উইকেন্ড পার্টি জমে যাক প্যান ফ্রায়েড চিলি চিকেনের সঙ্গে, রইল রেসিপি

Pan Fried Chilli Chicken Recipe: এ বার পুরো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নাড়তে হবে।হয়ে এলে নামানোর আগে আরো কিছুটা কাঁচালঙ্কা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম প্লেটে পরিবেশন করতে হবে।সন্ধ্যের খাবার জমে যাবে।

| Updated on: Jan 05, 2024 | 8:30 PM
খাদ্যরসিক বাঙালি কিন্তু সব ধরনের খাবার খেতে পছন্দ করে। এখন তাঁদের পছন্দের তালিকায় যোগ হয়েছে নতুন এক ধরনের খাবার।  (ছবি:Pinterest)

খাদ্যরসিক বাঙালি কিন্তু সব ধরনের খাবার খেতে পছন্দ করে। এখন তাঁদের পছন্দের তালিকায় যোগ হয়েছে নতুন এক ধরনের খাবার। (ছবি:Pinterest)

1 / 8
তা হল প্যান ফ্রায়েড খাবার। মোমো থেকে চিকেন সবেতেই এখন তাঁরা ঝুঁকেছে প্যান ফ্রায়েডের দিকে। প্যান ফ্রায়েড চিলি চিকেন খেয়েছেন কখনও?  (ছবি:Pinterest)

তা হল প্যান ফ্রায়েড খাবার। মোমো থেকে চিকেন সবেতেই এখন তাঁরা ঝুঁকেছে প্যান ফ্রায়েডের দিকে। প্যান ফ্রায়েড চিলি চিকেন খেয়েছেন কখনও? (ছবি:Pinterest)

2 / 8
যদি না খেয়ে থাকেন তবে বাড়িতেই বানিয়ে নিন প্যান ফ্রায়েড চিলি চিকেন। স্বাদে দুর্দান্ত এই চিকেন বানাতে তেমন ঝক্কি নেই। এ বার জানুন কীভাবে বানাবেন।  (ছবি:Pinterest)

যদি না খেয়ে থাকেন তবে বাড়িতেই বানিয়ে নিন প্যান ফ্রায়েড চিলি চিকেন। স্বাদে দুর্দান্ত এই চিকেন বানাতে তেমন ঝক্কি নেই। এ বার জানুন কীভাবে বানাবেন। (ছবি:Pinterest)

3 / 8
এটি বানাতে লাগবে বোনলেস চিকেন, রেড বেলপেপার, হলুদ বেলপেপার, পেঁয়াজ, রসুন, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, টমেটো সস, সোয়া সস।  (ছবি:Pinterest)

এটি বানাতে লাগবে বোনলেস চিকেন, রেড বেলপেপার, হলুদ বেলপেপার, পেঁয়াজ, রসুন, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, টমেটো সস, সোয়া সস। (ছবি:Pinterest)

4 / 8
আর লাগবে ময়দা, ডিম,ব্রকোলি, সাদা তেল, স্বাদমতো নুন ও কাঁচালঙ্কা। প্রথমেই চিকেনটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর এটি সেদ্ধ করে গ্রেড করে নিন। অন্যদিকে ডুমুডুমু করে পেঁয়াজ কেটে নিন। রসুন,কাঁচালঙ্কা কুচিয়ে নিন। স্প্রিং অনিয়নগুলোও কেটে নিন।  (ছবি:Pinterest)

আর লাগবে ময়দা, ডিম,ব্রকোলি, সাদা তেল, স্বাদমতো নুন ও কাঁচালঙ্কা। প্রথমেই চিকেনটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর এটি সেদ্ধ করে গ্রেড করে নিন। অন্যদিকে ডুমুডুমু করে পেঁয়াজ কেটে নিন। রসুন,কাঁচালঙ্কা কুচিয়ে নিন। স্প্রিং অনিয়নগুলোও কেটে নিন। (ছবি:Pinterest)

5 / 8
এ বার গ্রেট করা  চিকেন নুন,ময়দা ও ডিম দিয়ে মেখে নিতে হবে।কড়া তে সাদা তেল গরম করে এই চিকেন ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে।অন্য পাত্রে তুলে রাখতে হবে। (ছবি:Pinterest)

এ বার গ্রেট করা চিকেন নুন,ময়দা ও ডিম দিয়ে মেখে নিতে হবে।কড়া তে সাদা তেল গরম করে এই চিকেন ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে।অন্য পাত্রে তুলে রাখতে হবে। (ছবি:Pinterest)

6 / 8
এবার বেঁচে যাওয়া তেলে রসুন দিয়ে কম আঁচে ১/২মিনিট ভেজে নিয়ে একে-একে পেঁয়াজ,ও অন্য সবজি দিয়ে হালকা আঁচে ভাজতে হবে ৩/৪মিনিট।এরপর তাতে কাঁচালঙ্কা কুচি দিতে হবে।সস ও নুন দিতে হবে।আরও কিছুক্ষন ভাজতে হবে।সবজি একটু নরম হলে ভাজা চিকেন যোগ করে দিতে হবে। (ছবি:Pinterest)

এবার বেঁচে যাওয়া তেলে রসুন দিয়ে কম আঁচে ১/২মিনিট ভেজে নিয়ে একে-একে পেঁয়াজ,ও অন্য সবজি দিয়ে হালকা আঁচে ভাজতে হবে ৩/৪মিনিট।এরপর তাতে কাঁচালঙ্কা কুচি দিতে হবে।সস ও নুন দিতে হবে।আরও কিছুক্ষন ভাজতে হবে।সবজি একটু নরম হলে ভাজা চিকেন যোগ করে দিতে হবে। (ছবি:Pinterest)

7 / 8
এ বার পুরো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নাড়তে হবে।হয়ে এলে নামানোর আগে আরো কিছুটা কাঁচালঙ্কা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম প্লেটে পরিবেশন করতে হবে।সন্ধ্যের খাবার জমে যাবে। (ছবি:Pinterest)

এ বার পুরো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নাড়তে হবে।হয়ে এলে নামানোর আগে আরো কিছুটা কাঁচালঙ্কা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম প্লেটে পরিবেশন করতে হবে।সন্ধ্যের খাবার জমে যাবে। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: