেলেন মনোজরা

Vijay Hazare trophy: হই হুল্লোড়, হাসিঠাট্টা আর সাঁইসাঁই করে ছুটতে থাকা ট্রেন থেকে বাইরে দৃশ্য উপভোগ করতে করতে কলকাতা থেকে রাঁচি গেল বাংলা ক্রিকেট দল। উদ্দেশ্য বিজয় হাজারে ট্রফি।

| Edited By: | Updated on: Nov 09, 2022 | 3:28 PM
হই হুল্লোড়, হাসিঠাট্টা আর সাঁইসাঁই করে ছুটতে থাকা ট্রেন থেকে বাইরে দৃশ্য উপভোগ করতে করতে কলকাতা থেকে রাঁচি গেল বাংলা ক্রিকেট দল। উদ্দেশ্য বিজয় হাজারে ট্রফি। (ছবি:সিএবি)

হই হুল্লোড়, হাসিঠাট্টা আর সাঁইসাঁই করে ছুটতে থাকা ট্রেন থেকে বাইরে দৃশ্য উপভোগ করতে করতে কলকাতা থেকে রাঁচি গেল বাংলা ক্রিকেট দল। উদ্দেশ্য বিজয় হাজারে ট্রফি। (ছবি:সিএবি)

1 / 5
এলিট গ্রুপ ই-তে বাংলার প্রথম ম্যাচ ১২ নভেম্বর। বাংলার গ্রুপের খেলা পড়েছে রাঁচিতে। তাই বুধবার ট্রেনে চেপে মহেন্দ্র সিং ধোনির শহরে পৌঁছে গেলেন মনোজ তিওয়ারি,  লক্ষ্মীরতন শুক্লারা।(ছবি:সিএবি)

এলিট গ্রুপ ই-তে বাংলার প্রথম ম্যাচ ১২ নভেম্বর। বাংলার গ্রুপের খেলা পড়েছে রাঁচিতে। তাই বুধবার ট্রেনে চেপে মহেন্দ্র সিং ধোনির শহরে পৌঁছে গেলেন মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লারা।(ছবি:সিএবি)

2 / 5
হঠাৎ ট্রেনে সফর কেন? বাংলা সিনিয়র দল ট্রেনে করে কোথাও খেলতে যায়নি তা অন্তত গত ১০ বছর হল। একটা সময় ছিল, যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ দাশগুপ্তরা ওডিশা, ঝাড়খণ্ডের ম্যাচ থাকলে ট্রেনে চেপে খেলতে যেতেন। সময়ের সঙ্গে সেসব বদলে গিয়েছে। জুনিয়র দল হোক কিংবা সিনিয়র, বিমানের ব্যবস্থাই করে বাংলা ক্রিকেট সংস্থা। ফলে দীর্ঘদিন পর পুরনো দিনের স্বাদ। (ছবি:সিএবি)

হঠাৎ ট্রেনে সফর কেন? বাংলা সিনিয়র দল ট্রেনে করে কোথাও খেলতে যায়নি তা অন্তত গত ১০ বছর হল। একটা সময় ছিল, যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ দাশগুপ্তরা ওডিশা, ঝাড়খণ্ডের ম্যাচ থাকলে ট্রেনে চেপে খেলতে যেতেন। সময়ের সঙ্গে সেসব বদলে গিয়েছে। জুনিয়র দল হোক কিংবা সিনিয়র, বিমানের ব্যবস্থাই করে বাংলা ক্রিকেট সংস্থা। ফলে দীর্ঘদিন পর পুরনো দিনের স্বাদ। (ছবি:সিএবি)

3 / 5
বাংলা টিম ম্যানেজমেন্টের হঠাৎ কেন এমন সিদ্ধান্ত! এর দুটো দিক রয়েছে। ট্রেন সফরের সময়টুকু টিমের মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। কিছুক্ষেত্রে নেতিবাচকের মধ্যেও অনেক ইতিবাচক দিক থাকে। বিমানের যে টিকিট পাওয়া যাচ্ছিল তাতে হোটেলে চেক ইন করতে রাত হয়ে যেত। তাই ট্রেন সফরের সিদ্ধান্ত। পাশাপাশি সময়টিকে টিম বন্ডিং সেশন হিসেবেও কাজে লাগাতে চেয়েছে বাংলা দল।(ছবি:সিএবি)

বাংলা টিম ম্যানেজমেন্টের হঠাৎ কেন এমন সিদ্ধান্ত! এর দুটো দিক রয়েছে। ট্রেন সফরের সময়টুকু টিমের মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। কিছুক্ষেত্রে নেতিবাচকের মধ্যেও অনেক ইতিবাচক দিক থাকে। বিমানের যে টিকিট পাওয়া যাচ্ছিল তাতে হোটেলে চেক ইন করতে রাত হয়ে যেত। তাই ট্রেন সফরের সিদ্ধান্ত। পাশাপাশি সময়টিকে টিম বন্ডিং সেশন হিসেবেও কাজে লাগাতে চেয়েছে বাংলা দল।(ছবি:সিএবি)

4 / 5
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে অনবদ্য ক্রিকেট খেলেছে বাংলা দল। কোয়ার্টার ফাইনালে বোলিং ব্যর্থতায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে হার। বাংলার নজরে এ বার ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা।(ছবি:সিএবি)

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে অনবদ্য ক্রিকেট খেলেছে বাংলা দল। কোয়ার্টার ফাইনালে বোলিং ব্যর্থতায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে হার। বাংলার নজরে এ বার ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা।(ছবি:সিএবি)

5 / 5
Follow Us: