Budget Friendly Gift Ideas: কম বাজেটে পুজোর উপহার! পকেট বুঝে কাকে কী দেবেন, জেনে নিন এখনই

Budget Friendly Gift Ideas: তবে উপহার দিতে গিয়ে নিজের সব উজার ক্রে দেওয়ার কিন্তু মানে হয় না। মনে রাখবেন আপনার খারাপ সময়ের জন্য সঞ্চয়টাও জরুরি। বাজেটের মধ্যে কাকে কী উপহার দেবেন? ধারণা না থাকলে এখানেই রইল সেই টিপস।

| Edited By: | Updated on: Sep 20, 2024 | 12:51 PM
পুজো এসে গিয়েছে। সুতরাং আত্মীয়স্বজন থেকে প্রেমিক-প্রেমিকা, ভাইঝি-ভাইপো সবাইকেই উপহার দিতে হবে। আর সেই করতে গিয়ে পকেটের হাল বেহাল। সবাইকে উপহার দেওয়া তো আর মুখের কথা নয়। তবে উপহার দিতে গিয়ে নিজের সব উজার করে দেওয়ার কিন্তু মানে হয় না। মনে রাখবেন আপনার খারাপ সময়ের জন্য সঞ্চয়টাও জরুরি। বাজেটের মধ্যে কাকে কী উপহার দেবেন? ধারণা না থাকলে এখানেই রইল সেই টিপস।

পুজো এসে গিয়েছে। সুতরাং আত্মীয়স্বজন থেকে প্রেমিক-প্রেমিকা, ভাইঝি-ভাইপো সবাইকেই উপহার দিতে হবে। আর সেই করতে গিয়ে পকেটের হাল বেহাল। সবাইকে উপহার দেওয়া তো আর মুখের কথা নয়। তবে উপহার দিতে গিয়ে নিজের সব উজার করে দেওয়ার কিন্তু মানে হয় না। মনে রাখবেন আপনার খারাপ সময়ের জন্য সঞ্চয়টাও জরুরি। বাজেটের মধ্যে কাকে কী উপহার দেবেন? ধারণা না থাকলে এখানেই রইল সেই টিপস।

1 / 8
বাবা-মায়ের উপহার - পুজোর আগে নিজের রোজগারে বাবা-মাকে কিছু দিলে নিজের ভালো লাগে। আর তা যদি নিজের প্রথম উপার্জন হয় তাহলে তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। পুজোয় মায়ের জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিতে পারেন। আর বাবার জন্য পাজামা-পাঞ্জাবি। অনলাইন বিপণি থেকে বড় বাজারের পাইকারী মার্কেট, বাজেট অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন সব কিছুই।

বাবা-মায়ের উপহার - পুজোর আগে নিজের রোজগারে বাবা-মাকে কিছু দিলে নিজের ভালো লাগে। আর তা যদি নিজের প্রথম উপার্জন হয় তাহলে তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। পুজোয় মায়ের জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিতে পারেন। আর বাবার জন্য পাজামা-পাঞ্জাবি। অনলাইন বিপণি থেকে বড় বাজারের পাইকারী মার্কেট, বাজেট অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন সব কিছুই।

2 / 8
প্রেমিকাকে কী উপহার দেবেন - দুর্গাপুজো বলে কথা, নিজের প্রেমিকাকে কিছু তো একটা দিতেই হয় বলুন। তাই বলে আবার আবেগে ভেসে পকেটের স্বাস্থ্যের কথা ভুলে গেলে চলভে না মোটে। শাড়ি বা পোশাক কি দেবেন সেই নিয়ে ধন্দ থাকলে ২০০ থেকে ৫০০টাকার মধ্যে সুন্দর জাংক জুয়েলারি পেয়ে যাবেন। আর ১০০০টাকা বাজেট থাকলে মুক্তোর দুল বা সুন্দর ঘড়ি হয়ে যাবে। কোনটা আপনার পছন্দ দেখে নিন।

প্রেমিকাকে কী উপহার দেবেন - দুর্গাপুজো বলে কথা, নিজের প্রেমিকাকে কিছু তো একটা দিতেই হয় বলুন। তাই বলে আবার আবেগে ভেসে পকেটের স্বাস্থ্যের কথা ভুলে গেলে চলভে না মোটে। শাড়ি বা পোশাক কি দেবেন সেই নিয়ে ধন্দ থাকলে ২০০ থেকে ৫০০টাকার মধ্যে সুন্দর জাংক জুয়েলারি পেয়ে যাবেন। আর ১০০০টাকা বাজেট থাকলে মুক্তোর দুল বা সুন্দর ঘড়ি হয়ে যাবে। কোনটা আপনার পছন্দ দেখে নিন।

3 / 8
প্রেমিককে কী দেবেন - যদি আপনার প্রেমিক পাঞ্জাবি পরতে ভালবাসেন তাহলে তো পুজোয় পাঞ্জাবির থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না। আর পাঞ্জাবিতে স্বাছন্দ্য বোধ না করলে হাত ঘড়ি বা টি শার্ট দিতে পারেন।

