EPL: জানুয়ারিতে ‘মার্চ’ এর দাপট, লিভারপুলের লজ্জার হার
Brighton vs Liverpool: ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার পারফরম্য়ান্স লিভারপুলের। ব্রাইটনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-৩ ব্যবধানে হার লিভারপুলের। কাতার বিশ্বকাপে নজরকাড়া নেদারল্যান্ডস ফুটবলার কোডি গাকপো বিশাল অর্থে যোগ দিয়েছেন লিভারপুলে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লিভারপুলে অভিষেক ম্যাচে হেরে মাঠ ছাড়তে হল।
Most Read Stories