International Destinations: সস্তায় বিদেশভ্রমণের স্বপ্নপূরণ! কম খরচে দেশের বাইরে কোথায় যাবেন, দেখুন ছবিতে

যদি ভ্রমণে নেশা থাকে, তাহলে এখনই পরিকল্পনা শুরু করে দিন। কারণ হাত খরচের টাকাতেই বিদেশ ভ্রমণের স্বপ্ন হবে পূরণ। এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি নিজের দেশে ভ্রমণের মত বাজেট-বান্ধব।

| Edited By: | Updated on: Feb 22, 2022 | 11:24 AM
শ্রীলঙ্কা: অপূর্ব সমুদ্রতটভূমির জন্য বিখ্যাত শ্রীলঙ্কা। এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে একাধিক অ্যাডভেঞ্চারমূলক জলক্রীড়ার ব্যবস্থা। আবার হানিমুনে যেতে চাইলেও শ্রীলঙ্কা আপনাকে দেবে নিবিড় নীল সমুদ্রের নির্জনতা আর রোমান্টিক আন্তরিকতা।

শ্রীলঙ্কা: অপূর্ব সমুদ্রতটভূমির জন্য বিখ্যাত শ্রীলঙ্কা। এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে একাধিক অ্যাডভেঞ্চারমূলক জলক্রীড়ার ব্যবস্থা। আবার হানিমুনে যেতে চাইলেও শ্রীলঙ্কা আপনাকে দেবে নিবিড় নীল সমুদ্রের নির্জনতা আর রোমান্টিক আন্তরিকতা।

1 / 6
মলদ্বীপ: ভারতীয় পর্যটকদের কাছে মলদ্বীপ অত্যন্ত উত্তেজক এক ডেস্টিনেশন। তবে হ্যাঁ যে সময়ে যেতে চাইছেন তার অন্তত দীর্ঘদিন আগে থেকে হোটেল ও অন্যান্য পরিষেবা বুক করে রাখতে হবে। পরিকল্পনাহীন যাত্রায় কিন্তু বাড়তি খরচের ভার বইতে হবে!

মলদ্বীপ: ভারতীয় পর্যটকদের কাছে মলদ্বীপ অত্যন্ত উত্তেজক এক ডেস্টিনেশন। তবে হ্যাঁ যে সময়ে যেতে চাইছেন তার অন্তত দীর্ঘদিন আগে থেকে হোটেল ও অন্যান্য পরিষেবা বুক করে রাখতে হবে। পরিকল্পনাহীন যাত্রায় কিন্তু বাড়তি খরচের ভার বইতে হবে!

2 / 6
নেপাল: নেপাল ভ্রমণ একদিকে যেমন বাজেট ফ্রেন্ডলি, তেমনই পিঠে ব্যাগ বেঁধে ঘোরার মতো অভিযাত্রিক অভিজ্ঞতা মেলে। ঠিকঠাক পরিকল্পনা করলে মোটামুটি ১০ দিনে নেপালের দ্রষ্টব্য সব জায়গা ঘুরতে মাথাপিছু ১৫ হাজার টাকা খরচা হওয়ার কথা।

নেপাল: নেপাল ভ্রমণ একদিকে যেমন বাজেট ফ্রেন্ডলি, তেমনই পিঠে ব্যাগ বেঁধে ঘোরার মতো অভিযাত্রিক অভিজ্ঞতা মেলে। ঠিকঠাক পরিকল্পনা করলে মোটামুটি ১০ দিনে নেপালের দ্রষ্টব্য সব জায়গা ঘুরতে মাথাপিছু ১৫ হাজার টাকা খরচা হওয়ার কথা।

3 / 6
ভিয়েতনাম: ভিয়েতনামে ঘোরার জন্য রয়েছে নরম সাদা বালির সৈকত, নয়নাভিরাম ভূখণ্ড, জিভে জল আনা স্ট্রিট ফুড, গায়ে কাঁটাজাগানো যুদ্ধের ইতিহাস এবং অসংখ্য রহস্যময় চুনপাথরের গুহা। খরচ আরও কম করতে চাইলে অফ সিজনে ঘুরে নিন ভিয়েতনাম।

ভিয়েতনাম: ভিয়েতনামে ঘোরার জন্য রয়েছে নরম সাদা বালির সৈকত, নয়নাভিরাম ভূখণ্ড, জিভে জল আনা স্ট্রিট ফুড, গায়ে কাঁটাজাগানো যুদ্ধের ইতিহাস এবং অসংখ্য রহস্যময় চুনপাথরের গুহা। খরচ আরও কম করতে চাইলে অফ সিজনে ঘুরে নিন ভিয়েতনাম।

4 / 6
 মায়ানমার: চাইলে সড়কপথেও ভারতীয়রা প্রবেশ করতে পারেন মায়ানমারে। তবে আগে মণিপুরের রাজধানী শহর ইম্ফলে পৌঁছতে হবে পর্যটককে। তার জন্য আবার ট্রেন বা বিমানে ঢুকতে হবে গুয়াহাটি। তারপরেই সড়কপথে এগনো যাবে ইম্ফলের পথে।

মায়ানমার: চাইলে সড়কপথেও ভারতীয়রা প্রবেশ করতে পারেন মায়ানমারে। তবে আগে মণিপুরের রাজধানী শহর ইম্ফলে পৌঁছতে হবে পর্যটককে। তার জন্য আবার ট্রেন বা বিমানে ঢুকতে হবে গুয়াহাটি। তারপরেই সড়কপথে এগনো যাবে ইম্ফলের পথে।

5 / 6
ভুটান: ছবির মতো পাহাড় আর সাজানো শহরে হাসিমুখের বাসিন্দাদের সঙ্গ পেলে একনিমেষে কেটে যাবে মনের সব বিষাদ। চাইলে সড়কপথেই পৌঁছনো যায় ভুটান। প্রতিবছর ভারত থেকে অসংখ্য পর্যটক পৌঁছে যান ভুটানে। হাসিমারা থেকে সড়ক পথে ভারত-ভুটান সীমান্ত পেরিয়ে ফুন্টশিলিং অভিবাসন দফতরে পারমিট করাতে হয়।

ভুটান: ছবির মতো পাহাড় আর সাজানো শহরে হাসিমুখের বাসিন্দাদের সঙ্গ পেলে একনিমেষে কেটে যাবে মনের সব বিষাদ। চাইলে সড়কপথেই পৌঁছনো যায় ভুটান। প্রতিবছর ভারত থেকে অসংখ্য পর্যটক পৌঁছে যান ভুটানে। হাসিমারা থেকে সড়ক পথে ভারত-ভুটান সীমান্ত পেরিয়ে ফুন্টশিলিং অভিবাসন দফতরে পারমিট করাতে হয়।

6 / 6
Follow Us: