Champions League: চিনে নিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট দলের সুন্দরী ওয়াগসদের

সামনেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনাল। খেতাব জয়ের লড়াইয়ে ফ্রান্সে শনিবার রাতে মুখোমুখি হতে চলেছে লিভারপুল (Liverpool) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রেডসরা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের জন্য ঝাঁপাবে। অন্যদিকে চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদ ১৩তম খেতাবের আশায় নামবে। ফাইনালের লড়াইয়ে মাঠের মধ্যে যেমন নজর থাকবে, মাঠের বাইরেও বেশ কয়েকজনের ওপর নজর থাকবে। বলা ভালো ফাইনালে বিশেষ নজর থাকবে হাই প্রোফাইল ফুটবলারদের ওয়াগসদের ওপরও। ছবিতে দেখে নেওয়া যাক দুই দলের কয়েকজন ফুটবলারদের ওয়াগসদের..

| Edited By: | Updated on: May 27, 2022 | 9:00 AM
২৮ বছর বসয়ী সান্দ্রা গারাল (Sandra Garal) রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্কো আসেনসিওর বান্ধবী। সান্দ্রা যখন এক নাইটক্লাবে ওয়েট্রেসের কাজ করতেন তখন মার্কোর সঙ্গে প্রথম দেখা হয়। আর্কিকেটের ছাত্রী সান্দ্রা বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। (ছবি-সান্দ্রা গারাল)

২৮ বছর বসয়ী সান্দ্রা গারাল (Sandra Garal) রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্কো আসেনসিওর বান্ধবী। সান্দ্রা যখন এক নাইটক্লাবে ওয়েট্রেসের কাজ করতেন তখন মার্কোর সঙ্গে প্রথম দেখা হয়। আর্কিকেটের ছাত্রী সান্দ্রা বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। (ছবি-সান্দ্রা গারাল)

1 / 6
লিভারপুলের তরুণ ফুটবলার কার্টিস জোন্সের (Curtis Jones) বান্ধবী হলেন ২০ বছরের সাফি খান (Saffie Khan)। মডেলিংয়ের দুনিয়ায় বেশ সাফল্য পেয়েছেন সাফি। এম মডেল ম্যানেজমেন্টের সঙ্গে তিনি যুক্ত। ২০১৯ সাল থেকে কার্টিস ও সাফি একে অপরের সঙ্গে ডেট করছেন। (ছবি-সাফি খান ইন্সটাগ্রাম)

লিভারপুলের তরুণ ফুটবলার কার্টিস জোন্সের (Curtis Jones) বান্ধবী হলেন ২০ বছরের সাফি খান (Saffie Khan)। মডেলিংয়ের দুনিয়ায় বেশ সাফল্য পেয়েছেন সাফি। এম মডেল ম্যানেজমেন্টের সঙ্গে তিনি যুক্ত। ২০১৯ সাল থেকে কার্টিস ও সাফি একে অপরের সঙ্গে ডেট করছেন। (ছবি-সাফি খান ইন্সটাগ্রাম)

2 / 6
রিয়াল মাদ্রিদের তারকা থিবো কুর্তোয়ার (Thiabaut Courtois) বান্ধবীকে ২৪ বছরের মিশেল গার্জিক (Mishel Gerzig)। গত বছর মিশেলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন থিবো। (ছবি-মিশেল গার্জিক ইন্সটাগ্রাম)

রিয়াল মাদ্রিদের তারকা থিবো কুর্তোয়ার (Thiabaut Courtois) বান্ধবীকে ২৪ বছরের মিশেল গার্জিক (Mishel Gerzig)। গত বছর মিশেলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন থিবো। (ছবি-মিশেল গার্জিক ইন্সটাগ্রাম)

3 / 6
লিভারপুলের তারকা মিডফিল্ডির অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলিয়ান (Alex Oxlade-Chamberlain) এর ওয়াগস রীতিমতো জনপ্রিয়। পেরি এডওয়ার্ডস (Perrie Edwards) হলেন ইংলিশ গায়িকা এবং তিনি গীতিকারও বটেন। অ্যালেক্স ও পেরির এক পুত্রসন্তান রয়েছে। (ছবি-পেরি এডওয়ার্ডস ইন্সটাগ্রাম)

লিভারপুলের তারকা মিডফিল্ডির অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলিয়ান (Alex Oxlade-Chamberlain) এর ওয়াগস রীতিমতো জনপ্রিয়। পেরি এডওয়ার্ডস (Perrie Edwards) হলেন ইংলিশ গায়িকা এবং তিনি গীতিকারও বটেন। অ্যালেক্স ও পেরির এক পুত্রসন্তান রয়েছে। (ছবি-পেরি এডওয়ার্ডস ইন্সটাগ্রাম)

4 / 6
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদের মিলিতাওয়ের (Eder Militao) বান্ধবী ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ক্যারোলাইন লিমা (Karoline Lima)। রিয়ালের লা লিগা খেতাব জয়ের দিন মিলিতাওয়ের সঙ্গে সেলিব্রেশন করতেও দেখা গিয়েছে ক্যারোলাইনকে। মিলিতাও ও ক্যারোলাইন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। (ছবি-ক্যারোলাইন লিমা ইন্সটাগ্রাম)

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদের মিলিতাওয়ের (Eder Militao) বান্ধবী ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ক্যারোলাইন লিমা (Karoline Lima)। রিয়ালের লা লিগা খেতাব জয়ের দিন মিলিতাওয়ের সঙ্গে সেলিব্রেশন করতেও দেখা গিয়েছে ক্যারোলাইনকে। মিলিতাও ও ক্যারোলাইন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। (ছবি-ক্যারোলাইন লিমা ইন্সটাগ্রাম)

5 / 6
কিছুদিন আগেই একটি বিবাহ অনুষ্ঠান দেখানো হয়েছিল বিজ্ঞাপনের, যার মুখ ছিলেন আলিয়া ভাট। সেখানে একটি ক্রিশ্চিয়ান পরিবার কন্যা দান করা বিতরকের কেন্দ্রে চলে এসেছিল এই বিজ্ঞাপন।

কিছুদিন আগেই একটি বিবাহ অনুষ্ঠান দেখানো হয়েছিল বিজ্ঞাপনের, যার মুখ ছিলেন আলিয়া ভাট। সেখানে একটি ক্রিশ্চিয়ান পরিবার কন্যা দান করা বিতরকের কেন্দ্রে চলে এসেছিল এই বিজ্ঞাপন।

6 / 6
Follow Us: