দিনের পর দিন মুখে সুগন্ধি সাবান ঘষছেন, হিতে বিপরীত হচ্ছে না তো?
Soap Side Effects On Face: শীতের দিনে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তার কারণ আর্দ্রতার অভাব। কিন্তু শুষ্ক ত্বকের সমস্যা সাবান ব্যবহারের কারণেও হতে পারে। সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। শীতে এই সমস্যা আরও বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। তাই ভুলেও এই কাজ আর করবেন না।
Most Read Stories