প্রেমিককে কী দেবেন - যদি আপনার প্রেমিক পাঞ্জাবি পরতে ভালবাসেন তাহলে তো পুজোয় পাঞ্জাবির থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না। আর পাঞ্জাবিতে স্বাছন্দ্য বোধ না করলে হাত ঘড়ি বা টি শার্ট দিতে পারেন।

4 / 8
মাসিমা বা কাকিমাদের উপহারে কী দেবেন - আপনার পরিচিত মানুষটি যদি ঘর সাজাতে বেশ ভালবাসেন, তা হলে দিতে পারেন ঘর সাজানোর সামগ্রী। মোমবাতি, ফুলদানি, বা দেওয়ালের ঝোলানোর জিনিস বা ঘর সাজানোর সামগ্রী বেশ ভাল উপহার হতে পারে। টেরাকোটা বা ডোকরার ঘর সাজানোর জিনিস বেশ ভাল উপহার।

মাসিমা বা কাকিমাদের উপহারে কী দেবেন - আপনার পরিচিত মানুষটি যদি ঘর সাজাতে বেশ ভালবাসেন, তা হলে দিতে পারেন ঘর সাজানোর সামগ্রী। মোমবাতি, ফুলদানি, বা দেওয়ালের ঝোলানোর জিনিস বা ঘর সাজানোর সামগ্রী বেশ ভাল উপহার হতে পারে। টেরাকোটা বা ডোকরার ঘর সাজানোর জিনিস বেশ ভাল উপহার।

5 / 8
ভাইঝি বা ভাইপোকে কী দেবেন - আপনার ভাইঝি বা ভাইপো থাকে তা হলে পুজোয় নিজের অনুজকে কিছু একটা দিতেই হয়। যদি সে বইপ্রেমী হয়, তা হলে দিতে পারেন একটি বই। আজকালকার ছেলে মেয়েরা ইংরেজি গল্পের বই বেশ পছন্দ করে। বা পছন্দের কোনও স্মার্ট গ্যাজেট বাজেটের মধ্যে থাকলে তাও দিতে পারেন।

ভাইঝি বা ভাইপোকে কী দেবেন - আপনার ভাইঝি বা ভাইপো থাকে তা হলে পুজোয় নিজের অনুজকে কিছু একটা দিতেই হয়। যদি সে বইপ্রেমী হয়, তা হলে দিতে পারেন একটি বই। আজকালকার ছেলে মেয়েরা ইংরেজি গল্পের বই বেশ পছন্দ করে। বা পছন্দের কোনও স্মার্ট গ্যাজেট বাজেটের মধ্যে থাকলে তাও দিতে পারেন।

6 / 8
ভাইঝি বা ভাইপোকে কী দেবেন - আপনার ভাইঝি বা ভাইপো থাকে তা হলে পুজোয় নিজের অনুজকে কিছু একটা দিতেই হয়। যদি সে বইপ্রেমী হয়, তা হলে দিতে পারেন একটি বই। আজকালকার ছেলে মেয়েরা ইংরেজি গল্পের বই বেশ পছন্দ করে। বা পছন্দের কোনও স্মার্ট গ্যাজেট বাজেটের মধ্যে থাকলে তাও দিতে পারেন।

ভাইঝি বা ভাইপোকে কী দেবেন - আপনার ভাইঝি বা ভাইপো থাকে তা হলে পুজোয় নিজের অনুজকে কিছু একটা দিতেই হয়। যদি সে বইপ্রেমী হয়, তা হলে দিতে পারেন একটি বই। আজকালকার ছেলে মেয়েরা ইংরেজি গল্পের বই বেশ পছন্দ করে। বা পছন্দের কোনও স্মার্ট গ্যাজেট বাজেটের মধ্যে থাকলে তাও দিতে পারেন।

7 / 8
শ্বশুর-শাশুড়িকে - শ্বশুর-শাশুড়ি যখন, ভাল কিছু তো দিতেই হবে। নাহলে কুটুমবাড়িতে মান থাকে না। তবে এখানে উপহার নিয়ে বেশি পরীক্ষনীরিক্ষা না করাই ভাল। কার কী পছন্দ হবে বা হবে না তা চট করে বলা যায় না। তাই চিরাচরিত রীতি মেনেই শাশুড়িকে দিতে পারেন সুন্দর একটি শাড়ি। শ্বশুরকে দিতে পারেন ভাল পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি।

শ্বশুর-শাশুড়িকে - শ্বশুর-শাশুড়ি যখন, ভাল কিছু তো দিতেই হবে। নাহলে কুটুমবাড়িতে মান থাকে না। তবে এখানে উপহার নিয়ে বেশি পরীক্ষনীরিক্ষা না করাই ভাল। কার কী পছন্দ হবে বা হবে না তা চট করে বলা যায় না। তাই চিরাচরিত রীতি মেনেই শাশুড়িকে দিতে পারেন সুন্দর একটি শাড়ি। শ্বশুরকে দিতে পারেন ভাল পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি।

8 / 8
Follow Us: