Kitchen Tips: সাদা চায়ের কাপে বিচ্ছিড়ি দাগ? বাসন মাজার সময় এই টোটকা কাজে লাগান

Dish Washing Tips: চা-কফির কাপে যদি লালচে দাগ লেগে থাকে, তা মোটেও ভাল দেখায় না। প্রতিদিন ব্যবহারের কারণে চায়ের কাপে বিচ্ছিড়ি দাগ তৈরি হয়। হাজার ঘষা-মাজার পরও সেই দাগ যেতে চায় না। দাগযুক্ত কাপে অতিথিদের চা-কফি দেওয়া যায় না।

| Edited By: | Updated on: Aug 17, 2023 | 5:03 PM
বেশিরভাগ মানুষের দিন শুরু হয় চা-কফি দিয়ে। শুধু মর্নিং টি নয়, দিনে প্রায় দু-তিনবার চা-কফি খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু চায়ের কাপ মাজার অভ্যাস রয়েছে কি?

বেশিরভাগ মানুষের দিন শুরু হয় চা-কফি দিয়ে। শুধু মর্নিং টি নয়, দিনে প্রায় দু-তিনবার চা-কফি খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু চায়ের কাপ মাজার অভ্যাস রয়েছে কি?

1 / 8
আপনি দিনে যতবার চা-কফি খাবেন, ততবার বানাতেও হবে এবং বাসনও পড়বে। কিন্তু চা-কফির কাপে যদি লালচে দাগ লেগে থাকে, তা মোটেও ভাল দেখায় না।

আপনি দিনে যতবার চা-কফি খাবেন, ততবার বানাতেও হবে এবং বাসনও পড়বে। কিন্তু চা-কফির কাপে যদি লালচে দাগ লেগে থাকে, তা মোটেও ভাল দেখায় না।

2 / 8
প্রতিদিন ব্যবহারের কারণে চায়ের কাপে বিচ্ছিড়ি দাগ তৈরি হয়। হাজার ঘষা-মাজার পরও সেই দাগ যেতে চায় না। দাগযুক্ত কাপে অতিথিদের চা-কফি দেওয়া যায় না। তাই সেই কাপ বাতিল করে দিতে হয়।

প্রতিদিন ব্যবহারের কারণে চায়ের কাপে বিচ্ছিড়ি দাগ তৈরি হয়। হাজার ঘষা-মাজার পরও সেই দাগ যেতে চায় না। দাগযুক্ত কাপে অতিথিদের চা-কফি দেওয়া যায় না। তাই সেই কাপ বাতিল করে দিতে হয়।

3 / 8
প্রথম থেকে আপনি যদি যত্ন সহকারে চায়ের কাপ মাজেন, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। চা-কফির কাপ ১৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। গরম জলে বাসন মাজার তরল সাবানও মেশাবেন। এভাবে বাসন মাজলে ভবিষ্যতে চায়ের কাপ দাগ পড়বে না। 

প্রথম থেকে আপনি যদি যত্ন সহকারে চায়ের কাপ মাজেন, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। চা-কফির কাপ ১৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। গরম জলে বাসন মাজার তরল সাবানও মেশাবেন। এভাবে বাসন মাজলে ভবিষ্যতে চায়ের কাপ দাগ পড়বে না। 

4 / 8
কাপ, মগ পরিষ্কার করতে ভিনিগারের সাহায্য নিন। জলের সঙ্গে ১ চামচ ভিনিগার মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ভিনিগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো মেজে নিন। কোনও দাগ তৈরি হবে না।

কাপ, মগ পরিষ্কার করতে ভিনিগারের সাহায্য নিন। জলের সঙ্গে ১ চামচ ভিনিগার মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ভিনিগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো মেজে নিন। কোনও দাগ তৈরি হবে না।

5 / 8
বাসন মাজার তরল সাবানে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চায়ের কাপে লাগিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। তারপর স্পঞ্জ দিয়ে ঘষে নিন। চা-কফি জেদি দাগ কাপ থেকে উঠে যাবে। 

বাসন মাজার তরল সাবানে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চায়ের কাপে লাগিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। তারপর স্পঞ্জ দিয়ে ঘষে নিন। চা-কফি জেদি দাগ কাপ থেকে উঠে যাবে। 

6 / 8
কাপ, মগ থেকে চা-কফির দাগ দূর করতে সক্ষম বেকিং সোডা। লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এবার এটি কাপে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। তারপর ঘষে ধুয়ে ফেলুন।

কাপ, মগ থেকে চা-কফির দাগ দূর করতে সক্ষম বেকিং সোডা। লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এবার এটি কাপে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। তারপর ঘষে ধুয়ে ফেলুন।

7 / 8
কাপ থেকে চা-কফির দাগ তুলতে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্য নিতে পারেন। কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে কাপ মেজে নিন। কয়েক মিনিট রেখে কাপ ধুয়ে ফেলুন। সমস্ত দাগ উঠে যাবে। 

কাপ থেকে চা-কফির দাগ তুলতে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্য নিতে পারেন। কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে কাপ মেজে নিন। কয়েক মিনিট রেখে কাপ ধুয়ে ফেলুন। সমস্ত দাগ উঠে যাবে। 

8 / 8
Follow Us: