Novak Djokovic: উইম্বলডন জয়ের আবহে বিবাহবার্ষিকী, স্ত্রীকে নিয়ে ডিনারে জকোভিচ
এমন ভুল কেউ করে? উইম্বলডনের (Wimbledon) ফাইনালের চাপ ছিল, সেটা আলাদা কথা। তা বলে বিবাহবার্ষিকী ভুল মেরে দেবেন! রবিবার ছিল নোভাক জকোভিচ (Novak Djokovic) এবং জেলেনা জকোভিচের অষ্টম বিবাহবার্ষিকী। সেদিনই আবার উইম্বলডন ফাইনাল। ফল যা হওয়ার তাই হল।
Most Read Stories