AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Multani Mitti: এই ৬ উপায়ে মুলতানি মাটি মাখলে ত্বকের জেল্লা ফিরবে পুজোর আগেই

Homemade Face Mask: রূপচর্চার দুনিয়ায় আজও মুলতানি মাটির গুরুত্ব কমেনি। মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয়। ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়। ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য নিন।

| Edited By: | Updated on: Oct 02, 2023 | 2:43 PM
Share
আগেকার দিনে মা-ঠাকুমারা ঘরোয়া টোটকার উপর ভরসা রেখেই ত্বকের যত্ন নিতেন। সেখানে প্রাধান্য পেত প্রাকৃতিক উপাদান। আর সবচেয়ে বেশি ব্যবহার করা হত মুলতানি মাটি। তবে, রূপচর্চার দুনিয়ায় আজও মুলতানি মাটির গুরুত্ব কমেনি।

আগেকার দিনে মা-ঠাকুমারা ঘরোয়া টোটকার উপর ভরসা রেখেই ত্বকের যত্ন নিতেন। সেখানে প্রাধান্য পেত প্রাকৃতিক উপাদান। আর সবচেয়ে বেশি ব্যবহার করা হত মুলতানি মাটি। তবে, রূপচর্চার দুনিয়ায় আজও মুলতানি মাটির গুরুত্ব কমেনি।

1 / 8
মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয়। ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়। ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য নিন।

মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয়। ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়। ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য নিন।

2 / 8
মুলতানি মাটির ফেসমাস্ক সবচেয়ে বেশি কার্যকর। এক চামচ মুলতানি মাটির সঙ্গে অল্প হলুদ গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেসমাস্ক মাখুন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে পাবেন গ্লোয়িং ত্বক। 

মুলতানি মাটির ফেসমাস্ক সবচেয়ে বেশি কার্যকর। এক চামচ মুলতানি মাটির সঙ্গে অল্প হলুদ গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেসমাস্ক মাখুন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে পাবেন গ্লোয়িং ত্বক। 

3 / 8
ব্রণর সমস্যায় কাজে আসতে পারে মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো ও কয়েক ফোঁটা ট্রি টি অয়েল মিশিয়ে ব্রণর উপর লাগান। দেখবেন দু'দিনের মধ্যে আপনি ব্রণহীন ত্বক পেয়ে গিয়েছেন।

ব্রণর সমস্যায় কাজে আসতে পারে মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো ও কয়েক ফোঁটা ট্রি টি অয়েল মিশিয়ে ব্রণর উপর লাগান। দেখবেন দু'দিনের মধ্যে আপনি ব্রণহীন ত্বক পেয়ে গিয়েছেন।

4 / 8
সামনেই পুজো। তার আগে হাত-পা থেকে ট্যান তুলতে মুলতানি মাটিকে কাজে লাগান। শসার রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের উপর লাগান। এই মাস্ক ত্বকে কুলিং এফেক্ট এনে দেয় এবং রোদে পোড়া ক্ষত সারিয়ে তোলে। 

সামনেই পুজো। তার আগে হাত-পা থেকে ট্যান তুলতে মুলতানি মাটিকে কাজে লাগান। শসার রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের উপর লাগান। এই মাস্ক ত্বকে কুলিং এফেক্ট এনে দেয় এবং রোদে পোড়া ক্ষত সারিয়ে তোলে। 

5 / 8
মুলতানি মাটি ব্যবহার করলে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষও পরিষ্কার হয়ে যায়। তবে, এক্ষেত্রে ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন। 

মুলতানি মাটি ব্যবহার করলে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষও পরিষ্কার হয়ে যায়। তবে, এক্ষেত্রে ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন। 

6 / 8
চোখের চারপাশের কালো ছোপ দূর করুন পুজোর আগেই। মুলতানি মাটির সঙ্গে হলুদ ও টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান। এই মাস্ক ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেবে।

চোখের চারপাশের কালো ছোপ দূর করুন পুজোর আগেই। মুলতানি মাটির সঙ্গে হলুদ ও টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান। এই মাস্ক ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেবে।

7 / 8
মুলতানি মাটি ব্রণ, দাগছোপ, অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার পাশাপাশি ত্বকের বার্ধক্যকেও দূরে রাখে। কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু একসঙ্গে ব্লেন্ড করে মুখে মাখুন। এটি আপনার ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে। 

মুলতানি মাটি ব্রণ, দাগছোপ, অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার পাশাপাশি ত্বকের বার্ধক্যকেও দূরে রাখে। কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু একসঙ্গে ব্লেন্ড করে মুখে মাখুন। এটি আপনার ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে। 

8 / 8