Dish Washing Tips: প্রতিদিন মাজার পরও টিফিন বক্স ও জলের বোতল বিশ্রী গন্ধ ছাড়ছে? রইল ৫ টিপস

Kitchen Tips: টিফিন বাক্স প্রতিদিন ধুলেও বোতল রোজ পরিষ্কার করা হয় না। কিন্তু তার পরেও টিফিন বাক্স থেকে দুর্গন্ধ ছাড়ে। আর মুখ দিয়ে বোতলে জল খেলেও গন্ধ ছাড়ে। আবার রোজ পরিষ্কার না করার জন্যও বোতলে গন্ধ ছাড়ে।

| Edited By: | Updated on: May 10, 2023 | 1:54 PM
টিফিন আর জলের বোতল ছাড়া সন্তানকে স্কুল পাঠান না। বরের অফিসেও যায় টিফিনের বড় বাক্স। এমনকী বেঁচে যাওয়া খাবার বা আদা-রসুন বেটে তুলে রাখেন ফিটিন বাক্সে। আর জল ধরে রাখতে জলের বোতলই ভরসা। কিন্তু এই জলের বোতল ও টিফিন বাক্সের সঠিক খেয়াল রাখেন তো?

টিফিন আর জলের বোতল ছাড়া সন্তানকে স্কুল পাঠান না। বরের অফিসেও যায় টিফিনের বড় বাক্স। এমনকী বেঁচে যাওয়া খাবার বা আদা-রসুন বেটে তুলে রাখেন ফিটিন বাক্সে। আর জল ধরে রাখতে জলের বোতলই ভরসা। কিন্তু এই জলের বোতল ও টিফিন বাক্সের সঠিক খেয়াল রাখেন তো?

1 / 8
টিফিন বাক্স প্রতিদিন ধুলেও বোতল রোজ পরিষ্কার করা হয় না। কিন্তু তার পরেও টিফিন বাক্স থেকে দুর্গন্ধ ছাড়ে। আর মুখ দিয়ে বোতলে জল খেলেও গন্ধ ছাড়ে। আবার রোজ পরিষ্কার না করার জন্যও বোতলে গন্ধ ছাড়ে।

টিফিন বাক্স প্রতিদিন ধুলেও বোতল রোজ পরিষ্কার করা হয় না। কিন্তু তার পরেও টিফিন বাক্স থেকে দুর্গন্ধ ছাড়ে। আর মুখ দিয়ে বোতলে জল খেলেও গন্ধ ছাড়ে। আবার রোজ পরিষ্কার না করার জন্যও বোতলে গন্ধ ছাড়ে।

2 / 8
প্রথমত আপনাকে প্রতিদিন বোতল ও টিফিন বাক্স পরিষ্কার করতে হবে। লিক্যুইড সাবান দিয়ে বোতল ও টিফিন বাক্স ধোয়ার পরও যদি গন্ধ না যায়, তাহলে কাজে লাগান সহজ টোটকা।

প্রথমত আপনাকে প্রতিদিন বোতল ও টিফিন বাক্স পরিষ্কার করতে হবে। লিক্যুইড সাবান দিয়ে বোতল ও টিফিন বাক্স ধোয়ার পরও যদি গন্ধ না যায়, তাহলে কাজে লাগান সহজ টোটকা।

3 / 8
বোতল ও টিফিন বাক্স ধুতে লেবুর খোসা ব্যবহার করুন। একটি পাত্রে জল গরম বসান। এর মধ্যে লেবুর খোসা ফেলে দিন। প্রয়োজনে এতে লিক্যুইড সাবান মিশিয়ে দিন। এই মিশ্রণটা দিয়ে আপনি বোতল ও টিফিন বাক্স ধুয়ে নিতে পারেন।

বোতল ও টিফিন বাক্স ধুতে লেবুর খোসা ব্যবহার করুন। একটি পাত্রে জল গরম বসান। এর মধ্যে লেবুর খোসা ফেলে দিন। প্রয়োজনে এতে লিক্যুইড সাবান মিশিয়ে দিন। এই মিশ্রণটা দিয়ে আপনি বোতল ও টিফিন বাক্স ধুয়ে নিতে পারেন।

4 / 8
বোতল ও টিফিন বাক্স ধোয়ার পর তার মধ্যে নুন ও আলু কেটে রেখে দিন। আলু দুর্গন্ধ দূর করে দেবে। আলু ও নুন দিয়ে একটু টিফিন বক্স ঘষে নেবেন। ১৫-২০ মিনিট পর টিফিন বক্স ধুয়ে নিন। সব গন্ধ দূর হয়ে যাবে।

বোতল ও টিফিন বাক্স ধোয়ার পর তার মধ্যে নুন ও আলু কেটে রেখে দিন। আলু দুর্গন্ধ দূর করে দেবে। আলু ও নুন দিয়ে একটু টিফিন বক্স ঘষে নেবেন। ১৫-২০ মিনিট পর টিফিন বক্স ধুয়ে নিন। সব গন্ধ দূর হয়ে যাবে।

5 / 8
একটি পাত্রে জল গরম বসান। জল ফুটে উঠলে এর জন্য দারুচিনির কাঠি ফেলে দিন। এর জলে দিয়ে টিফিন বক্স এবং বোতল পরিষ্কার করে নিন। এতে সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

একটি পাত্রে জল গরম বসান। জল ফুটে উঠলে এর জন্য দারুচিনির কাঠি ফেলে দিন। এর জলে দিয়ে টিফিন বক্স এবং বোতল পরিষ্কার করে নিন। এতে সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

6 / 8
লিক্যুইড সাবানের বদলে ভিনিগার দিয়ে বোতল ও টিফিন বক্স পরিষ্কার করতে পারেন। বোতল ও টিফিন বক্সে সমপরিমাণ জল এবং ভিনিগার মিশিয়ে রেখে দিন। সারারাত রাখার পর ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

লিক্যুইড সাবানের বদলে ভিনিগার দিয়ে বোতল ও টিফিন বক্স পরিষ্কার করতে পারেন। বোতল ও টিফিন বক্সে সমপরিমাণ জল এবং ভিনিগার মিশিয়ে রেখে দিন। সারারাত রাখার পর ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

7 / 8
বোতল ও টিফিন বক্স পরিষ্কার করার পর এগুলো মুখ বন্ধ করে রাখবেন না। পাঁচ-ছ’ঘণ্টা টিফিন বক্স ও বোতলের মুখ খোলা রাখলে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

বোতল ও টিফিন বক্স পরিষ্কার করার পর এগুলো মুখ বন্ধ করে রাখবেন না। পাঁচ-ছ’ঘণ্টা টিফিন বক্স ও বোতলের মুখ খোলা রাখলে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

8 / 8
Follow Us: