ডায়াবেটিসে সাদা ভাত খাবেন কি না বুঝতে পারছেন না? কোনও চিন্তা ছাড়াই ব্ল্যাক রাইস খান, উপকার পাবেন
Black Rice Benefits: আতব চাল, বাসমতী, গোবিন্দভোগ, সেদ্ধ চাল বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় বাজারে। এমনকি চালের দুনিয়ায় কদর রয়েছে ব্রাউন রাইসেরও। কিন্তু বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে ব্ল্যাক রাইস বা কালো চাল। সাদা ভাতের বদলে ব্ল্যাক রাইস ফুটিয়ে খেলে বেশি উপকারিতা পাওয়া যায়।
Most Read Stories