Dele Alli: বান্ধবীর সঙ্গে কোয়ালিটি টাইমে ডেলে আলি! কে এই ডাচ নারী?
এভার্টনের তারকা ফুটবলার ডেলে আলি বর্তমানে গরমের ছুটি কাটাচ্ছেন। সঙ্গী সুন্দরী মডেল বান্ধবী কিন্ডি কিম্বার্লি। কিন্তু কোন জায়গায় রয়েছেন তাঁরা তা পরিষ্কার নয়। তবে ২৬ বছরের ডেলে ও তাঁর ডাচ বান্ধবীকে দেখা গিয়েছে এক আর্ট গ্যালারিতে। আর সেখানেই কিন্ডির গালে মিষ্টি চুমু এঁকে দেন ডেলে। কিন্ডি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই মিস্টি ছবি শেয়ার করেছেন।
Most Read Stories