Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dele Alli: বান্ধবীর সঙ্গে কোয়ালিটি টাইমে ডেলে আলি! কে এই ডাচ নারী?

এভার্টনের তারকা ফুটবলার ডেলে আলি বর্তমানে গরমের ছুটি কাটাচ্ছেন। সঙ্গী সুন্দরী মডেল বান্ধবী কিন্ডি কিম্বার্লি। কিন্তু কোন জায়গায় রয়েছেন তাঁরা তা পরিষ্কার নয়। তবে ২৬ বছরের ডেলে ও তাঁর ডাচ বান্ধবীকে দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। আর সেখানেই কিন্ডির গালে মিষ্টি চুমু এঁকে দেন ডেলে। কিন্ডি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই মিস্টি ছবি শেয়ার করেছেন।

| Edited By: | Updated on: Jul 12, 2022 | 7:30 AM
এভার্টনের তারকা ফুটবলার ডেলে আলি (Dele Alli) বর্তমানে গরমের ছুটি কাটাচ্ছেন। সঙ্গী সুন্দরী মডেল বান্ধবী কিন্ডি কিম্বার্লি (Cindy Kimberly)। কিন্তু কোন জায়গায় রয়েছেন তাঁরা তা পরিষ্কার নয়। তবে ২৬ বছরের ডেলে ও তাঁর ডাচ বান্ধবীকে দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। আর সেখানেই কিন্ডির গালে মিষ্টি চুমু এঁকে দেন ডেলে। কিন্ডি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই মিস্টি ছবি শেয়ার করেছেন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

এভার্টনের তারকা ফুটবলার ডেলে আলি (Dele Alli) বর্তমানে গরমের ছুটি কাটাচ্ছেন। সঙ্গী সুন্দরী মডেল বান্ধবী কিন্ডি কিম্বার্লি (Cindy Kimberly)। কিন্তু কোন জায়গায় রয়েছেন তাঁরা তা পরিষ্কার নয়। তবে ২৬ বছরের ডেলে ও তাঁর ডাচ বান্ধবীকে দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। আর সেখানেই কিন্ডির গালে মিষ্টি চুমু এঁকে দেন ডেলে। কিন্ডি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই মিস্টি ছবি শেয়ার করেছেন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

1 / 6
ফুটবলের ফাঁকে ছুটি পেয়ে বান্ধবীর সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন ডেলে আলি। সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। সেখানেই কিন্ডির গালে মিস্টি চুমু এঁকে দেন ডেলে। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

ফুটবলের ফাঁকে ছুটি পেয়ে বান্ধবীর সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন ডেলে আলি। সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। সেখানেই কিন্ডির গালে মিস্টি চুমু এঁকে দেন ডেলে। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

2 / 6
ইন্সটাগ্রামে ডেলে আলিও কিন্ডির সঙ্গে সময় কাটানোর একখানা ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। যা দেখে পরিষ্কার দু'জনই একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে ডেলে আলিও কিন্ডির সঙ্গে সময় কাটানোর একখানা ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। যা দেখে পরিষ্কার দু'জনই একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

3 / 6
নেদারল্যান্ডসের কিন্ডি কিম্বার্লি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ৭ মিলিয়ন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

নেদারল্যান্ডসের কিন্ডি কিম্বার্লি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ৭ মিলিয়ন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

4 / 6
২০১৬ সাল থেকে ডেলে আলির সঙ্গে ডেট করছিলেন মডেল রুবি মে-র সঙ্গে। ২০১৯ সালে তাঁরা অল্প সময়ের জন্য আলাদা হয়েছিলেন। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ হয়। তার ঠিক চার মাসের মধ্যে কিন্ডি কিম্বার্লির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান ডেলে আলি। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

২০১৬ সাল থেকে ডেলে আলির সঙ্গে ডেট করছিলেন মডেল রুবি মে-র সঙ্গে। ২০১৯ সালে তাঁরা অল্প সময়ের জন্য আলাদা হয়েছিলেন। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ হয়। তার ঠিক চার মাসের মধ্যে কিন্ডি কিম্বার্লির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান ডেলে আলি। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

5 / 6
ডেলে আলির বান্ধবী কিন্ডি কিম্বার্লি পেশায় মডেল এবং ইউটিউবার। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটেন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

ডেলে আলির বান্ধবী কিন্ডি কিম্বার্লি পেশায় মডেল এবং ইউটিউবার। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটেন। (ছবি-কিন্ডি কিম্বার্লি ইন্সটাগ্রাম)

6 / 6
Follow Us: