Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maria Sharapova: জন্মদিনে মারিয়া শারাপোভা শোনালেন খুশির খবর

ফের খবরের শিরোনামে প্রাক্তন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার (১৯ এপ্রিল) ছিল মাশার জন্মদিন। আর ৩৫তম জন্মদিনেই তিনি সকলকে সুখবর শোনালেন। নিজের ইন্সটাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করে তিনি লেখেন, "মূল্যবান শুরু হতে চলেছে। দুই জনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা সব সময়ই আমার কাছে বিশেষ।"

| Edited By: | Updated on: Apr 20, 2022 | 3:35 PM
৫ বারের গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভা মঙ্গলবার নিজের ইন্সটাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা।

৫ বারের গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভা মঙ্গলবার নিজের ইন্সটাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা।

1 / 4
মাশা ইন্সটাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করে তিনি লেখেন, "মূল্যবান শুরু হতে চলেছে। দুই জনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা সব সময়ই আমার কাছে বিশেষ।"

মাশা ইন্সটাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করে তিনি লেখেন, "মূল্যবান শুরু হতে চলেছে। দুই জনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা সব সময়ই আমার কাছে বিশেষ।"

2 / 4
২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিসকে বিদায় জানান মাশা। এবং ওই বছরই ডিসেম্বরে আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে নেন প্রাক্তন রুশ টেনিস তারকা।

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিসকে বিদায় জানান মাশা। এবং ওই বছরই ডিসেম্বরে আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে নেন প্রাক্তন রুশ টেনিস তারকা।

3 / 4
চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে মারিয়া তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।

চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে মারিয়া তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।

4 / 4
Follow Us: