AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cracked Heel Remedy: ফাটা গোড়ালি মসৃণ করতে সস্তার এই তিন ফলই যথেষ্ট

Home remedy: ফাটা গোড়ালি নিয়ে সবার সামনে লজ্জারও শেষ থাকে না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। কিন্তু কর্মব্যস্ত জীবনে স্যাঁলোতে গিয়ে পরিচর্যার সময় সবার হয় না। কিন্তু আপনি কী জানেন বাড়িতে বসেই আপনার ফাটা গোড়ালির সমস্যা সমাধান সম্ভব।

| Updated on: May 24, 2024 | 5:27 PM
Share
শীতকালে গোড়ালি ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু গোড়ালি ফাটার সমস্যা যাঁদের আছে, তাঁদের মধ্যে অনেকেরই এই সমস্যা থাকে সারা বছর।

শীতকালে গোড়ালি ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু গোড়ালি ফাটার সমস্যা যাঁদের আছে, তাঁদের মধ্যে অনেকেরই এই সমস্যা থাকে সারা বছর।

1 / 8
ফাটা গোড়ালি নিয়ে সবার সামনে লজ্জারও শেষ থাকে না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই।

ফাটা গোড়ালি নিয়ে সবার সামনে লজ্জারও শেষ থাকে না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই।

2 / 8
কিন্তু কর্মব্যস্ত জীবনে স্যাঁলোতে গিয়ে পরিচর্যার সময় সবার হয় না। কিন্তু আপনি কী জানেন বাড়িতে বসেই আপনার ফাটা গোড়ালির সমস্যা সমাধান সম্ভব।

কিন্তু কর্মব্যস্ত জীবনে স্যাঁলোতে গিয়ে পরিচর্যার সময় সবার হয় না। কিন্তু আপনি কী জানেন বাড়িতে বসেই আপনার ফাটা গোড়ালির সমস্যা সমাধান সম্ভব।

3 / 8
আমাদের বাড়িতে রোজদিন ব্যবহৃত হয়, এমন কিছু ফল। যা দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব। কলা, লেবু, পেপে, মধু দিয়েই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।

আমাদের বাড়িতে রোজদিন ব্যবহৃত হয়, এমন কিছু ফল। যা দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব। কলা, লেবু, পেপে, মধু দিয়েই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।

4 / 8
বাড়িতে কলা থাকলে তা ভালো করে চটকে নিন। তা লাগিয়ে রাখুন গোড়ালির ফাটা অংশে। কলার খোসা দিয়ে মিনিট পাঁচেক তা ঘষুন। তার পর ধুয়ে ফেলুন। সপ্তাহ কয়েক এই কাজ করুন।

বাড়িতে কলা থাকলে তা ভালো করে চটকে নিন। তা লাগিয়ে রাখুন গোড়ালির ফাটা অংশে। কলার খোসা দিয়ে মিনিট পাঁচেক তা ঘষুন। তার পর ধুয়ে ফেলুন। সপ্তাহ কয়েক এই কাজ করুন।

5 / 8
গোড়ালির ফাটা ত্বক জুড়তে মধুর ব্যবহার করতেই পারেন। মধু এবং গরম জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তার পর আলতো করে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে নিন। মিনিট দশেক পরে ঠান্ডা জলে ধুয়ে নিন।

গোড়ালির ফাটা ত্বক জুড়তে মধুর ব্যবহার করতেই পারেন। মধু এবং গরম জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তার পর আলতো করে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে নিন। মিনিট দশেক পরে ঠান্ডা জলে ধুয়ে নিন।

6 / 8
ফাটা গোড়ালির জন্য পাকা পেঁপে কাজে লাগাতে পারেন। পেঁপে চটকে নিন, গোড়ালির ফাটা জায়গাগুলোয় লাগান। কুড়ি মিনিট রেখে হালকা গরমজলে ধুয়ে নিন। গোড়ালির ফাটা, শুকনো চামড়া, চুলকানি বা লালচেভাব, সবই কমে যাবে।

ফাটা গোড়ালির জন্য পাকা পেঁপে কাজে লাগাতে পারেন। পেঁপে চটকে নিন, গোড়ালির ফাটা জায়গাগুলোয় লাগান। কুড়ি মিনিট রেখে হালকা গরমজলে ধুয়ে নিন। গোড়ালির ফাটা, শুকনো চামড়া, চুলকানি বা লালচেভাব, সবই কমে যাবে।

7 / 8
ফাটা পায়ের ত্বকের মসৃণতা ফেরাতে লেবু আর পেট্রোলিয়াম জেলির প্যাক খুব উপকারী। ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সেটি গোড়ালি ফাটার অংশে নিয়মিত লাগান। সুফল পাবেন।

ফাটা পায়ের ত্বকের মসৃণতা ফেরাতে লেবু আর পেট্রোলিয়াম জেলির প্যাক খুব উপকারী। ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সেটি গোড়ালি ফাটার অংশে নিয়মিত লাগান। সুফল পাবেন।

8 / 8