Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জলেই ছুটবে এই ট্রেন! সাক্ষী থাকবে দার্জিলিং, এবার রেলের যুগান্তকারী পদক্ষেপ

Train: দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল, ২০৩০-এর মধ্য়ে রেলকে কার্বন-মুক্ত করে ফেলা। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একগুচ্ছ ট্রেন চলে প্রতিদিন।

জলেই ছুটবে এই ট্রেন! সাক্ষী থাকবে দার্জিলিং, এবার রেলের যুগান্তকারী পদক্ষেপ
হাইড্রোজেন ট্রেনImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 5:03 PM

নয়া দিল্লি: সম্প্রতি ভারতীয় রেলের বন্দে ভারত বা অমৃত ভারতের মতো ট্রেন সাড়া ফেলে দিয়েছে যাত্রীদের মধ্যে। বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে এবার ভারতীয় রেলের এক যুগান্তকারী পদক্ষেপ। রেল ট্র্যাকে ছুটবে এমন একটি ট্রেন, যার জন্য লাগবে না কোনও ডিজেল, লাগবে না কোনও বিদ্যুৎ। শক্তি জোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেন।

হাইড্রোজেন ট্রেন চালু হতে আর খুব বেশি দেরীও নেই। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল, ২০৩০-এর মধ্য়ে রেলকে কার্বন-মুক্ত করে ফেলা। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একগুচ্ছ ট্রেন চলে প্রতিদিন। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার রুটে যে অজস্র ট্রেন চলে, তার জন্য দূষণও বাড়ে। এবার দূষণ মুক্ত করার লক্ষ্যে একধাপ এগোতেই হাইড্রোজেন ট্রেন চালু করছে রেল।

এই ট্রেনের শক্তি জোগান দেওয়ার মূল উৎসই হল জল। ইলেকট্রিক ইঞ্জিনের বদলে এতে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল। জল আর বাষ্প থেকেই বিদ্যুৎ উপন্ন হবে।

বায়ু দূষণ বন্ধ করতে ভারতীয় রেল ডিজেল ইঞ্জিনের ব্যবহার বন্ধ করতে চাইছে। এর ফলে বাতাসে মিশবে না কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। শুধু তাই নয়, নয়েজ অর্থাৎ ট্রেন থেকে যে শব্দ উৎপন্ন হয়, তার পরিমাণও কম হবে এই হাইড্রোজেন ট্রেনে। অন্তত ৬০ শতাংশ কম শব্দ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে। দেশ জুড়ে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

হরিয়ানার জিন্দ-সোনিপাত রুটে এই ট্রেনের ট্রায়াল রান চলবে। ৯০ কিলোমিটার অতিক্রম করবে ওই ট্রেন। যে সব রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা-সিমলা রেলওয়ে।

এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে যাত্রা অত্যন্ত আরামদায়ক হবে বলেই মনে করছে রেল। জানা গিয়েছে, একবার হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করা হলে ১০০০ কিলোমিটার পর্যন্ত চলবে অনায়াসে। প্রতি ঘণ্টায় ৪০,০০০ লিটার জলের প্রয়োজন হবে এই ট্রেন চলার জন্য।

এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরিতে খরচ হবে ৮০ কোটি টাকা। এছাড়া রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থা করতে হবে। ২০২৫ সালের মধ্যেই ৩৫টি ট্রেন চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!