Manchester United: ম্যান ইউ ট্রেনিংয়ের আগে সারি সারি গাড়ি, কোনটা বেশি দামি!

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুশীলন। তার আগে ওল্ড ট্র্যাফোর্ডের ট্রেনিং গ্রাউন্ডের বাইরে সারি সারি ঝাঁ চকচকে দামি গাড়ি। এক ঝলকে গাড়ির শোরুম দেখে ভ্রম হলেও অবাক হওয়ার কিছু নেই।

| Edited By: | Updated on: Jan 11, 2023 | 7:30 AM
পথ দুর্ঘটনায় ঋষভ পন্থ গুরুতর আহত হওয়ার পর ৮২'র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছিলেন, "ক্রিকেটাররা কেন নিজে গাড়ি চালান তা বুঝি না। ক্রিকেটারদের গাড়ির চালক রাখার মতো ক্ষমতা রয়েছে।" ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ, ফুটবলারদের দেখলে কী বলবেন কপিল?(ছবি:টুইটার)

পথ দুর্ঘটনায় ঋষভ পন্থ গুরুতর আহত হওয়ার পর ৮২'র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছিলেন, "ক্রিকেটাররা কেন নিজে গাড়ি চালান তা বুঝি না। ক্রিকেটারদের গাড়ির চালক রাখার মতো ক্ষমতা রয়েছে।" ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ, ফুটবলারদের দেখলে কী বলবেন কপিল?(ছবি:টুইটার)

1 / 6
ম্যান ইউয়ের অনুশীলনের আগের দৃশ্য। ওল্ড ট্র্যাফোর্ডের ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটনের গেট দিয়ে ঢুকছে একের পর এক দামি গাড়ি। ল্যাম্বরঘিনি, রেঞ্জ রোভার, পোর্শে, বেন্টলে, অডি, বিএমব্লু। কী নেই?(ছবি:টুইটার)

ম্যান ইউয়ের অনুশীলনের আগের দৃশ্য। ওল্ড ট্র্যাফোর্ডের ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটনের গেট দিয়ে ঢুকছে একের পর এক দামি গাড়ি। ল্যাম্বরঘিনি, রেঞ্জ রোভার, পোর্শে, বেন্টলে, অডি, বিএমব্লু। কী নেই?(ছবি:টুইটার)

2 / 6
গাড়ি ও তাঁদের মালিকরা ভিন্ন হলেও সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে একটি কমন জিনিস। অ্য়ান্টনি থেকে হ্যারি ম্যাগুয়ের, ক্যাসেমিরো থেকে কোচ এরিক টেন হ্যাগ সকলেই নিজেই গাড়ি চালিয়ে ট্রেনিং গ্রাউন্ডে আসেন।(ছবি:টুইটার)

গাড়ি ও তাঁদের মালিকরা ভিন্ন হলেও সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে একটি কমন জিনিস। অ্য়ান্টনি থেকে হ্যারি ম্যাগুয়ের, ক্যাসেমিরো থেকে কোচ এরিক টেন হ্যাগ সকলেই নিজেই গাড়ি চালিয়ে ট্রেনিং গ্রাউন্ডে আসেন।(ছবি:টুইটার)

3 / 6
নিউ ইয়ার ইভে বিএমডব্লিউ গাড়ি নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন অ্যান্টনি। বিপর্যয় কাটিয়ে বিশ্বকাপের ঠিক আগে কেনা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ল্যাম্বরঘিনি নিয়ে ট্রেনিংয়ে আসেন ব্রাজিলের উইঙ্গার।(ছবি:টুইটার)

নিউ ইয়ার ইভে বিএমডব্লিউ গাড়ি নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন অ্যান্টনি। বিপর্যয় কাটিয়ে বিশ্বকাপের ঠিক আগে কেনা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ল্যাম্বরঘিনি নিয়ে ট্রেনিংয়ে আসেন ব্রাজিলের উইঙ্গার।(ছবি:টুইটার)

4 / 6
দলের ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ের এলেন কালো রঙা রেঞ্জ রোভারে চেপে। (ছবি:টুইটার)

দলের ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ের এলেন কালো রঙা রেঞ্জ রোভারে চেপে। (ছবি:টুইটার)

5 / 6
ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনের কালো রঙের পোর্শে থেকে নজর সরছিল না কারও। (ছবি:টুইটার)

ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনের কালো রঙের পোর্শে থেকে নজর সরছিল না কারও। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: