East Bengal: লাল-হলুদের হোম, অ্যাওয়ে জার্সি ও তৃতীয় কিটের উন্মোচন

আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের নতুন জার্সি উন্মোচন। রাজডাঙা নব উদয় সংঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের জার্সি উন্মোচন করা হল।

| Edited By: | Updated on: Sep 30, 2022 | 7:45 AM
আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের নতুন জার্সি উন্মোচন।  রাজডাঙা নব উদয় সংঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের জার্সি উন্মোচন করা হল।(ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের নতুন জার্সি উন্মোচন। রাজডাঙা নব উদয় সংঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের জার্সি উন্মোচন করা হল।(ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

1 / 5
সৌভিক চক্রবর্তী, ক্লেটন সিলভা, ভিপি সুহেররা হাজির ছিলেন অনুষ্ঠানে। ছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও। হোম, অ্যাওয়ে আর তৃতীয় কিট ছাড়াও গোলকিপার জার্সির উন্মোচন করা হয়। (ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

সৌভিক চক্রবর্তী, ক্লেটন সিলভা, ভিপি সুহেররা হাজির ছিলেন অনুষ্ঠানে। ছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও। হোম, অ্যাওয়ে আর তৃতীয় কিট ছাড়াও গোলকিপার জার্সির উন্মোচন করা হয়। (ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

2 / 5
প্রাক্তনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য আর বিকাশ পাঁজি। ছিলেন মেহতাব হোসেন, রহিম নবিরাও। উৎসবের মরসুমে প্রাক্তন বর্তমানদের মেলবন্ধনে আলোকিত হয়ে ওঠে নব উদয় সংঘ।(ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

প্রাক্তনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য আর বিকাশ পাঁজি। ছিলেন মেহতাব হোসেন, রহিম নবিরাও। উৎসবের মরসুমে প্রাক্তন বর্তমানদের মেলবন্ধনে আলোকিত হয়ে ওঠে নব উদয় সংঘ।(ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

3 / 5
এই প্রথম পুজো মণ্ডপে কোনও ফুটবল দলের জার্সি উন্মোচন করা হল। সেদিক থেকে পথ দেখাল ইস্টবেঙ্গল। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের গলায় জয় ইস্টবেঙ্গল ধ্বনি।  (ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

এই প্রথম পুজো মণ্ডপে কোনও ফুটবল দলের জার্সি উন্মোচন করা হল। সেদিক থেকে পথ দেখাল ইস্টবেঙ্গল। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের গলায় জয় ইস্টবেঙ্গল ধ্বনি। (ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

4 / 5
কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন সমর্থকদের উদ্দেশ্যে বলে গেলেন, "এ বারে প্রত্যেক ম্যাচে হাউসফুল গ্যালারি দেখতে চাই।" (ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন সমর্থকদের উদ্দেশ্যে বলে গেলেন, "এ বারে প্রত্যেক ম্যাচে হাউসফুল গ্যালারি দেখতে চাই।" (ছবি: ইমামি ইস্টবেঙ্গল)

5 / 5
Follow Us: