AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaishakh Month 2023: বৈশাখে এই ৫ কাজ করলেই মিলবে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ! জুটবে প্রচুর টাকা-পয়সাও

Goddess Lakshmi: বাংলা নববর্ষ নিয়ে রয়েছে বাঙালির অমেক নস্টালজিয়া। জড়িয়ে রয়েছে বাঙালি সেন্টিমেন্টাল। তবে এই দিনের সঙ্গেও জড়িয়ে রয়েছে জ্যোতিষশাস্ত্রও।

| Edited By: | Updated on: Apr 07, 2023 | 12:15 PM
Share
বাংলা ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাস শুরু হচ্ছে আগামী ১৫এপ্রিল ২০২৩ থেকে। বাঙালিদের কাছে পয়লা বৈশাখ হল অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে, সকলে মিলে পয়লা বৈশাখ পালন করেন। এটি কোনও ধর্মীয় উত্‍সব নয়, প্রাণের উত্‍সব।

বাংলা ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাস শুরু হচ্ছে আগামী ১৫এপ্রিল ২০২৩ থেকে। বাঙালিদের কাছে পয়লা বৈশাখ হল অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে, সকলে মিলে পয়লা বৈশাখ পালন করেন। এটি কোনও ধর্মীয় উত্‍সব নয়, প্রাণের উত্‍সব।

1 / 7
বাংলা নববর্ষ নিয়ে রয়েছে বাঙালির অমেক নস্টালজিয়া। জড়িয়ে রয়েছে বাঙালি সেন্টিমেন্টাল। তবে এই দিনের সঙ্গেও জড়িয়ে রয়েছে জ্যোতিষশাস্ত্রও। বৈশাখ মাসের শুরু থেকেই কিছু বিশেষ কাজ করলে বিষ্ণু ও দেবী লক্ষ্মী খুব খুশি হন ও ধন-শস্যে গৃহ ভরে যায়।

বাংলা নববর্ষ নিয়ে রয়েছে বাঙালির অমেক নস্টালজিয়া। জড়িয়ে রয়েছে বাঙালি সেন্টিমেন্টাল। তবে এই দিনের সঙ্গেও জড়িয়ে রয়েছে জ্যোতিষশাস্ত্রও। বৈশাখ মাসের শুরু থেকেই কিছু বিশেষ কাজ করলে বিষ্ণু ও দেবী লক্ষ্মী খুব খুশি হন ও ধন-শস্যে গৃহ ভরে যায়।

2 / 7
বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এমাসে ভগবান বিষ্ণুর পরশুরাম, নরসিংহ, কূর্ম, বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয়। প্রতিদিন ১১ বার 'ওম মাধবায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হয়।

বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এমাসে ভগবান বিষ্ণুর পরশুরাম, নরসিংহ, কূর্ম, বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয়। প্রতিদিন ১১ বার 'ওম মাধবায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হয়।

3 / 7
বৈশাখ মাসে জল, আম, গুড়, ছাতু ও তিল দান করলে পিতৃদোষ দূর হয়। সমস্ত পাপ ধ্বংস হয়। স্বাস্থ্য ভাল রাখতে এগুলি খেতেও পারেন।

বৈশাখ মাসে জল, আম, গুড়, ছাতু ও তিল দান করলে পিতৃদোষ দূর হয়। সমস্ত পাপ ধ্বংস হয়। স্বাস্থ্য ভাল রাখতে এগুলি খেতেও পারেন।

4 / 7
এই মাসে, অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্য ও শুভ জিনিসের কেনাকাটা করার জন্য শুভ। কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি সোনা, রৌপ্য, যানবাহন, জমি প্রভৃতি ক্রয় করেন, সেগুলি বৃদ্ধি পায় ও গৃহে সমৃদ্ধি আসে। তাতে ধনলক্ষ্মী খুশি হোন। এ দিনে বিয়ে, এনগেজমেন্ট, গৃহপ্রবেশের মতো শুভকাজ অনুষ্ঠিত হয়।

এই মাসে, অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্য ও শুভ জিনিসের কেনাকাটা করার জন্য শুভ। কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি সোনা, রৌপ্য, যানবাহন, জমি প্রভৃতি ক্রয় করেন, সেগুলি বৃদ্ধি পায় ও গৃহে সমৃদ্ধি আসে। তাতে ধনলক্ষ্মী খুশি হোন। এ দিনে বিয়ে, এনগেজমেন্ট, গৃহপ্রবেশের মতো শুভকাজ অনুষ্ঠিত হয়।

5 / 7
বৈশাখ মাসে পশু-পাখির খাবার-জলের ব্যবস্থা, অভাবীকে ছাতা, গরমে দুঃস্থদের পাখা, জুতা ও চপ্পল দান করা, বিশালাকার গাছের সেবা করা উচিত। দশ হাজার রাজসূয় যজ্ঞ করলে একই ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

বৈশাখ মাসে পশু-পাখির খাবার-জলের ব্যবস্থা, অভাবীকে ছাতা, গরমে দুঃস্থদের পাখা, জুতা ও চপ্পল দান করা, বিশালাকার গাছের সেবা করা উচিত। দশ হাজার রাজসূয় যজ্ঞ করলে একই ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

6 / 7
বৈশাখ মাসে দিনে শান্তিতে ঘুমানো, কাঁসার পাত্রে খাবার খাওয়া, তেল লাগানো, খাটের উপর ঘুমানো, বাড়িতে স্নান করা, তৈলাক্ত খাবার না খাওয়া, রাতে স্বল্প আহার করা উচিত। তাতে রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়।

বৈশাখ মাসে দিনে শান্তিতে ঘুমানো, কাঁসার পাত্রে খাবার খাওয়া, তেল লাগানো, খাটের উপর ঘুমানো, বাড়িতে স্নান করা, তৈলাক্ত খাবার না খাওয়া, রাতে স্বল্প আহার করা উচিত। তাতে রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়।

7 / 7