Kali Puja 2024: একই অঙ্গে দুই রূপ! কীভাবে জন্ম কৃষ্ণকালীর?

Kali Puja 2024: রাধা-কৃষ্ণের প্রেমে চিরকালীন সবচেয়ে বড় বাধা ছিলেন জটিলা-কুটিলাই। তাই কৃষ্ণকে দেখলেই তাঁকে শাস্তি দিতেন, খারাপ কথা বলতেন। কথিত এক দিন আয়ান ঘোষ হাটে গরু কিনতে গিয়েছিলেন।

| Updated on: Oct 29, 2024 | 8:06 PM
তিনি চতুর্ভূজা, তিনি শ্যামবর্ণা, তাঁর দুই হাতে রয়েছে বাঁশি, অপর এক হাত আছে খড়্গ। গলায় মুণ্ডমালা। গোপিনী পরিবেষ্টিত নানা অলঙ্কারে সুসজ্জিত তিনি। তাঁর একই অঙ্গে দুই রূপ, কৃষ্ণ এবং কালী। তাই তিনি পরিচিত কৃষ্ণকালী রূপে। কিন্তু কোথা থেকে এল তাঁর এই রূপ? কী ভাবে একই অঙ্গে মিলে মিশে গেল শাক্ত আর বৈষ্ণব? কী বলছে পুরাণ?

তিনি চতুর্ভূজা, তিনি শ্যামবর্ণা, তাঁর দুই হাতে রয়েছে বাঁশি, অপর এক হাত আছে খড়্গ। গলায় মুণ্ডমালা। গোপিনী পরিবেষ্টিত নানা অলঙ্কারে সুসজ্জিত তিনি। তাঁর একই অঙ্গে দুই রূপ, কৃষ্ণ এবং কালী। তাই তিনি পরিচিত কৃষ্ণকালী রূপে। কিন্তু কোথা থেকে এল তাঁর এই রূপ? কী ভাবে একই অঙ্গে মিলে মিশে গেল শাক্ত আর বৈষ্ণব? কী বলছে পুরাণ?

1 / 8
সময়টা ছিল দ্বাপর যুগ। সংসারে অধর্মের নাশ করে ধর্মের ধ্বজা পুনরায় ওড়াতে বিশ্ব সংসারে জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। সবাই জানেন শ্রীকৃষ্ণ ও রাধা প্রেম চিরকালীন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। রাধারানি ছিলেন বিবাহিত। তাঁর স্বামী হলেন আয়ান ঘোষ। রাধার মা ও বোন ছিলেন জটিলা এবং কুটিলা।

সময়টা ছিল দ্বাপর যুগ। সংসারে অধর্মের নাশ করে ধর্মের ধ্বজা পুনরায় ওড়াতে বিশ্ব সংসারে জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। সবাই জানেন শ্রীকৃষ্ণ ও রাধা প্রেম চিরকালীন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। রাধারানি ছিলেন বিবাহিত। তাঁর স্বামী হলেন আয়ান ঘোষ। রাধার মা ও বোন ছিলেন জটিলা এবং কুটিলা।

2 / 8
তবে রাধা-কৃষ্ণের প্রেমে চিরকালীন সবচেয়ে বড় বাধা ছিলেন জটিলা-কুটিলাই। তাই কৃষ্ণকে দেখলেই তাঁকে শাস্তি দিতেন, খারাপ কথা বলতেন। কথিত এক দিন আয়ান ঘোষ হাটে গরু কিনতে গিয়েছিলেন। একটি সুন্দর গরু বাছাই করে তা কেনার জন্য নির্দিষ্ট মূল্যের মুদ্রা নিতে বাড়ির পথ ধরেন আয়ান।

তবে রাধা-কৃষ্ণের প্রেমে চিরকালীন সবচেয়ে বড় বাধা ছিলেন জটিলা-কুটিলাই। তাই কৃষ্ণকে দেখলেই তাঁকে শাস্তি দিতেন, খারাপ কথা বলতেন। কথিত এক দিন আয়ান ঘোষ হাটে গরু কিনতে গিয়েছিলেন। একটি সুন্দর গরু বাছাই করে তা কেনার জন্য নির্দিষ্ট মূল্যের মুদ্রা নিতে বাড়ির পথ ধরেন আয়ান।

3 / 8
এদিকে ততক্ষণে ছলনাকময়ী কৃষ্ণ খবর ছড়িয়ে দিয়েছেন যে তিনিই নাকি আজ আয়ান ঘোষের বেশ ধরে রাধার সঙ্গে দেখা করতে আসবেন। এই কথাই শুনেই রেগে আগুন হয়ে জটিলা-কুটিলা লাঠি নিয়ে গিয়ে অপেক্ষা করতে থাকেন কৃষ্ণের। আয়ান ঘোষ গরু কেনার টাকা নিতে এলে তাঁকেই কৃষ্ণ ভেবে ভুল করেন জটিলারা।

এদিকে ততক্ষণে ছলনাকময়ী কৃষ্ণ খবর ছড়িয়ে দিয়েছেন যে তিনিই নাকি আজ আয়ান ঘোষের বেশ ধরে রাধার সঙ্গে দেখা করতে আসবেন। এই কথাই শুনেই রেগে আগুন হয়ে জটিলা-কুটিলা লাঠি নিয়ে গিয়ে অপেক্ষা করতে থাকেন কৃষ্ণের। আয়ান ঘোষ গরু কেনার টাকা নিতে এলে তাঁকেই কৃষ্ণ ভেবে ভুল করেন জটিলারা।

4 / 8
অগত্যা পালিয়ে যান আয়ান। এর পর আয়া নের ছদ্মবেশে আসেন শ্রীকৃষ্ণ। তাঁকে দেখে সত্যি আয়ান ঘোষ ভেবে সব কথা জানান জটিলা-কুটিলা। কৃষ্ণ তখন বলেন, রাধারানির মঙ্গলদেবীর পুজো করা প্রয়োজন। তাই তাঁর উপবাস করে রাতে মন্দিরে যাওয়া উচিত এবং সারা রাত পুজো করা উচিত। জটিলা-কুটিলা সেই মতো রাধারানিকে রাতভর প্রার্থনা করার জন্য মঙ্গলদেবী মন্দিরে পাঠান।

অগত্যা পালিয়ে যান আয়ান। এর পর আয়া নের ছদ্মবেশে আসেন শ্রীকৃষ্ণ। তাঁকে দেখে সত্যি আয়ান ঘোষ ভেবে সব কথা জানান জটিলা-কুটিলা। কৃষ্ণ তখন বলেন, রাধারানির মঙ্গলদেবীর পুজো করা প্রয়োজন। তাই তাঁর উপবাস করে রাতে মন্দিরে যাওয়া উচিত এবং সারা রাত পুজো করা উচিত। জটিলা-কুটিলা সেই মতো রাধারানিকে রাতভর প্রার্থনা করার জন্য মঙ্গলদেবী মন্দিরে পাঠান।

5 / 8
এদিকে রাত বাড়লে ঘরে ফিরে আসেন আসল আয়ান ঘোষ। জটিলা-কুটিলা এতক্ষণে তাঁদের ভুল বুঝতে পারেন। ভুল বুঝেই তাঁরা আয়ান ঘোষকে জঙ্গলে গিয়ে দেখার নির্দেশ দেন। রাধার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত ছিলেন আয়ান। কারণ তিনি জানতেন রাধা স্বয়ং মা লক্ষ্মীর প্রতিভূ। গত জন্মের কঠোর সাধনার ফল হিসাবেই তাঁকে এই জন্মে পত্নী রূপে পেয়েছেন আয়ান। কিন্তু জটিলা-কুটিলার কথায় জঙ্গলে আসেন তিনি।

এদিকে রাত বাড়লে ঘরে ফিরে আসেন আসল আয়ান ঘোষ। জটিলা-কুটিলা এতক্ষণে তাঁদের ভুল বুঝতে পারেন। ভুল বুঝেই তাঁরা আয়ান ঘোষকে জঙ্গলে গিয়ে দেখার নির্দেশ দেন। রাধার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত ছিলেন আয়ান। কারণ তিনি জানতেন রাধা স্বয়ং মা লক্ষ্মীর প্রতিভূ। গত জন্মের কঠোর সাধনার ফল হিসাবেই তাঁকে এই জন্মে পত্নী রূপে পেয়েছেন আয়ান। কিন্তু জটিলা-কুটিলার কথায় জঙ্গলে আসেন তিনি।

6 / 8
রাধারানি এই সব ঘটনা না জানলেও, অজ্ঞান ছিলেন না কৃষ্ণ। তিনি রাধাকে ফুল নিয়ে এসে তাঁকে নিবেদন করতে বলেন। রাধা যখন ফুল কৃষ্ণের পায়ে নিবেদন করেন, তখনই উপস্থিত হন আয়ান।

রাধারানি এই সব ঘটনা না জানলেও, অজ্ঞান ছিলেন না কৃষ্ণ। তিনি রাধাকে ফুল নিয়ে এসে তাঁকে নিবেদন করতে বলেন। রাধা যখন ফুল কৃষ্ণের পায়ে নিবেদন করেন, তখনই উপস্থিত হন আয়ান।

7 / 8
আয়ান দেখেন রাধা সত্যিই দেবী আরাধনায় ব্যস্ত। আর তাঁর সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ মহামায়া, মা কালী। স্বয়ং আদ্যাশক্তি তাঁর সামনে আবির্ভূতা। আর তাঁর পায়ে ফুলের অর্ঘ্য অর্পণ করছেন স্ত্রী রাধিকা। আসলে মায়ার বশেই কৃষ্ণ হয়ে ওঠেন কালী। সারা দেশের মায়ের এমন রূপের পুজো হয় বহু স্থানেই।

আয়ান দেখেন রাধা সত্যিই দেবী আরাধনায় ব্যস্ত। আর তাঁর সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ মহামায়া, মা কালী। স্বয়ং আদ্যাশক্তি তাঁর সামনে আবির্ভূতা। আর তাঁর পায়ে ফুলের অর্ঘ্য অর্পণ করছেন স্ত্রী রাধিকা। আসলে মায়ার বশেই কৃষ্ণ হয়ে ওঠেন কালী। সারা দেশের মায়ের এমন রূপের পুজো হয় বহু স্থানেই।

8 / 8
Follow Us: