Dawki River In Meghalaya: স্বচ্ছতার তকমা পেয়েছে মেঘালয়ের দাওকি! দেখুন ছবিতে

স্বচ্ছতা কাকে বলে, তারই উদাহরণ মেঘালয়ের এই নদী। তারই এক ঝলক দেখুন ছবিতে

1/6
মেঘালয়ের পশ্চিম জয়ন্তী পাহাড়ের কোলে অবস্থিত শহর দাওকি। সেখানেই রয়েছে ভারতের স্বচ্ছ নদী- নাম দাওকি।
মেঘালয়ের পশ্চিম জয়ন্তী পাহাড়ের কোলে অবস্থিত শহর দাওকি। সেখানেই রয়েছে ভারতের স্বচ্ছ নদী- নাম দাওকি।
2/6
সবুজ স্বচ্ছ জল, যেখানে ধরা দেয় মেঘেদের প্রতিচ্ছবি- এমনই একটি জায়গা হল দাওকি নদী। যদিও নদীর নাম উমঙ্গোট, তবুও পর্যটকদের কাছে এটি দাওকি নামেই পরিচিত।
সবুজ স্বচ্ছ জল, যেখানে ধরা দেয় মেঘেদের প্রতিচ্ছবি- এমনই একটি জায়গা হল দাওকি নদী। যদিও নদীর নাম উমঙ্গোট, তবুও পর্যটকদের কাছে এটি দাওকি নামেই পরিচিত।
3/6
দাওকি নদীর অবস্থান মেঘালয়ের জয়ন্তী ও খাসি পাহাড়ে মাঝ বরাবর।  শিলং থেকে বাণিজ্যিক রুট ধরে ১০০ কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন সীমান্ত শহরে।
দাওকি নদীর অবস্থান মেঘালয়ের জয়ন্তী ও খাসি পাহাড়ে মাঝ বরাবর। শিলং থেকে বাণিজ্যিক রুট ধরে ১০০ কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন সীমান্ত শহরে।
4/6
এই নদীতে নৌকা দেখে আপনার দূর থেকে মনে হতেই পারে যেন হাওয়ায় ভাসছে। নৌকার নীচে যে জলের আস্তরণ রয়েছে তা সহজে চোখে পড়ে না। বিশেষত আপনি প্রথমবার ছবিতে দেখলে বুঝতে পারবেন না। স্বচ্ছতা কাকে বলে, তারই উদাহরণ মেঘালয়ের এই নদী।
এই নদীতে নৌকা দেখে আপনার দূর থেকে মনে হতেই পারে যেন হাওয়ায় ভাসছে। নৌকার নীচে যে জলের আস্তরণ রয়েছে তা সহজে চোখে পড়ে না। বিশেষত আপনি প্রথমবার ছবিতে দেখলে বুঝতে পারবেন না। স্বচ্ছতা কাকে বলে, তারই উদাহরণ মেঘালয়ের এই নদী।
5/6
এই নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের মাওলিননং গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলে গেছে বাংলাদের। আর এই মাওলিননং গ্রামও তকমা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের। ২০০৩ সালে এই গ্রামটিকে গডস ওন গার্ডেন হিসাবে অভিহিত করা হয়।
এই নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের মাওলিননং গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলে গেছে বাংলাদের। আর এই মাওলিননং গ্রামও তকমা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের। ২০০৩ সালে এই গ্রামটিকে গডস ওন গার্ডেন হিসাবে অভিহিত করা হয়।
6/6
মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করে পর্যটকেরা। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ যেন বর প্রাপ্ত। সে জলপ্রপাত হোক বা উপজাতিদের তৈরি লিভিং রুট ব্রিজ, মেঘালয়ের এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেখানে গেলে সত্যিই মন ভাল হয়ে যাবে আপনার। মেঘালয়ের এরকমই একটি জায়গা হল দাওকি।
মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করে পর্যটকেরা। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ যেন বর প্রাপ্ত। সে জলপ্রপাত হোক বা উপজাতিদের তৈরি লিভিং রুট ব্রিজ, মেঘালয়ের এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেখানে গেলে সত্যিই মন ভাল হয়ে যাবে আপনার। মেঘালয়ের এরকমই একটি জায়গা হল দাওকি।

Click on your DTH Provider to Add TV9 Bangla