Offbeat Museums: ভারতের সেরা ছয়টি ‘অফবিট মিউজিয়াম’, সংগ্রহে থাকা জিনিস দেখলে চমকে যাবেন

মিউজিয়াম বা জাদুঘর মানেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ বিস্ময়। ইতিহাসের খুঁটিনাটি পাওয়া যায় এক ছাদের তলায়। প্রাচীন সভ্যতার অনন্য সব নিদর্শন থাকে এইসব মিউজিয়ামে।

| Edited By: | Updated on: Aug 21, 2021 | 5:25 PM
মিউজিয়াম বা জাদুঘর মানেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ বিস্ময়। ইতিহাসের খুঁটিনাটি পাওয়া যায় এক ছাদের তলায়। প্রাচীন সভ্যতার অনন্য সব নিদর্শন থাকে এইসব মিউজিয়ামে। কিন্তু ভারতে বেশ কয়েকটি অদ্ভুত মিউজিয়াম রয়েছে, যার সংগ্রহের কথা শুনলে তাক লেগে যাবে। চলুন দেখে নেওয়া যাক অফবিট এইসব মিউজিয়ামের হাল-হকিকত।

মিউজিয়াম বা জাদুঘর মানেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ বিস্ময়। ইতিহাসের খুঁটিনাটি পাওয়া যায় এক ছাদের তলায়। প্রাচীন সভ্যতার অনন্য সব নিদর্শন থাকে এইসব মিউজিয়ামে। কিন্তু ভারতে বেশ কয়েকটি অদ্ভুত মিউজিয়াম রয়েছে, যার সংগ্রহের কথা শুনলে তাক লেগে যাবে। চলুন দেখে নেওয়া যাক অফবিট এইসব মিউজিয়ামের হাল-হকিকত।

1 / 7
সুলভ ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম- দিল্লির এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয় টয়লেট বা শৌচালয়। চমকে যাচ্ছেন? বাস্তবে ঠিক এমনটাই হয়েছে এই মিউজিয়ামে। টয়লেটের বিবর্তন বোঝা যাবে এখানে এলে। প্রাচীন কালে কেমন ছিল শৌচালয়, বর্তমানেই বা কেমন, দুইয়ের মধ্যে ফারাক কোথায়- সবই জানান দেবে এই অদ্ভুত মিউজিয়াম।

সুলভ ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম- দিল্লির এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয় টয়লেট বা শৌচালয়। চমকে যাচ্ছেন? বাস্তবে ঠিক এমনটাই হয়েছে এই মিউজিয়ামে। টয়লেটের বিবর্তন বোঝা যাবে এখানে এলে। প্রাচীন কালে কেমন ছিল শৌচালয়, বর্তমানেই বা কেমন, দুইয়ের মধ্যে ফারাক কোথায়- সবই জানান দেবে এই অদ্ভুত মিউজিয়াম।

2 / 7
Paldi Kite Museum, Gujarat- ঘুড়ি ওড়ানোর উৎসব ধুমধাম করে পালিত হয় পশ্চিমের রাজ্য গুজরাতে। আর সেখানেই রয়েছে ঘুড়ি সংরক্ষণের এই মিউজিয়াম। বিভিন্ন ধরনের ঘুড়ি রয়েছে এখানে। মিউজিয়ামে প্রবেশের জন্য কোনও মূল্য লাগে না।

Paldi Kite Museum, Gujarat- ঘুড়ি ওড়ানোর উৎসব ধুমধাম করে পালিত হয় পশ্চিমের রাজ্য গুজরাতে। আর সেখানেই রয়েছে ঘুড়ি সংরক্ষণের এই মিউজিয়াম। বিভিন্ন ধরনের ঘুড়ি রয়েছে এখানে। মিউজিয়ামে প্রবেশের জন্য কোনও মূল্য লাগে না।

3 / 7
Mayong Central Museum and Emporium, Assam- অসমের মায়ং গ্রাম 'কালাজাদু' অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের জন্য পরিচিত। সেই গ্রামেই রয়েছে এই অদ্ভুত মিউজিয়াম। ডাইনিবিদ্যা থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিকের অন্যান্য পর্যায়ের বহু জিনিস এখানে সজ্জিত রয়েছে। যেসব তলোয়ার মৃত্যুর জন্য ব্যবহার হয়েছে সেগুলিও সাজানো রয়েছে এই মিউজিয়ামে। পর্যটকদের জন্য বিশেষ ম্যাজিক শোয়ের বন্দোবস্তও করা হয়।

Mayong Central Museum and Emporium, Assam- অসমের মায়ং গ্রাম 'কালাজাদু' অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের জন্য পরিচিত। সেই গ্রামেই রয়েছে এই অদ্ভুত মিউজিয়াম। ডাইনিবিদ্যা থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিকের অন্যান্য পর্যায়ের বহু জিনিস এখানে সজ্জিত রয়েছে। যেসব তলোয়ার মৃত্যুর জন্য ব্যবহার হয়েছে সেগুলিও সাজানো রয়েছে এই মিউজিয়ামে। পর্যটকদের জন্য বিশেষ ম্যাজিক শোয়ের বন্দোবস্তও করা হয়।

4 / 7
হিমাচল প্রদেশের ফসিল পার্ক মিউজিয়ামে বিভিন্ন প্রাচীন পশুপাখির আদলে প্রতিকৃতি তৈরি করে রাখা রয়েছে। Shivalik mammals- দের অদ্ভুত সংরক্ষণ রয়েছে এই পার্কে।

হিমাচল প্রদেশের ফসিল পার্ক মিউজিয়ামে বিভিন্ন প্রাচীন পশুপাখির আদলে প্রতিকৃতি তৈরি করে রাখা রয়েছে। Shivalik mammals- দের অদ্ভুত সংরক্ষণ রয়েছে এই পার্কে।

5 / 7
Vechaar Museum- আহমেদাবাদের এই মিউজিয়াম বাসনকোসন সংরক্ষণের জন্য বিখ্যাত। প্রাচীনকালের এমন সব বাসন এখানকার সংগ্রহে রয়েছে যা কস্মিনকালেও দেখেনি আজকের প্রজন্ম।

Vechaar Museum- আহমেদাবাদের এই মিউজিয়াম বাসনকোসন সংরক্ষণের জন্য বিখ্যাত। প্রাচীনকালের এমন সব বাসন এখানকার সংগ্রহে রয়েছে যা কস্মিনকালেও দেখেনি আজকের প্রজন্ম।

6 / 7
Click Art 3D Museum, Chennai- চেন্নাইয়ে তৈরি হয়েছে দেশের প্রথম থ্রিডি মিউজিয়াম। এখানকার সব ছবিই থ্রিডি ভাবে তৈরি। দেখে মনে হবে যেন একদম সত্যি। সেলফি বা ছবি তোলার জন্য এই মিউজিয়াম আদর্শ।

Click Art 3D Museum, Chennai- চেন্নাইয়ে তৈরি হয়েছে দেশের প্রথম থ্রিডি মিউজিয়াম। এখানকার সব ছবিই থ্রিডি ভাবে তৈরি। দেখে মনে হবে যেন একদম সত্যি। সেলফি বা ছবি তোলার জন্য এই মিউজিয়াম আদর্শ।

7 / 7
Follow Us: