AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Castor Oil: চুলকে মজবুত ও সুন্দর করতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল! ভুরু ও চোখের পল্লবেও দেখতে পাবেন উপকারিতা

যখন ত্বক ও চুলের যত্নের প্রসঙ্গ আসে তখন আমরা বেশি প্রাধান্য দিই প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ উপাদানকে। এর জন্য আমাদের তালিকায় সব সময় থাকে নারকেল তেল, অলিভ অয়েলের মত তেলগুলি। কিন্তু এই তেল গুলি ছাড়াও এমন কিছু তেল রয়েছে যা একই ভাবে প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ এবং ত্বক ও চুলের ক্ষেত্রে সহায়ক। তার মধ্যে সবচেয়ে প্রথমে ক্যাস্টর অয়েল।

| Edited By: | Updated on: Nov 08, 2021 | 8:03 AM
Share
ক্যাস্টর অয়েল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এটি মাথার স্ক্যাল্পে ও চুলের গভীরে ঢুকে আর্দ্রতা বজায় রাখে, যার ফলে চুল হয়ে ওঠে মসৃণ ও কোমল।

ক্যাস্টর অয়েল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এটি মাথার স্ক্যাল্পে ও চুলের গভীরে ঢুকে আর্দ্রতা বজায় রাখে, যার ফলে চুল হয়ে ওঠে মসৃণ ও কোমল।

1 / 5
শীত আসা মানেই ত্বকের সঙ্গে রুক্ষ হয়ে যায় আমাদের চুলও। চুলের রুক্ষতাকে দূর করতে কার্যকর ক্যাস্টর অয়েল নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করলেই কাজ মিলবে।

শীত আসা মানেই ত্বকের সঙ্গে রুক্ষ হয়ে যায় আমাদের চুলও। চুলের রুক্ষতাকে দূর করতে কার্যকর ক্যাস্টর অয়েল নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করলেই কাজ মিলবে।

2 / 5
চুলের বৃদ্ধিতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। এর মধ্যে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মাথার তালুতে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে চুলের ফলিকলে কোনও ক্ষতি হলে তা মেরামত করে। এই কারণে দ্রুত বৃদ্ধি পায় আপনার চুল।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। এর মধ্যে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মাথার তালুতে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে চুলের ফলিকলে কোনও ক্ষতি হলে তা মেরামত করে। এই কারণে দ্রুত বৃদ্ধি পায় আপনার চুল।

3 / 5
বয়সের আগেই চুল সাদা হয়ে যাচ্ছে? এখন শুরু করুন ক্যাস্টর অয়েল ব্যবহার করা। চুলের কালো রঙকে ধরে রাখতে সক্ষম এই তেল।

বয়সের আগেই চুল সাদা হয়ে যাচ্ছে? এখন শুরু করুন ক্যাস্টর অয়েল ব্যবহার করা। চুলের কালো রঙকে ধরে রাখতে সক্ষম এই তেল।

4 / 5
শুধু মাথার চুল নয়, ভুরুর লোম ও চোখের পল্লবের ক্ষেত্রেও একই ভাবে কার্যকর এই তেল। প্রতি রাতে অল্প করে ক্যাস্টর অয়েল ভুরু ও চোখের পল্লবে লাগিয়ে ঘুমোতে চান। এক মাসের মধ্যেই ফল পাবেন হাতে নাতে।

শুধু মাথার চুল নয়, ভুরুর লোম ও চোখের পল্লবের ক্ষেত্রেও একই ভাবে কার্যকর এই তেল। প্রতি রাতে অল্প করে ক্যাস্টর অয়েল ভুরু ও চোখের পল্লবে লাগিয়ে ঘুমোতে চান। এক মাসের মধ্যেই ফল পাবেন হাতে নাতে।

5 / 5