YouTubers: এলভিশ যাদব থেকে ক্যারিমিনাটি, ভারতের ধনীতম ইউটিউবাররা কত টাকার মালিক?

Net worth of India’s YouTubers: টাকা রোজগারের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব (YouTube)। বর্তমানে, ইউটিউব এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা তাঁদের প্রতিভা দেখিয়ে যথেষ্ট পরিমাণে সম্পদ সংগ্রহ করতে পারে। কমেডি শো থেকে শুরু করে গেমিং ভিডিয়ো বা টেক রিভিউ - বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সৃজনশীলতা এবং দক্ষতার পরিচয় দিয়ে বিপুল সংখ্যক ভিউয়ারকে তাঁরা আকর্ষণ করছেন। আর এই ভিউয়ার, ভিউয়ের জোরেই লোভনীয় কেরিয়ার তৈরি করেছেন তাঁরা।

| Updated on: Mar 16, 2024 | 8:36 AM
অজেয় নাগার - অজেয় নাগার ওরফে ক্যারিমিনাটি (তাঁর ইউটিউব চ্যানেল) তাঁর কমেডি ক্ষমতা এবং মজার ভাষ্য দিয়ে মাত করেছেন ভারতের 'জেন-জি'কে। আর তার জোরে ভারতের তারকা ইউটিউবারদের অন্যতম হয়ে উঠেছেন তিনি। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ কোটি ২০ লক্ষ। আর এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁর চ্যানেলে একেকটি ভিডিয়োয় কয়েক বিলিয়ন ভিউ হয়। তাঁর আনুমানিক সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকার বেশি।

অজেয় নাগার - অজেয় নাগার ওরফে ক্যারিমিনাটি (তাঁর ইউটিউব চ্যানেল) তাঁর কমেডি ক্ষমতা এবং মজার ভাষ্য দিয়ে মাত করেছেন ভারতের 'জেন-জি'কে। আর তার জোরে ভারতের তারকা ইউটিউবারদের অন্যতম হয়ে উঠেছেন তিনি। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ কোটি ২০ লক্ষ। আর এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁর চ্যানেলে একেকটি ভিডিয়োয় কয়েক বিলিয়ন ভিউ হয়। তাঁর আনুমানিক সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকার বেশি।

1 / 8
ভুবন বাম - ভুবন বাম ওরফে বিবি কি ভিনেশও কমেডিতে দক্ষ। বহু চরিত্রের নকল করে তিনি তাঁর চ্যানেলে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করেন। এর জেরে এক বিশাল ফ্যান বেস তৈরি করেছেন ভুবন বাম। তার উল্লেখযোগ্য চরিত্রগুলির মধ্যে, টিটু মামা ভক্তদের বিশেষ প্রিয়। তাঁর মোট সম্পত্তির মূল্য প্রায় ১২২ কোটি টাকা।

ভুবন বাম - ভুবন বাম ওরফে বিবি কি ভিনেশও কমেডিতে দক্ষ। বহু চরিত্রের নকল করে তিনি তাঁর চ্যানেলে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করেন। এর জেরে এক বিশাল ফ্যান বেস তৈরি করেছেন ভুবন বাম। তার উল্লেখযোগ্য চরিত্রগুলির মধ্যে, টিটু মামা ভক্তদের বিশেষ প্রিয়। তাঁর মোট সম্পত্তির মূল্য প্রায় ১২২ কোটি টাকা।

2 / 8
গৌরব চৌধুরী - ভারতের বহু মানুষ স্মার্টফোন  থেকে শুরু করে স্মার্ট টিভি বা অন্য যে কোনও গ্যাজেট কিনতে গেলে আগে টেকনিক্যাল গুরুজি ইউটিউব চ্যানেলে গিয়ে, সংশ্লিষ্ট পণ্যটির রিভিউ দেখে নেন। এই চ্যানেলটি ইউটিউবার গৌরব চৌধরির। তাঁর টেকনিক্যাল রিভিউ এবং বিভিন্ন টিউটোরিয়াল ভিডিয়োগুলি লক্ষ লক্ষ কোটি সাবস্ক্রাইবার দিয়েছে। গৌরবের আনুমানিক সম্পত্তি প্রায় ৩৫৬ কোটি টাকা।

গৌরব চৌধুরী - ভারতের বহু মানুষ স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি বা অন্য যে কোনও গ্যাজেট কিনতে গেলে আগে টেকনিক্যাল গুরুজি ইউটিউব চ্যানেলে গিয়ে, সংশ্লিষ্ট পণ্যটির রিভিউ দেখে নেন। এই চ্যানেলটি ইউটিউবার গৌরব চৌধরির। তাঁর টেকনিক্যাল রিভিউ এবং বিভিন্ন টিউটোরিয়াল ভিডিয়োগুলি লক্ষ লক্ষ কোটি সাবস্ক্রাইবার দিয়েছে। গৌরবের আনুমানিক সম্পত্তি প্রায় ৩৫৬ কোটি টাকা।

3 / 8
সন্দীপ মহেশ্বরী - সন্দীপ মহেশ্বরী খ্য়াতি অর্জন করেছেন ইউটিউবে তাঁর বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং আত্মোন্নতির কনটেন্ট তৈরির মাধ্যমে। কীভাবে ব্যক্তিগত জীবনে উন্নতি করা যায়, কীভাবে নয়া উদ্যোগে সফল হওয়া যায় - এই রকম বিভিন্ন বিষয়ে ভিডিয়ো তৈরি করেন তিনি। ইউটিউবে ২৭ কোটি ৮০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। তাঁর মোট সম্পত্তি আনুমানিক ৪১ কোটি টাকারও বেশি।

সন্দীপ মহেশ্বরী - সন্দীপ মহেশ্বরী খ্য়াতি অর্জন করেছেন ইউটিউবে তাঁর বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং আত্মোন্নতির কনটেন্ট তৈরির মাধ্যমে। কীভাবে ব্যক্তিগত জীবনে উন্নতি করা যায়, কীভাবে নয়া উদ্যোগে সফল হওয়া যায় - এই রকম বিভিন্ন বিষয়ে ভিডিয়ো তৈরি করেন তিনি। ইউটিউবে ২৭ কোটি ৮০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। তাঁর মোট সম্পত্তি আনুমানিক ৪১ কোটি টাকারও বেশি।

4 / 8
অমিত ভাদানা - হাস্যরস সৃষ্টির দক্ষতা দিয়েই দেশের একটা বড় অংশের মানুষকে আকৃষ্ট করেছেন অমিত ভাদানা। ২ কোটি ৪০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে তাঁর। নোট সম্পত্তির পরিমাণ, ৫৮ কোটি টাকারও বেশি।

অমিত ভাদানা - হাস্যরস সৃষ্টির দক্ষতা দিয়েই দেশের একটা বড় অংশের মানুষকে আকৃষ্ট করেছেন অমিত ভাদানা। ২ কোটি ৪০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে তাঁর। নোট সম্পত্তির পরিমাণ, ৫৮ কোটি টাকারও বেশি।

5 / 8
রণবীর আল্লাহবাদিয়া - রণবীর আল্লাহবাদিয়া বেশি পরিচিত 'বিয়ারবাইসেপস' নামে। তিনি একটি নয়, সাত-সাতটি ইউটিউব চ্যানেল চালান। তাঁর ভিডিয়োর বিষয় প্রধানত ফিটনেস, আধ্যাত্মিকতা, স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি। প্রায়শই তিনি তাঁর ব্য়ক্তিগত জীবন এবং ব্যক্তিগত সংগ্রামের কথা শেয়ার করেন। রণবীরের মোট সম্পদের মূল্য ৫৮ কোটি টাকা।

রণবীর আল্লাহবাদিয়া - রণবীর আল্লাহবাদিয়া বেশি পরিচিত 'বিয়ারবাইসেপস' নামে। তিনি একটি নয়, সাত-সাতটি ইউটিউব চ্যানেল চালান। তাঁর ভিডিয়োর বিষয় প্রধানত ফিটনেস, আধ্যাত্মিকতা, স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি। প্রায়শই তিনি তাঁর ব্য়ক্তিগত জীবন এবং ব্যক্তিগত সংগ্রামের কথা শেয়ার করেন। রণবীরের মোট সম্পদের মূল্য ৫৮ কোটি টাকা।

6 / 8
এলভিশ যাদব - ইদানিং সাপের বিষ সেবনের অভিযোগ থেকে শুরু করে অন্য ভ্লগারকে পেটানো - বিভিন্ন নেটিবাচক কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এলভিশ। তবে, চিত্তাকর্ষক হাস্যরসাত্মক কনটেন্টের জোরে সব বয়সের দর্শকদের কাছে আবেদন রয়েছে তাঁর। উপরন্তু, তিনি বিগ বস ওটিটি-২-এর বিজয়ীও বটে। এলভিশ যাদবের মোট সম্পত্তির মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এলভিশ যাদব - ইদানিং সাপের বিষ সেবনের অভিযোগ থেকে শুরু করে অন্য ভ্লগারকে পেটানো - বিভিন্ন নেটিবাচক কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এলভিশ। তবে, চিত্তাকর্ষক হাস্যরসাত্মক কনটেন্টের জোরে সব বয়সের দর্শকদের কাছে আবেদন রয়েছে তাঁর। উপরন্তু, তিনি বিগ বস ওটিটি-২-এর বিজয়ীও বটে। এলভিশ যাদবের মোট সম্পত্তির মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

7 / 8
অনুরাগ ডোভাল - অনুরাগ ডোভাল বেশি পরিচিত ইউকে০৭ (UK07) নামে। উদ্ভাবনী কনটেন্ট, সৃজনশীল চিন্তাভাবনা, কৌশলগত পদ্ধতি এবং চিত্তাকর্ষক কাহিনি শুনিয়ে অনুরাগ ৭০ লক্ষেরও বেশি সাবস্কারাইবার সংগ্রহ করেছেন। তাঁর সম্পত্তির মোট মূল্য ২৫ কোটি টাকা।

অনুরাগ ডোভাল - অনুরাগ ডোভাল বেশি পরিচিত ইউকে০৭ (UK07) নামে। উদ্ভাবনী কনটেন্ট, সৃজনশীল চিন্তাভাবনা, কৌশলগত পদ্ধতি এবং চিত্তাকর্ষক কাহিনি শুনিয়ে অনুরাগ ৭০ লক্ষেরও বেশি সাবস্কারাইবার সংগ্রহ করেছেন। তাঁর সম্পত্তির মোট মূল্য ২৫ কোটি টাকা।

8 / 8
Follow Us: