Princepal Singh: আমেরিকার বাস্কেটবল লিগ এনবিএতে ইতিহাস ভারতের প্রিন্সপাল সিংয়ের

প্রথম ভারতীয় হিসেবে আমেরিকার বাস্কেটবল (Basketball) লিগ এনবিএতে (NBA) ইতিহাস গড়লেন প্রিন্সপাল সিং (Princepal Singh)। স্যাক্রেমেন্টো কিংস (Sacramento Kings) দলের হয়ে খেলেন তিনি। ২০২১ সালের এনবিএ সামার লিগের (NBA Summer League) চ্যাম্পিয়ন হল সেই সাকরামেন্টো। আর তাতেই রেকর্ড বুকে ঢুকে পড়লেন ভারতের প্রিন্সপাল।

| Edited By: | Updated on: Aug 19, 2021 | 1:46 PM
চ্যাম্পিয়নশিপের ম্যাচে বস্টন সেল্টিক্সের (Boston Celtics) বিরুদ্ধে ১০০-৬৭ পয়েন্টের ব্যবধানে জেতেন প্রিন্সপালরা। (সৌজন্যে-টুইটার)

চ্যাম্পিয়নশিপের ম্যাচে বস্টন সেল্টিক্সের (Boston Celtics) বিরুদ্ধে ১০০-৬৭ পয়েন্টের ব্যবধানে জেতেন প্রিন্সপালরা। (সৌজন্যে-টুইটার)

1 / 4
২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এনবিএ চ্যাম্পিয়ন হল স্যাক্রেমেন্টো।(সৌজন্যে-টুইটার)

২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এনবিএ চ্যাম্পিয়ন হল স্যাক্রেমেন্টো।(সৌজন্যে-টুইটার)

2 / 4
ম্যাচের শেষের দিকে চার মিনিটের মতো খেলে ফাইনালে দলকে ২ পয়েন্ট এনে দেন প্রিন্সপাল।(সৌজন্যে-টুইটার)

ম্যাচের শেষের দিকে চার মিনিটের মতো খেলে ফাইনালে দলকে ২ পয়েন্ট এনে দেন প্রিন্সপাল।(সৌজন্যে-টুইটার)

3 / 4
এনবিএ-র যে কোনও চ্যাম্পিয়নশিপ রোস্টারে জায়গা পাকা করে এর আগেই ইতিহাস গড়েন পঞ্জাবের ৬ ফুট ৯ ইঞ্চির প্রিন্সপাল। (সৌজন্যে-টুইটার)

এনবিএ-র যে কোনও চ্যাম্পিয়নশিপ রোস্টারে জায়গা পাকা করে এর আগেই ইতিহাস গড়েন পঞ্জাবের ৬ ফুট ৯ ইঞ্চির প্রিন্সপাল। (সৌজন্যে-টুইটার)

4 / 4
Follow Us: