Year Ender 2021: ছবিতে দেখুন একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট পাওয়া ৯ বোলার

Most wickets Bowlers in Test Cricket in 2021: একুশে টেস্ট ক্রিকেটে (Test Cricket) সব থেকে বেশি উইকেট (wicket) নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি ছাড়া আর কে কে রয়েছেন এই তালিকায়... এক নজরে দেখে নেওয়া যাক, একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কোন ৯ ক্রিকেটার...

| Edited By: | Updated on: Dec 31, 2021 | 1:22 PM
ভারতের সেরা বোলার অশ্বিন। Pics Courtesy: Twitter

ভারতের সেরা বোলার অশ্বিন। Pics Courtesy: Twitter

1 / 9
শাহিন শাহ আফ্রিদি - পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) এ বছর ৯টি ম্যাচে ১৭টি ইনিংসে ৪৭টি উইকেট নিয়েছেন। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দু'নম্বরে রয়েছেন শাহিন শাহ।

শাহিন শাহ আফ্রিদি - পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) এ বছর ৯টি ম্যাচে ১৭টি ইনিংসে ৪৭টি উইকেট নিয়েছেন। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দু'নম্বরে রয়েছেন শাহিন শাহ।

2 / 9
হাসান আলি - পাকিস্তানের হাসান আলি (Hasan Ali) চলতি বছরে ৮টি টেস্ট ম্যাচে ১৫টি ইনিংসে ৪১ টি উইকেট নিয়েছেন। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন হাসান আলি।

হাসান আলি - পাকিস্তানের হাসান আলি (Hasan Ali) চলতি বছরে ৮টি টেস্ট ম্যাচে ১৫টি ইনিংসে ৪১ টি উইকেট নিয়েছেন। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন হাসান আলি।

3 / 9
জেমস অ্যান্ডারসন - ইংল্যান্ডের সিনিয়র বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson) ২০২১ সালে ১২টি টেস্টে ২১টি ইনিংস মিলিয়ে মোট ৩৯টি উইকেট নিয়েছেন। এবং একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন জিমি।

জেমস অ্যান্ডারসন - ইংল্যান্ডের সিনিয়র বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson) ২০২১ সালে ১২টি টেস্টে ২১টি ইনিংস মিলিয়ে মোট ৩৯টি উইকেট নিয়েছেন। এবং একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন জিমি।

4 / 9
ওলি রবিনসন - ইংল্যান্ডের অপর এক বোলার ওলি রবিনসন (Ollie Robinson) এ বছর ৮টি টেস্টে মোট ১৫টি ইনিংস মিলিয়ে ৩৭টি উইকেট নিয়েছেন। এবং এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন।

ওলি রবিনসন - ইংল্যান্ডের অপর এক বোলার ওলি রবিনসন (Ollie Robinson) এ বছর ৮টি টেস্টে মোট ১৫টি ইনিংস মিলিয়ে ৩৭টি উইকেট নিয়েছেন। এবং এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন।

5 / 9
অক্ষর প্যাটেল - ভারতীয় বোলার অক্ষর প্যাটেল (Axar Patel) এ বছর ৫টি টেস্টে ১০টি ইনিংসে মোট ৩৬টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ইনিংস হল ৬-৩৮। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন অক্ষর।

অক্ষর প্যাটেল - ভারতীয় বোলার অক্ষর প্যাটেল (Axar Patel) এ বছর ৫টি টেস্টে ১০টি ইনিংসে মোট ৩৬টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ইনিংস হল ৬-৩৮। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন অক্ষর।

6 / 9
লাসিথ এম্বুলডেনিয়া - শ্রীলঙ্কার বোলার লাসিথ এম্বুলডেনিয়া (Lasith Embuldeniya) এ বছর ৬টি টেস্টে ১১টি ইনিংস মিলিয়ে ৩২টি উইকে নিয়েছেন। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন লঙ্কান বোলার লাসিথ।

লাসিথ এম্বুলডেনিয়া - শ্রীলঙ্কার বোলার লাসিথ এম্বুলডেনিয়া (Lasith Embuldeniya) এ বছর ৬টি টেস্টে ১১টি ইনিংস মিলিয়ে ৩২টি উইকে নিয়েছেন। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন লঙ্কান বোলার লাসিথ।

7 / 9
মহম্মদ সিরাজ - ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ২০২১ সালে ১০টি টেস্টে ১৯টি ইনিংস মিলিয়ে মোট ৩১টি উইকেট নিয়েছেন। যার মধ্যে তাঁর সেরা বোলিং ইনিংস ৫-৭৩। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় আট নম্বরে রয়েছেন সিরাজ।

মহম্মদ সিরাজ - ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ২০২১ সালে ১০টি টেস্টে ১৯টি ইনিংস মিলিয়ে মোট ৩১টি উইকেট নিয়েছেন। যার মধ্যে তাঁর সেরা বোলিং ইনিংস ৫-৭৩। একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় আট নম্বরে রয়েছেন সিরাজ।

8 / 9
জশপ্রীত বুমরা - ভারতের অপর এক বোলার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন এই তালিকায় নয় নম্বরে। ২০২১ সালে তিনি ৯টি টেস্টে ১৬টি ইনিংস মিলিয়ে ৩০টি উইকেট নিয়েছেন। যার মধ্যে তাঁর সেরা বোলিং ইনিংস ৫-৬৪।

জশপ্রীত বুমরা - ভারতের অপর এক বোলার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন এই তালিকায় নয় নম্বরে। ২০২১ সালে তিনি ৯টি টেস্টে ১৬টি ইনিংস মিলিয়ে ৩০টি উইকেট নিয়েছেন। যার মধ্যে তাঁর সেরা বোলিং ইনিংস ৫-৬৪।

9 / 9
Follow Us: