Daryl Mitchell: কিউয়ি অলরাউন্ডার ড্যারিল মিচেলের নয়া রেকর্ড, দেখে নিন ছবিতে…
বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রেকর্ড গড়লেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা তিনটি সেঞ্চুরির নজির গড়ে ফেললেন মিচেল। এক টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরি করা নবম ক্রিকেটার হলেন মিচেল। যার ফলে মিচেল এ বার ম্যাথু হেডেন, জ্যাক কালিস, বিরাট কোহলি, স্টিভ স্মিথদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন।
Most Read Stories