Glowing skin facial: শীতে দুধের মতো ফর্সা ত্বক হবে রাতারাতি যদি এভাবে ত্বকের যত্ন নিতে পারেন

Skin Whitening Facial: শীত লাগে বলে অনেকেই এমন আছেন রোজ স্নান করেন না। নোংরা থাকলে শরীর খারাপ হয়, ত্বকের সমস্যা হয় এছাড়াও আরও নানা কিছু হতে পারে। শীতে অনুষ্ঠানও বেশি থাকে, ফলে মেকআপ টুকটাক চলতে থাকে। সব মিলিয়ে মুখ মোটেই ফর্সা দেখায় না বরং অনেক বেশি কালো দেখায়

| Edited By: | Updated on: Dec 28, 2023 | 10:22 AM
শীতকাল মানেই ত্বক শুষ্ক, প্রাণহীন হয়ে যাওয়া। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে না বললেই চলে। শুকনো আবহাওয়াতে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। চামড়া শুকিয়ে যায়, চামড়া ফাটে এছাড়াও একাধিক সমস্যা আসে

শীতকাল মানেই ত্বক শুষ্ক, প্রাণহীন হয়ে যাওয়া। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে না বললেই চলে। শুকনো আবহাওয়াতে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। চামড়া শুকিয়ে যায়, চামড়া ফাটে এছাড়াও একাধিক সমস্যা আসে

1 / 8
শীতের দিনে সকলেই মুখে ক্রিম মাখেন। আর ক্রিম মেখে যদি রাতে মুখ ঠিকভাবে ধোওয়া না হয় তাতে চামড়া বেশি কুঁচকে যায়। মুখের উপর একটা কালচে ভাব পড়ে যায়। আর তাই শীতের দিনে একটু বেশি করেই ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে

শীতের দিনে সকলেই মুখে ক্রিম মাখেন। আর ক্রিম মেখে যদি রাতে মুখ ঠিকভাবে ধোওয়া না হয় তাতে চামড়া বেশি কুঁচকে যায়। মুখের উপর একটা কালচে ভাব পড়ে যায়। আর তাই শীতের দিনে একটু বেশি করেই ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে

2 / 8
শীত লাগে বলে অনেকেই এমন আছেন রোজ স্নান করেন না। নোংরা থাকলে শরীর খারাপ হয়, ত্বকের সমস্যা হয় এছাড়াও আরও নানা কিছু হতে পারে। শীতে অনুষ্ঠানও বেশি থাকে, ফলে মেকআপ টুকটাক চলতে থাকে। সব মিলিয়ে মুখ মোটেই ফর্সা দেখায় না বরং অনেক বেশি কালো দেখায়

শীত লাগে বলে অনেকেই এমন আছেন রোজ স্নান করেন না। নোংরা থাকলে শরীর খারাপ হয়, ত্বকের সমস্যা হয় এছাড়াও আরও নানা কিছু হতে পারে। শীতে অনুষ্ঠানও বেশি থাকে, ফলে মেকআপ টুকটাক চলতে থাকে। সব মিলিয়ে মুখ মোটেই ফর্সা দেখায় না বরং অনেক বেশি কালো দেখায়

3 / 8
যদি শীতের দিনে এভাবে ত্বকের যত্ন নিতে পারেন তাহলে ত্বক ভাল থাকবে আর সেই সঙ্গে একাধিক সমস্যা থেকেও দূরে থাকা যাবে। ১০ মিনিটের এই ফেসিয়ালে পাবেন পার্লারের থেকেও ভাল উপকার

যদি শীতের দিনে এভাবে ত্বকের যত্ন নিতে পারেন তাহলে ত্বক ভাল থাকবে আর সেই সঙ্গে একাধিক সমস্যা থেকেও দূরে থাকা যাবে। ১০ মিনিটের এই ফেসিয়ালে পাবেন পার্লারের থেকেও ভাল উপকার

4 / 8
শীতের দিনে বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়। তাই পাকা টমেটো একটা অর্ধেক করে কেটে নিতে হবে। এর উপর এক চামচ গুঁড়ো চিনি ছড়িয়ে দিন। এর মধ্যে ৭-৮ ফোঁটা নারকেল তেল দিতে হবে। এতে ত্বক খুব ভাল স্ক্রাবিং হবে। ত্বক থেকে যাবতীয় নোংরা, ময়লা তুলে ফেলবে

শীতের দিনে বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়। তাই পাকা টমেটো একটা অর্ধেক করে কেটে নিতে হবে। এর উপর এক চামচ গুঁড়ো চিনি ছড়িয়ে দিন। এর মধ্যে ৭-৮ ফোঁটা নারকেল তেল দিতে হবে। এতে ত্বক খুব ভাল স্ক্রাবিং হবে। ত্বক থেকে যাবতীয় নোংরা, ময়লা তুলে ফেলবে

5 / 8
১ মিনিট ভাল করে টমেটো মুখে ঘষে নেওয়ার পর হাত দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। প্রায় ৫ মিনিট ম্যাসাজ করার পর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে ফেলতে হবে। বাকি অর্ধেক টমেটো কুরে নিয়ে ওর থেকে রস বের করে নিতে হবে। ২ চামচ টমেটোর রস একটা বাটিতে নিতে হবে

১ মিনিট ভাল করে টমেটো মুখে ঘষে নেওয়ার পর হাত দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। প্রায় ৫ মিনিট ম্যাসাজ করার পর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে ফেলতে হবে। বাকি অর্ধেক টমেটো কুরে নিয়ে ওর থেকে রস বের করে নিতে হবে। ২ চামচ টমেটোর রস একটা বাটিতে নিতে হবে

6 / 8
টমেটোর রসে ১ চামচ বেসন, ১ চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এর মধ্যে ১ চামচ লেবুর রস মিশিয়ে দিতে হবে। এবার সবকিছু একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে এক চামচ টকদই মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ ত্বকের জন্য খুব উপকারী আর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে

টমেটোর রসে ১ চামচ বেসন, ১ চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এর মধ্যে ১ চামচ লেবুর রস মিশিয়ে দিতে হবে। এবার সবকিছু একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে এক চামচ টকদই মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ ত্বকের জন্য খুব উপকারী আর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে

7 / 8
১০ মিনিট এই প্যাক মেখে মুখে রাখুন। হাতে আর পায়েও লাগিয়ে নিতে ভুলবেন না। হালকা হাতে ভাল করে তা ঘষে নিয়ে মুছে ফেলতে হবে। শীতের দিনে স্নানের আগে এই প্যাক লাগালে খুব ভাল উপকার পাবেন। এই প্যাক লাগানোর পর আর গায়ে সেদিন সাবান লাগাবেন না।

১০ মিনিট এই প্যাক মেখে মুখে রাখুন। হাতে আর পায়েও লাগিয়ে নিতে ভুলবেন না। হালকা হাতে ভাল করে তা ঘষে নিয়ে মুছে ফেলতে হবে। শীতের দিনে স্নানের আগে এই প্যাক লাগালে খুব ভাল উপকার পাবেন। এই প্যাক লাগানোর পর আর গায়ে সেদিন সাবান লাগাবেন না।

8 / 8
Follow Us: