প্রতিদিনের মেকআপ, প্রসাধনী পণ্যের ব্যবহার, দূষণ ত্বকের মারাত্মক ক্ষতি করে। এই অবস্থায় শুধু ত্বকের যত্ন নিলে চলবে না। ত্বকের জরুরি ডিটক্সিফিকেশন।
আমরা যেমন শরীরকে শুধু রাখতে ডিটক্স পানীয়তে চুমুক দিই, তেমনই ত্বকের খেয়াল রাখতে ডিটক্সিফিকেশন জরুরি। এতে ত্বকের মধ্যে জমে থাকা দূষিত পদার্থ দূর হয়ে যায়।
ত্বকের ক্ষয় এড়াতে ঘন ঘন প্রসাধনী পণ্য পরিবর্তন করার অভ্যাস ত্যাগ করুন। নিত্যনতুন প্রসাধনী পণ্যের ব্যবহার ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।
ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী পণ্য বেছে নিন। যে সব প্রসাধনী পণ্যে অ্যালকোহল, প্যারাবেন ও সুগন্ধ রয়েছে, সেগুলো এড়িয়ে চলুন। প্রসাধনী পণ্যের লেবেল পড়ে জিনিস কিনুন।
মেকআপ পণ্য বাছাইয়ের ক্ষেত্রেও এই একই নিয়ম মানতে হবে আপনাকে। সব ধরনের মেকআপ পণ্যই যে আপনার ত্বকের জন্য উপযুক্ত হবে, এমনটা নয়। তাই যাচাই না করে সেটা ব্যবহার করবেন না।
যে সব মেকআপ পণ্যের মেয়াদের তারিখ উত্তীর্ণ হয়েছে, সেই জিনিস ব্যবহারের থেকে বিরত থাকুন। মেয়াদের তারিখ উত্তীর্ণ হওয়া কোনও স্কিন কেয়ারের পণ্যই ব্যবহার করবেন না।
মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করুন। অপরিষ্কার মেকআপ ব্রাশ ব্যবহারের ফলে ত্বকে র্যাশ, ফুসকুড়ি, ব্রণর সমস্যা বাড়তে পারে। তাছাড়া অপরিষ্কার মেকআপ ব্রাশে মেকআপও ভাল করে হবে না।
ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখুন। প্রাকৃতিক উপাদানের তৈরি ফেসপ্যাক, ক্লিনজার ইত্যাদি ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উপর কম প্রভাব পড়ে।