AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Achinta Sheuli-Bindiya Rani Devi: আইআইটি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ অচিন্ত্য-বিন্দিয়ারানির

গুজরাটে চলতি জাতীয় গেমসে যেন বসেছে অ্যাথলিটদের আসর। সাত বছর পর হওয়া, জাতীয় গেমসের মঞ্চে সাফল্য পাচ্ছেন ভারতের তারকা অ্যাথলিটরা। অনভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে তারকা অ্যাথলিটরা নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিচ্ছেন। যেমনটা বাংলার ছেলে অচিন্ত্য শিউলি ও বিন্দিয়ারানি দেবীকে করতে দেখা গেল।

| Edited By: | Updated on: Oct 04, 2022 | 8:25 AM
Share
গুজরাটে চলতি জাতীয় গেমসে যেন বসেছে অ্যাথলিটদের আসর। সাত বছর পর হওয়া, জাতীয় গেমসের মঞ্চে সাফল্য পাচ্ছেন ভারতের তারকা অ্যাথলিটরা। অনভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে তারকা অ্যাথলিটরা নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিচ্ছেন। যেমনটা বাংলার ছেলে অচিন্ত্য শিউলি (Achinta Sheuli) ও বিন্দিয়ারানি দেবীকে (Bindiya Rani Devi) করতে দেখা গেল। (ছবি-সাই মিডিয়া)

গুজরাটে চলতি জাতীয় গেমসে যেন বসেছে অ্যাথলিটদের আসর। সাত বছর পর হওয়া, জাতীয় গেমসের মঞ্চে সাফল্য পাচ্ছেন ভারতের তারকা অ্যাথলিটরা। অনভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে তারকা অ্যাথলিটরা নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিচ্ছেন। যেমনটা বাংলার ছেলে অচিন্ত্য শিউলি (Achinta Sheuli) ও বিন্দিয়ারানি দেবীকে (Bindiya Rani Devi) করতে দেখা গেল। (ছবি-সাই মিডিয়া)

1 / 5
 এ বারের জাতীয় গেমসে পুরষদের ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে রুপো জিতেছেন বাংলার তরুণ ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। (ছবি-সাই মিডিয়া)

এ বারের জাতীয় গেমসে পুরষদের ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে রুপো জিতেছেন বাংলার তরুণ ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। (ছবি-সাই মিডিয়া)

2 / 5
চলতি বছরে হওয়া, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে দেশকে সোনা এনে দিয়েছিলেন অচিন্ত্য। (ছবি-সাই মিডিয়া)

চলতি বছরে হওয়া, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে দেশকে সোনা এনে দিয়েছিলেন অচিন্ত্য। (ছবি-সাই মিডিয়া)

3 / 5
কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তোলনে বিন্দিয়ারানি দেবী রূপোর পদক পেয়েছিলেন। (ছবি-সাই মিডিয়া)

কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তোলনে বিন্দিয়ারানি দেবী রূপোর পদক পেয়েছিলেন। (ছবি-সাই মিডিয়া)

4 / 5
গান্ধীনগরের আইআইটি ক্যাম্পাসে পড়ুয়া ও সদস্যদের সঙ্গে কথা বলেন কমনওয়েলথে পদকজয়ী এই দুই ভারতীয় ভারোত্তোলক। (ছবি-সাই মিডিয়া)

গান্ধীনগরের আইআইটি ক্যাম্পাসে পড়ুয়া ও সদস্যদের সঙ্গে কথা বলেন কমনওয়েলথে পদকজয়ী এই দুই ভারতীয় ভারোত্তোলক। (ছবি-সাই মিডিয়া)

5 / 5