Bangla News » Photo gallery » Hardik Pandya led team India leave for Dublin for 2 match T20 series against Ireland
IND vs IRE: ডাবলিন রওনা দিল হার্দিক অ্যান্ড কোং, দেখে নিন ছবি…
মিশন আয়ারল্যান্ডের (IND vs IRE) জন্য ডাবলিন রওনা দিলেন হার্দিক পান্ডিয়ারা। ক্যাপ্টেন হার্দিকের নেতৃত্বে জোড়া টি-২০ (T20) ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজে হার্দিকের ডেপুটির দায়িত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার। এবং টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় দেখা যাবে, ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ।
আয়ারল্যান্ড সফরের জন্য দলের সকল সদস্যরা একে একে মুম্বইতে জড়ো হয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ জুন ও ২৮ জুন ডাবলিনে ২টি টি-২০ ম্যাচ খেলবে মেন ইন ব্লু।
1 / 5
যুজবেন্দ্র চাহাল টুইটারে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে একখানা ছবি শেয়ার করে লিখেছেন, "এই আমরা চললাম আয়ারল্যান্ড।"
2 / 5
ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াডে ছিলেন আইপিএলে নজর কাড়া অর্শদীপ সিং। এ বার আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ স্কোয়াডে রয়েছেনও অর্শদীপ। ইন্সটাগ্রাম স্টোরিতে অর্শদীপও শেয়ার করেছেন আয়ারল্যান্ড সফরে যাওয়ার ছবি।
3 / 5
দেশের মাঠে কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াডে ছিলেন নাইটদের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি ভেঙ্কি। আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন তিনি। ইন্সটা স্টোরিতে ব্যাগ ব্যাগেজ নিয়ে তিনিও আয়ারল্যান্ড যাওয়ার ছবি পোস্ট করেছেন।
4 / 5
ভারতের তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়ও ইন্সটাগ্রাম স্টোরিতে আয়ারল্যান্ড যাওয়ার ছবি শেয়ার করেছেন। ঘরের মাঠে কয়েকদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টিতেই খেলেছিলেন ঋতুরাজ। ওই সিরিজে সর্বসাকুল্যে তাঁর সংগ্রহ ৯৬ রান।