যোশীমঠ জুড়ে এখন হাহাকারের ছবি শুধু। ঘরছাড়া বহু পরিবার। শীতে কাঁপতে কাঁপতে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। কাল যাঁরা চার দেওয়ালে সুখে শান্তিতে দিনযাপন করছিলেন আজ তাঁদের ঠিকানা পথ। উন্নয়নের মাশুল গুনছেন সেখানকার নিষ্পাপ বাসিন্দারা। ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ শহর এখন বসে যাচ্ছে। ধসে পড়ছে বাড়িঘর, মন্দির। সেখানকার রাস্তা, হোটেল, বাড়ির মেঝে ও দেওয়ালে চওড়া ফাটল দেখা দিচ্ছে। যেকোনও সময় তলিয়ে যাওয়ার দিন গুনছেন জোশীমঠের বাসিন্দারা। (ছবি সৌজন্যে: PTI)