YouTubers: এলভিশ যাদব থেকে ক্যারিমিনাটি, ভারতের ধনীতম ইউটিউবাররা কত টাকার মালিক?
Net worth of India’s YouTubers: টাকা রোজগারের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব (YouTube)। বর্তমানে, ইউটিউব এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা তাঁদের প্রতিভা দেখিয়ে যথেষ্ট পরিমাণে সম্পদ সংগ্রহ করতে পারে। কমেডি শো থেকে শুরু করে গেমিং ভিডিয়ো বা টেক রিভিউ - বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সৃজনশীলতা এবং দক্ষতার পরিচয় দিয়ে বিপুল সংখ্যক ভিউয়ারকে তাঁরা আকর্ষণ করছেন। আর এই ভিউয়ার, ভিউয়ের জোরেই লোভনীয় কেরিয়ার তৈরি করেছেন তাঁরা।
Most Read Stories