Photo Gallery: ছোট্ট ঝুপড়ি থেকে আজ ভব্য মন্দিরে, ছবিতে ছবিতে রামলালার ঘরে ফেরার কাহিনি, দেখুন

Ayodhya Ram Mandir: ৩২ বছর আগে, একটি অস্থায়ী ঝুপড়ি মতো মন্দিরে স্থাপন করা হয়েছিল রামলালার মূর্তি। সেখানেই এতদিন ছিলেন রামলালা বিরাজমান। তবে, তারও বহু আগে থেকে তাঁর মন্দিরের প্রতীক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হচ্ছে। কীভাবে ঝুপড়ি থেকে ভব্য মন্দিরে উঠে এলেন রামলালা? দেখুন ছবিতে ছবিতে -

| Updated on: Jan 21, 2024 | 11:57 PM
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই খুলতে চলেছে রাম মন্দিরের দরজা। সকাল থেকেই শুরু হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আচার।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই খুলতে চলেছে রাম মন্দিরের দরজা। সকাল থেকেই শুরু হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আচার।

1 / 8
১৯৫০ সালে ভারতীয় আদালতে প্রথম অযোধ্যার রাম জন্মভূমি বলে দাবি করা জমি নিয়ে মামলা দায়ের করা হয়েছিল।

১৯৫০ সালে ভারতীয় আদালতে প্রথম অযোধ্যার রাম জন্মভূমি বলে দাবি করা জমি নিয়ে মামলা দায়ের করা হয়েছিল।

2 / 8
পরের কয়েক দশক ধরে চলে সেই মামলা। মূল পক্ষ ছিল তিনটি - রামলালা বিরাজমান, নির্মোহী আখড়া এবং উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড

পরের কয়েক দশক ধরে চলে সেই মামলা। মূল পক্ষ ছিল তিনটি - রামলালা বিরাজমান, নির্মোহী আখড়া এবং উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড

3 / 8
তবে, আরএসএস-এর মতে, ১৯৯১ সালে দিল্লি বোট ক্লাবে ভিএইচপি-র বিশাল সমাবেশ থেকেই গতি পেয়েছিল রাম মন্দির আন্দোলন। যে সমাবেসে দর্শকের আসনে ছিলেন নরেন্দ্র মোদীও।

তবে, আরএসএস-এর মতে, ১৯৯১ সালে দিল্লি বোট ক্লাবে ভিএইচপি-র বিশাল সমাবেশ থেকেই গতি পেয়েছিল রাম মন্দির আন্দোলন। যে সমাবেসে দর্শকের আসনে ছিলেন নরেন্দ্র মোদীও।

4 / 8
৩২ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, প্রায় ১৫০০০ করসেবক নিয়ে রাম মন্দিরের দাবিতে রথযাত্রা শুরু করেছিল বিজেপি এবং বিশ্বহিন্দু পরিষদ। একটি অস্থায়ী ঝুপড়ি মতো মন্দিরে স্থাপন করা হয়েছিল রামলালার মূর্তি।

৩২ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, প্রায় ১৫০০০ করসেবক নিয়ে রাম মন্দিরের দাবিতে রথযাত্রা শুরু করেছিল বিজেপি এবং বিশ্বহিন্দু পরিষদ। একটি অস্থায়ী ঝুপড়ি মতো মন্দিরে স্থাপন করা হয়েছিল রামলালার মূর্তি।

5 / 8
অবশেষে ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির মালিকানা দেওয়া হয় রামলালা বিরাজমানকে।

অবশেষে ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির মালিকানা দেওয়া হয় রামলালা বিরাজমানকে।

6 / 8
২০২০ সালের ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২০ সালের ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7 / 8
আর এবার, ২২ জানুয়ারি, ভব্য রাম মন্দিরে উপবিষ্ট হবেন রামলালা বিরাজমান।

আর এবার, ২২ জানুয়ারি, ভব্য রাম মন্দিরে উপবিষ্ট হবেন রামলালা বিরাজমান।

8 / 8
Follow Us: