Vastu Tips: ঘরে দেবী লক্ষ্মীকে আটকে রাখতে চান? আজই ঠাকুরঘরে রাখুন এই ৫ জিনিস, সারাজীবন কোনও অভাব থাকবে না

Vastusashtra: কথিত আছে, এক জায়গায় স্থির থাকেন না দেবী লক্ষ্মী। কিন্তু বাস্তু নিয়ম মেনে চললে সংসারেও স্থায়ীভাবে বসবাস করেন দেবী লক্ষ্মীও। ধনলক্ষ্মীর আশীর্বাদে কোনও কিছুরই অভাব থাকবে না আপনার। বহু পরিশ্রমের পরেও যদি প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক না পান, তাহলে বুঝে হবে আপনার উপর লক্ষ্মীদেবী সদয় নন।

| Edited By: | Updated on: May 25, 2024 | 2:35 PM
বাস্তু নিয়ম মেনে যেমন ফ্ল্যাটের প্রতিটি জিনিস রাখার চেষ্টা করছেন, তেমনি ঠাকুরঘরেও বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত। ঠাকুরঘরের বাস্তুনিয়ম মেনে চললে সংসারে যেমন শ্রীবৃদ্ধি ঘটে, তেমনি দেবদেবীর আশীর্বাদ সারাজীবনের জন্যও বজায় থাকে।

বাস্তু নিয়ম মেনে যেমন ফ্ল্যাটের প্রতিটি জিনিস রাখার চেষ্টা করছেন, তেমনি ঠাকুরঘরেও বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত। ঠাকুরঘরের বাস্তুনিয়ম মেনে চললে সংসারে যেমন শ্রীবৃদ্ধি ঘটে, তেমনি দেবদেবীর আশীর্বাদ সারাজীবনের জন্যও বজায় থাকে।

1 / 8
কথিত আছে, এক জায়গায় স্থির থাকেন না দেবী লক্ষ্মী। কিন্তু বাস্তু নিয়ম মেনে চললে সংসারেও স্থায়ীভাবে বসবাস করেন দেবী লক্ষ্মীও। ধনলক্ষ্মীর আশীর্বাদে কোনও কিছুরই অভাব থাকবে না আপনার।

কথিত আছে, এক জায়গায় স্থির থাকেন না দেবী লক্ষ্মী। কিন্তু বাস্তু নিয়ম মেনে চললে সংসারেও স্থায়ীভাবে বসবাস করেন দেবী লক্ষ্মীও। ধনলক্ষ্মীর আশীর্বাদে কোনও কিছুরই অভাব থাকবে না আপনার।

2 / 8
বহু পরিশ্রমের পরেও যদি প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক না পান, তাহলে বুঝে হবে আপনার উপর লক্ষ্মীদেবী সদয় নন। তাই বাস্তু অনুসারে, বাড়িতে যদি এই ৫টি জিনিস নিয়ে আসেন, তাহলে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করবেন। 

বহু পরিশ্রমের পরেও যদি প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক না পান, তাহলে বুঝে হবে আপনার উপর লক্ষ্মীদেবী সদয় নন। তাই বাস্তু অনুসারে, বাড়িতে যদি এই ৫টি জিনিস নিয়ে আসেন, তাহলে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করবেন। 

3 / 8
যদি আপনার জীবনে আর্থিক সমস্যা বার বার ঘটতেই থাকে, তাহলে আজই নারকেল বাড়িতে এনে ঠাকুরঘরে রেখে দিন। তাতে জীবন থেকে দূর হয়ে যাবে আর্থিক সমস্যা। বাড়িতে বসবাস করবেন ধনলক্ষ্মী। 

যদি আপনার জীবনে আর্থিক সমস্যা বার বার ঘটতেই থাকে, তাহলে আজই নারকেল বাড়িতে এনে ঠাকুরঘরে রেখে দিন। তাতে জীবন থেকে দূর হয়ে যাবে আর্থিক সমস্যা। বাড়িতে বসবাস করবেন ধনলক্ষ্মী। 

4 / 8
দেবী লক্ষ্মী ও কুবের উভয়কেই সম্পদের দেবী ও দেবতা বলে মনে করা হয়। যদি সারাজীবন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে ঘরে কুবেরের মূর্তি বা ছবি রাখতে পারেন। তাতে লক্ষ্মীর অধিবাস বজায় থাকবে।

দেবী লক্ষ্মী ও কুবের উভয়কেই সম্পদের দেবী ও দেবতা বলে মনে করা হয়। যদি সারাজীবন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে ঘরে কুবেরের মূর্তি বা ছবি রাখতে পারেন। তাতে লক্ষ্মীর অধিবাস বজায় থাকবে।

5 / 8
ঠাকুরঘরের একটি রৌপ্য মুদ্রা রাখলে দেবী লক্ষ্মীও বাড়ির দিকে আকৃষ্ট হন বলে মনে করা হয়। ঠাকুরঘরের একটি রৌপ্য মুদ্রা রাখুন ও প্রতিদিন তার উপর লাল তিলক দিয়ে দেবী লক্ষ্মীর আগমনের মন্ত্রটি জপ করুন - ওম শ্রী হ্রীম ক্লীম শ্রী সিদ্ধ লক্ষ্মায়ায় নমঃ। সারাবছরের জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে।

ঠাকুরঘরের একটি রৌপ্য মুদ্রা রাখলে দেবী লক্ষ্মীও বাড়ির দিকে আকৃষ্ট হন বলে মনে করা হয়। ঠাকুরঘরের একটি রৌপ্য মুদ্রা রাখুন ও প্রতিদিন তার উপর লাল তিলক দিয়ে দেবী লক্ষ্মীর আগমনের মন্ত্রটি জপ করুন - ওম শ্রী হ্রীম ক্লীম শ্রী সিদ্ধ লক্ষ্মায়ায় নমঃ। সারাবছরের জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে।

6 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে, ধাতুর কচ্ছপ অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও জড়িত। বিশ্বাস করা হয়, বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান রাখতে হলে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয়, তাই ধাতুর তৈরি কচ্ছপ অবশ্যই বাড়ির উত্তর দিকে রাখতে হবে।

বাস্তুশাস্ত্র অনুসারে, ধাতুর কচ্ছপ অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও জড়িত। বিশ্বাস করা হয়, বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান রাখতে হলে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয়, তাই ধাতুর তৈরি কচ্ছপ অবশ্যই বাড়ির উত্তর দিকে রাখতে হবে।

7 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে, স্ফটিক বা অন্য কোনও ধাতু দিয়ে তৈরি একটি পিরামিড আর্থিক সক্ষমতার সঙ্গেও যুক্ত। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে আজই বাড়িতে একটি ক্রিস্টাল পিরামিড কিনে রাখতে পারেন। তাতে ঘরে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে।

বাস্তুশাস্ত্র অনুসারে, স্ফটিক বা অন্য কোনও ধাতু দিয়ে তৈরি একটি পিরামিড আর্থিক সক্ষমতার সঙ্গেও যুক্ত। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে আজই বাড়িতে একটি ক্রিস্টাল পিরামিড কিনে রাখতে পারেন। তাতে ঘরে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...