AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra Saree Price: রাম মন্দিরে হলুদ শাড়িতে মোহময়ী প্রিয়ঙ্কা চোপড়া, শাড়ির দাম কত জানেন?

Priyanka Chopra Saree Price: রাম মন্দিরে প্রিয়ঙ্কা চোপড়া যে হলুদ শাড়ি পরে এসেছিলেন, সেটি আপাতদৃষ্টিতে খুবই সাধারণ সিল্ক মনে হলেও এটি একেবারেই সাধারণ শাড়ি নয়। সোনালি পাড় দেওয়া শাড়িটিতে ফুল-পাতার যে ক্লাসিক ডিজাইন ছিল, সেটি সম্পূর্ণ অর্গানিক। শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!

| Updated on: Mar 23, 2024 | 5:29 PM
Share
খোলামেলা পোশাক হোক বা শাড়ি- যে কোনও পোশাকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি স্বামী, সন্তানকে নিয়ে রাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। হলুদ শাড়ি পড়ে নিউ লুকস-এ আজও অনেকের হার্টথ্রব হয়ে উঠেছেন দেশি গার্ল

খোলামেলা পোশাক হোক বা শাড়ি- যে কোনও পোশাকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি স্বামী, সন্তানকে নিয়ে রাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। হলুদ শাড়ি পড়ে নিউ লুকস-এ আজও অনেকের হার্টথ্রব হয়ে উঠেছেন দেশি গার্ল

1 / 8
স্লিভলেস ব্লাউজ ও সোনালি পাড়ের হলুদ সিল্ক শাড়ির সঙ্গে সোনালি হার-কানের, সোনালি বালা এবং কপালে ছোট্ট টিপে মোহময়ী হয়ে ওঠেন প্রিয়ঙ্কা। তার সঙ্গে কালো সানগ্লাসে স্টাইলিশ লুকসে ধরা দেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড

স্লিভলেস ব্লাউজ ও সোনালি পাড়ের হলুদ সিল্ক শাড়ির সঙ্গে সোনালি হার-কানের, সোনালি বালা এবং কপালে ছোট্ট টিপে মোহময়ী হয়ে ওঠেন প্রিয়ঙ্কা। তার সঙ্গে কালো সানগ্লাসে স্টাইলিশ লুকসে ধরা দেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড

2 / 8
কেবল প্রিয়ঙ্কা নন, নিক জোন্স ও মালতি মারি জোন্সের পোশাকও ছিল নজরকাড়া। এমব্রয়ডারি কাজ করা কুর্তা-পায়জামা পড়েছিলেন নিক। বলা যায়, তিনজনেই সেজেছিলেন ঐতিহ্যবাহী পোশাকে

কেবল প্রিয়ঙ্কা নন, নিক জোন্স ও মালতি মারি জোন্সের পোশাকও ছিল নজরকাড়া। এমব্রয়ডারি কাজ করা কুর্তা-পায়জামা পড়েছিলেন নিক। বলা যায়, তিনজনেই সেজেছিলেন ঐতিহ্যবাহী পোশাকে

3 / 8
রাম মন্দিরে প্রিয়ঙ্কা চোপড়া যে হলুদ শাড়ি পরে এসেছিলেন, সেটি আপাতদৃষ্টিতে খুবই সাধারণ সিল্ক মনে হলেও এটি একেবারেই সাধারণ শাড়ি নয়। শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!

রাম মন্দিরে প্রিয়ঙ্কা চোপড়া যে হলুদ শাড়ি পরে এসেছিলেন, সেটি আপাতদৃষ্টিতে খুবই সাধারণ সিল্ক মনে হলেও এটি একেবারেই সাধারণ শাড়ি নয়। শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!

4 / 8
প্রিয়ঙ্কা চোপড়া যে শাড়ি পরে রাম মন্দিরে এসেছিলেন, সেটি আদতে পি সি ফ্যাশনের চান্দেরি সিল্ক লাইম শাড়ি। সোনালি পাড় দেওয়া শাড়িটিতে ফুল-পাতার যে ক্লাসিক ডিজাইন ছিল, সেটি সম্পূর্ণ অর্গানিক

প্রিয়ঙ্কা চোপড়া যে শাড়ি পরে রাম মন্দিরে এসেছিলেন, সেটি আদতে পি সি ফ্যাশনের চান্দেরি সিল্ক লাইম শাড়ি। সোনালি পাড় দেওয়া শাড়িটিতে ফুল-পাতার যে ক্লাসিক ডিজাইন ছিল, সেটি সম্পূর্ণ অর্গানিক

5 / 8
প্রিয়ঙ্কার চান্দেরি সিল্ক লাইম শাড়িটি  বিশেষ অর্ডারে বানানো হয়েছিল। শাড়িটির ডিজাইন ও নকশায় ব্যবহার হয়েছে কাঁচা আম। স্বাভাবিকভাবেই শাড়িটির দাম সাধারণের তুলনায় অনেকটাই বেশি

প্রিয়ঙ্কার চান্দেরি সিল্ক লাইম শাড়িটি বিশেষ অর্ডারে বানানো হয়েছিল। শাড়িটির ডিজাইন ও নকশায় ব্যবহার হয়েছে কাঁচা আম। স্বাভাবিকভাবেই শাড়িটির দাম সাধারণের তুলনায় অনেকটাই বেশি

6 / 8
পি সি-র তরফে জানা গিয়েছে, অর্গানিক সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় প্রিয়ঙ্কা চোপড়ার চান্দেরি সিল্ক শাড়িটির দাম খানিক বেশি। এই ধরনের এক-একটি শাড়ির দাম ৬৩ হাজার টাকা

পি সি-র তরফে জানা গিয়েছে, অর্গানিক সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় প্রিয়ঙ্কা চোপড়ার চান্দেরি সিল্ক শাড়িটির দাম খানিক বেশি। এই ধরনের এক-একটি শাড়ির দাম ৬৩ হাজার টাকা

7 / 8
রাম মন্দিরে পুজো দেওয়ার সময় প্রিয়ঙ্কা, নিক ও ছোট্ট মালতির গলাতেও দেখা যায় ওম লেখা গেরুয়া স্টোলস। বলা যায়, একেবারে ঐতিহ্যবাহী পোশাকে রামলালার আশীর্বাদ নেন দেশি গার্ল ও বিদেশি জামাই

রাম মন্দিরে পুজো দেওয়ার সময় প্রিয়ঙ্কা, নিক ও ছোট্ট মালতির গলাতেও দেখা যায় ওম লেখা গেরুয়া স্টোলস। বলা যায়, একেবারে ঐতিহ্যবাহী পোশাকে রামলালার আশীর্বাদ নেন দেশি গার্ল ও বিদেশি জামাই

8 / 8