Maria Rebello: বিশ্বকাপে রেফারিদের মূল্যায়ন করবেন গোয়ার মারিয়া

| Edited By: | Updated on: Sep 28, 2022 | 7:31 AM
অনূর্ধ্ব-১৭ ফিফা মেয়েদের বিশ্বকাপে ভারতের কোনও রেফারি না থাকা সত্ত্বেও উচ্ছ্বসিত হতে পারেন ফুটবল ভক্তরা। গোয়ার মারিয়া রেবেলোকে টুর্নামেন্টের রেফারিদের মূল্যায়নকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।(ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

অনূর্ধ্ব-১৭ ফিফা মেয়েদের বিশ্বকাপে ভারতের কোনও রেফারি না থাকা সত্ত্বেও উচ্ছ্বসিত হতে পারেন ফুটবল ভক্তরা। গোয়ার মারিয়া রেবেলোকে টুর্নামেন্টের রেফারিদের মূল্যায়নকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।(ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

1 / 5
মারিয়ার মুকুটে আরও একটি পালক। ফুটবলের সঙ্গে তাঁর রোমান্স শুরু হয় ১৯৯৮ সালে। একজন খেলোয়াড় হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে। অবশেষে ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে রেফারি নিযুক্ত করা হয়েছিল তাঁকে। ২০১৮ সালে রেফারি অ্যাসেসর এবং প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়।(ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

মারিয়ার মুকুটে আরও একটি পালক। ফুটবলের সঙ্গে তাঁর রোমান্স শুরু হয় ১৯৯৮ সালে। একজন খেলোয়াড় হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে। অবশেষে ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে রেফারি নিযুক্ত করা হয়েছিল তাঁকে। ২০১৮ সালে রেফারি অ্যাসেসর এবং প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়।(ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

2 / 5
গোয়ার দ্বিতীয় মহিলা হিসেবে ফিফা বিশ্বকাপের অংশ হবেন মারিয়া। প্রথমজন হলেন কানাকোনার উভেনা ফার্নান্ডেজ। যিনি অতীতে ফিফা বিশ্বকাপে রেফারির কাজ করেছেন। (ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

গোয়ার দ্বিতীয় মহিলা হিসেবে ফিফা বিশ্বকাপের অংশ হবেন মারিয়া। প্রথমজন হলেন কানাকোনার উভেনা ফার্নান্ডেজ। যিনি অতীতে ফিফা বিশ্বকাপে রেফারির কাজ করেছেন। (ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

3 / 5
সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলেছেন, "ফিফা বিশ্বকাপের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমার স্বপ্ন বাস্তব হয়েছে। আমি নিজের দায়িত্বটা জানি। নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী।" (ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলেছেন, "ফিফা বিশ্বকাপের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমার স্বপ্ন বাস্তব হয়েছে। আমি নিজের দায়িত্বটা জানি। নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী।" (ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

4 / 5
মারিয়া বলেছেন, "একজন মূল্যায়নকারীর কাজ শুধু রেফারির দুর্বল দিকগুলো খুঁজে বের করা নয় বরং রেফারির ভালো দিকগুলোও বেছে নেওয়া। এটা যে কোনো দেশের রেফারিংয়ের মাত্রা উন্নত করতে সাহায্য করে।" বিশ্বাস করেন মারিয়া।(ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

মারিয়া বলেছেন, "একজন মূল্যায়নকারীর কাজ শুধু রেফারির দুর্বল দিকগুলো খুঁজে বের করা নয় বরং রেফারির ভালো দিকগুলোও বেছে নেওয়া। এটা যে কোনো দেশের রেফারিংয়ের মাত্রা উন্নত করতে সাহায্য করে।" বিশ্বাস করেন মারিয়া।(ছবি:মারিয়া রেবেলোর ফেসবুক)

5 / 5
Follow Us: